CD/DVD কপি করতে পারছেন না? এবার কপি হবেই। (মাত্র 2 মেগাবাইটের একটি সফ্টওয়ার)

বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন। আজ আপনাদের সাথে ছোট্ট একটি সফ্টওয়ার শেয়ার করবো যার মাধ্যমে আপনি খুব সহজে আপনার CD/DVD কপি করতে পারবেন। কারন অনেক সময়ই আমাদের এই সমস্যায় পড়তে হয়। আমি আজ যে সফ্টওয়ারটি আপনাদের সাথে শেয়ার করবো
তা কিন্তু সত্যি খুবই কার্যকর। যাক আর বেশি কথা বলবোনা। সফ্টওয়ারটি এখানে ক্লিক করে নামিয়ে নিন । তারপর ইন্সটল করে ফেলুন আট দশটা সফ্টওয়ারের মতই। এবার সফ্টওয়ারটি ওপেন করুন। নিচের মত দেখবেন............................

এখানে লাল দাগ দেওয়া অপশনে HP DJ1050 নামে যা দেখতেছেন তাই হল আপনার CD/DVD। এবার আপনি নেক্স এ ক্লিক করুন । নিচের মত দেখবন..................................

এখানে আপনার CD/DVD এর সাইজ দেখাচ্ছে এবং কপি করার পর এটা কোথায় সেভ হবে তা দেখাচ্ছে। সাধারণত এটা C ড্রাইভকে টার্গেট করে রাখে মানে C ড্রাইভে সেভ হবে। আপনি চাইলে কোথায় সেভ করবেন দেখিয়ে দিতে পারেন। যেখানে সেভ করবেন সে লোকেশনটা দেখিযে দিয়ে নেক্সট এ ক্লিক করুন। নিচের মত দেখবেন.................

এখানে যা দেখতেছেন তা হল আপনার CD/DVD এর সবগুলো ফাইল। আপনি যদি চান সবগুলো ফাইল কপি করবেন তাহলে check all এ ক্লিক করুন। অথবা আপনি বেচে বেচে যেটা কপি করতে চান সেটা সিলেক্ট করেও কপি করতে পারবেন। সিলেক্ট করার পর সেভ এ ক্লিক করুন। নিচের মত দেখবেন.....................

এখন যা দেখতেছেন তা হল আপনার CD/DVD কপি হওয়া শুরু হয়েছে। এবর কিছুক্ষণ অপেক্ষা করুন কপি কমপ্লিট হওয়া পর্যন্ত। কমপ্লিট হয়ে গেলে exit করে বের হয়ে আসুন এবং দেখুন সেভ করার জন্য যে লোকেশনটা আপনি টার্গেট করেছিলেন।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সূস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে আবশ্যই জানাবেন........................

আপনাদের জন্য আরো কিছু পোষ্ট এখানে...............

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজে দিবে @ ধন্যবাদ কামরুল ভাই

Level New

tnx

আপনাদেরকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য।

আর হুছাইন ভাই ফটোশপ নিয়ে আমার কথা আছে আপনার সাথে।

এখন দরকার নেই, তারপরও রেখে দিলাম কখনও দরকার হতে পারে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

কমেন্টস করার জন্য আপনাকেও ধন্যবাদ।

এতে লেজারের কোন ক্ষতি হবে না তো?

ক্ষতি হওয়ারতো কোন কারন দেখছিনা।

Level 0

Vi, karu kase ki new drive korar softwer asha…..! ami amr pc te new r ekta drive korte chai, n linax use korte chai…!!

ভাল সফ্ট । কাজে লাগবে