টরেন্ট দিয়ে পিটুপি পদ্ধতিতে ডাউনলোড করতে পছন্দ করেন কিন্তু পাইরেটবে ডট কম- এর নাম শুনেননাই এমন কাউকে খুঁজে পাওয়া যাবেনা । সুবিশাল কালেকশন আর সিডারবহুল টরেন্টের কারখানা এই পাইরেটবে। কিন্তু গত কয়েক মাস ধরে দফায় দফায় ডোমেইন নেম পরিবর্তনের কারণে অনেকেই সাইটটিতে আর ঢুকতে পারছেন না। আগের thepiratebay.sx, thepiratebay.se - এই দুইটাই এখন ডাউন। বর্তমানে কাজ করছে- http://thepiratebay.pe/
সহজ সমাধানঃ ডোমেইনের শেষাংশ যেহেতু বারবার পরিবর্তিত হচ্ছে তাই সেইটা মনে রাখার কোন দরকার নেই। সহজ সমাধান হচ্ছে- thepiratebay.com লিখে এন্টার দেওয়া। এতে যে ডোমেইনটি এক্টিভ আছে সেখানে স্বয়ংক্রিয়ভাবে রিডিরেক্ট হয়ে যাবে!
হ্যাপি ডাউনলোডিং!
আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।
ধন্যবাদ , এলেবেলে ভাই । অনেক দিন পর আপনাকে আবার টিটিতে দেখে ভালো লাগলো 😀 ।