বিজয় দিবসের ছোট্ট উপহার। মাত্র ৪৪০ কেবির সফ্ট্ওয়ার দিয়ে খুঁজে নিন সবকিছু। ছোট বলে অবহেলা করার কিছু নেই, কথায় আছেনা ছোট মরিচের ঝাল একটু বেশিই.

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ -

সুপ্র্রিয় টেকটিউনস কমিউনিটি আশাকরি আপনারা সবাই ভালোই আছেন। আপনাদের ভালো থাকাটা আরো একটু দীর্ঘায়িত করতেই আমার আজকের এই টিউন।

আমরা যারা কম্পিউটার এ অনেক বেশি পরিমান ডাটা সংরক্ষন করে রাখি তাদের প্রত্যেকটি ডাটা খুঁজে বের করা, প্রত্যেকটি ফাইল ফোল্ডার খুঁজা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। আবার আমরা অনেকেই ভুলে যাই কোথায় রাখছি আমাদের ডাটা। আর কম্পিউটারের ডিফল্ট সার্চ অপশন এতোই স্লো যে আমাদের সব সময় এতোটা সময় অপেক্ষা করাটা বিরক্তিকর মনে হয়।

আপনাদের এই সমস্যার সমাধানের জন্য আমি নিয়ে আসছি মাত্র ৪৪০ কিলোবাইট এর ছোট্ট একটি সফ্ট্ওয়ার, যা ব্যবহার করে আপনারা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের কাঙ্খিত তথ্য খুঁজে পাবেন। সফ্ট্ওয়ারটির নাম Everything Search Engine। সফ্ট্ওয়ারটির পোর্টটেবল ভার্সন ও আছে। আপনারা যার পোর্টটেবল সফ্ট্ওয়ার পছন্দ করেন তারা এটা ব্যবহার করতে পারবেন।

ডাউনলোড Everything Search Engine

এইবার আসি ডাউনলোড করার পালায়, প্রথমে নিচের ডাউনলোড লিংক থেকে আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী ‍৩২ বিট, ৬৪ বিট অথবা পোর্টটেবল ভার্সনটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড হয়ে গেলে স্বাভাবিক নিয়মে ইনস্টল করে নিন। ইনস্টল করার সময় নিচের চিত্রে দেখানো মার্ক করা অংশ গুলো চেক করে দিতে পারেন। তাহলে ডেস্কটপে সফ্ট্ওয়ারটির একটি আইকন দেখতে পাবেন।

এখন আইকনটিতে মাউস এর ডান বাটন ক্লিক করে দেখানো জায়গাতে আপনার পছন্দ মত একটি সর্টকাট দিয়ে ওকে করে বেরিয়ে আসুন।

এখন আইকন এ ক্লিক করে অথবা সর্টকাট চেপে সফ্ট্ওয়ারটি চালু করুন। তাহলে নিচের মত উইন্ডো দেখতে পাবেন।

এইবার আপনার কাঙ্খিত ফোল্ডার, ফাইল বা অ্যাপলিকেশন এর নাম লিখে সার্চ করুন আর দ্রুততম সময়ে কাঙ্খিত ফলাফল পেয়ে যাবেন।

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে টিউমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি.

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

chorom jinis vai……eta dorkar onek din theke e….. thnx 😀 😀

Apnakew dhonnobad sifat vai, opokrito hyecen jene valo laglo.

অনেক দিন যাবত ব্যবহার করছি , ধন্যবাদ।