বসে বসে গল্পের বই পড়ার দিন শেষ নিয়ে নিন রহস্য,গোয়েন্দা,ভৌতিক ও রোমান্সকর গল্পের Audio Books ধারাবাহিক Tune পর্ব ১ ।

অনেকি হয়ত sunday suspense (audio books) শুনেন তাদের জানাই হাজারো সালাম এবং সেই সঙ্গে নিজেদেরও Out knolodge বা সাহিত্য গেন বাড়িয়ে অনেক উপকৃতও হন অনেক কিছু শিখতে পারেন। কিন্তু যারা জানেন না বা বই পড়তে খুব পছন্দ করেন তাদের জন্য রহস্য,গোয়েন্দা,ভৌতিক ও রোমান্সকর গল্পের Tune করছি। অনেক কিছ সিখতে পারবেন।

আজকের Tune ভৌতিক গল্পের । গল্পের নাম কনওয়ে কাসল এর পেতাত্তা। গল্পের লেখক সত্যজিৎ রায়।

গল্প সম্পর্কেঃ একটি পুরাতন বাড়ি থাকে যার নাম কনওয়ে কাসল। একজন বিদেশি রাতের বেলা হুতুম পেঁচার ডাক taprecoder এ record করতে গিয়ে সেই বাড়িতে এক অদ্ভুত শব্দ শুনতে পান। পড়ে জানা যাই জে সেইখানে একজন বেক্তি অনেক আগে মারা গিয়েছেন। যার পর থেকে প্রতি রাতে সেই বাড়ি থেকে শব্দ আসে। এই ঘটনা শুনেন তারিনি খুড়ো (গল্পের নায়ক)। তিনি শুনার পর প্রতিদিন যেই আড্ডাতে তিনি যান সেখানে এই কথা share করেন তারপর আড্ডার সকলে এবং ঐ বিদেশি লোক সহ সেই বাড়িতে যান এবং সেখনেই ঘটে এক ভয়ংকর কান্ড।

তাই গল্পটি সম্পূর্ণ শুনতে চাইলে এখনই নামিয়ে ফেলুন কনওয়ে কাসল এর পেতাত্তা।

Download এ ঝামেলা ছিলো ঠিক করে দিলাম। এই লিঙ্কটি Just Copy করে IDM এ পেস্ট করুন।আর Download করতে থাকুন।

Level 0

আমি প্রযুক্তি প্রেমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

link koi?

ভাই লিংক ঠিক নাই।

bengali-mp3.com/dcontent.php?dir=Sunday%20Suspense&file=Tarini%20Khuru%20Er%20Golpo-Conway%20Castler%20Pretatta.mp3&page=17&size=32624 এই লিঙ্কে জান অনলাইনে শুনতে । www ছাড়া লিখলাম তাছাড়া সবাইকে Moderate হয়ার জন্য অপেক্ষা করতে হবে।

Jodi Khub Kom MB Te Downlod Korte Chan Tale Ai Site Theke Korun http://SangeetBangla.In

Level New

পেতাত্তা না প্রেতাত্মা ।
গল্প টা FM এ শুনেছি । thanks