নিয়ে নিন Sublime Text 3(64 bit) ফুল ভার্সন ( PSD2HTML কোর্সে যেটি ব্যবহৃত হয়েছে)

আসসালামু আলাইকুম। সবাইকে ১১-১২-১৩ এর শুভেচ্ছা। যাহোক মূল কথায় আসি। আমাদের টেকটিউনস এ রাকিব ভাই “PSD2HTML পূর্ণাঙ্গ চেইন কোর্স” সফলভাবে শুরু করেছেন এবং আশা রাখি সফলভাবে শেষও করবেন। আমি অবশ্যি বেশ কিছুদিন বাড়ীর বাইরে থাকার জন্য প্রথম থেকে শুরু করতে পারিনি। তবে টিউনগুলো সেভ করে রেখেছি, আশা করছি পুরোটা শেষ করতে পারব। যাহোক এই টিউনে টিউনার টেক্সট এডিটর হিসেবে ব্যবহার করেছেন Sublime Text 3. এটি অবশ্যি একটি ভালো এডিটর। এটি দেখে প্রথমে চিন্তা হলো একটি টেক্সট এডিটর এর দাম আর কতই হবে, এটির লাইসেন্স কিনে ব্যবহার করব। কিন্তু ওদের ওয়েব সাইটে গিয়ে বিশালাকার একটি ধাক্কা খেলাম যখন এর দাম দেখলাম মাত্র 70$. ভাবুন অবস্থা। কি আর করা বাধ্য হয়েই পাইরেটস জগতে গেলাম। কিন্তু ভুলে আমি শুধুমাত্র 64 Bit এর ভার্সনটি ডাউনলোড করেছি। আর আজ thepiratebay.sx এক্সেস করতে পারছিনা। তাই আপাতত 64 Bit এর ডাউনলোড করে নিন, পরে যদি পারি তাহলে লিঙ্ক দিব। আর আপনারা কেউ পারলে লিঙ্ক দিয়ে উপকার করবেন।

প্রথমে মূল ওয়েব সাইট থেকে আপনার Windows ভার্সন অনুযায়ী Sublime Text 3 ডাউনলোড করে নিন।

Patch ×64 ডাউনলোড করুন এখান থেকে- মাত্র ৭৭ কিলোবাইট।

এটি আমি Kaspersky Internet Security 2014 (update) দিয়ে স্ক্যান করেছি, কোন ভাইরাস পাইনি। তারপরও আপনারা নিজেরা স্ক্যান করে নিবেন।

এরপর স্বাভাবিক নিয়মে Install করুন। এরপর প্যাচ করার পালা। এটি একাবারেই সহজ। শুধুমাত্র ডাউনলোড করা ফাইলটি এক্সট্রাক্ট করে sublime.text.3.x64.patch এ রাইট বাটন ক্লিক করে Run as Administrator দিন।

তাহলে নিচের মত উইন্ডো আসবে। এখন Patch এ ক্লিক করুন।

তাহলে নিচের চিত্রের মত লেখা আসবে, আপনি Yes এ ক্লিক করুন।

এরপর C:\Program Files\Sublime Text 3 এই Location এ গিয়ে তারপর sublime_text3.exe ফাইলটি সিলেক্ট করে তারপর Open এ ক্লিক করুন। নিচের ছবিটি দেখুন।

যাহোক অবশেষে আপনার কাজ কমপ্লিট। এখন আপনার Sublime Text 3 open করে Help>About Sublime Tex এ ক্লিক করে দেখুন রেজিস্টার হয়ে গেছে।

টেকটিউনস এ আমার ঘুরাফেরা ২ বছর পাঁচ মাস হলেও রাজনীতিকদের মত আমি শুধু নিতে প্রস্তুত দিতে নয়, তাই এটি আমার প্রথম টিউন। তাই ভুল হলে Sorrrrrrrrrrrry………………

আগে কেও এই সফটওয়ার দিয়ে থাকলে Sorrrrrrrrrrrrry…………………

Level 0

আমি তুহিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাবলাইম টেক্সট এর ৩২ বিট, ৬৪ বিট, লিনাক্স ভার্সন, প্যাচ, ক্র্যাক সহ – http://www.datafilehost.com/d/c9751cf3

ধন্যবাদ কম্পিউটার লাভার ভাইয়া।