।আসসালামুয়ালাইকুম,
সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের টিউনিং আয়জনে।
আশা করি সবাই ভাল আছেন। যাই হোক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দেখা অন্যতম একটি মিডিয়া প্লেয়ার এবং অবশই আমার প্রিয় একটি প্লেয়ার যা না জেট অডিও প্লেয়ার ভারশন ৮.০.৫.৩২০ ভিক্স। টিউনটি মুলত করা আপনাদের অনুরোধে। আমার প্রিয় একজন ব্যক্তিত্ব এটির জন্য আমাকে মেইল করেছিলেন।
তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে অন্যান্য প্লেয়ার গুলোর সাথে এটার পার্থক্য কি? তাই না। হা আপুনি একবার ইন্সটল করলেই বুঝতে পারবেন অন্যান্য প্লেয়ারগুলোর সাথে এটার পার্থক্য, তারপর ও আমি আলাদা করে লিখে এবং স্ক্রিনশটে তা বুঝিয়ে দিচ্ছি।
বৈশিষ্ট্যঃ
১. অল ফরমেট প্লেয়ার
২. সাউন্ড রেকর্ডার
৩. অডিও কনভার্ট
৪. ভিডিও কনভার্ট
৫. অডিও এডিটার
৬. অডিও কাটার
৭. আরো অনেক কিছু
এবার আসুন স্ক্রিনশট গুলো দেখি
তো ব্যবহার করুন আর আনন্দে থাকুন সারাক্ষন। আল্লাহ হাফেয
সৌজন্যেঃ কম্পিউট্রনিক্স
আপডেটঃ আমকে মেইল করে + ফোন দিয়ে একজন ভিজিটর বলেছিলেন যে ডাউনলোড দেওয়ার পর এক্সট্রাক্ট করতে গেলে CRC Failed নামক বার্তা দিচ্ছে। কিন্তু আমি মনে করি সেরকম হওয়ার কথা না । তারপর ও আমি আরেকটি ডাউনলোড লিঙ্ক দিলাম।
আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
luckyFM ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় মিডিয়া প্লেয়ারটি নিয়ে টিউন করার জন্য।আমি jetaudio-র একজন ভক্ত,প্রায় সাত বছরের উপরে আমি ইহা ব্যবহার করি,খুবই ভাল একটি মিডিয়া প্লেয়ার।আর আমিও ব্যক্তিগত ভাবে অনুরোধ করেছিলাম jetaaudio-র জন্য আবারো ধন্যবাদ কথা রাখার জন্য।