আসসালামু আলাইকুম ,সবাই কেমন আছেন ? বিজয় মাসের শুভেচ্ছা নিন।। প্রথমেই বলে নেই Hiren’s Boot CD সম্পরকে যাদের জানা আছে তারা এড়িয়ে চলুন।। এবার টিউন শুরু করা যাক।। আমরা প্রচুর সফটওয়্যার ব্যবহার করি নানা প্রয়োজনে।। এবং অনেক সফটওয়্যারের সাথে প্রতিদিন পরিচিত হই।। কিছু সফটওয়্যার একবার কাজ করে আর প্রয়োজন হয় না।। আবার কিছু আমরা ব্যবহার করি নিয়মিত।। তাই মাঝে মাঝে আমরা চিন্তা করি যদি এমন একটি সফটওয়্যার হত যার মধ্যে সব টুলস সফটওয়্যার থাকবে, তাহলে অনেক ভাল হত!! Hiren’s Boot CD এই একটি জীপ ফাইল যা ডাউনলোড করে আপনি পেতে পারেন একাধিক সফটওয়্যার।। এর ফিচার ও ডাউনলোড লিঙ্ক দেয়ার আগে আপনাদের বলে নিতে চাই এটি আপনি পিসিতে সেইভ করেও চালাতে পারেন এবং বুতেবল সিডিতে রাইট করেও চালাতে পারেন।। আবার পেন ড্রাইভকে বুতেবল করেও চালাতে পারেন।। কিন্তু আমি রিকমান্ড করব সিডি বানিয়ে ইউজ করলে লাভবান বেশি হবেন।।
সফটওয়্যার লিস্ট নিচে দেয়া হল।।ঃঃঃঃঃঃ
উপরে শুধুমাত্র টুলসের ক্যাটাগরির নাম দেয়া হয়েছে।।এক একটি ক্যাটাগরিতে অনেক সফটওয়্যার আছে।।
কোন সফটওয়্যার কি কাজে লাগে জানতে চাইলে লিঙ্কে ক্লিক করেন।।
সফটওয়্যারটি ডাউনলোড করুন (জীপ)>>>> Hiren's Boot CD ( 592 mb)
আমি মোঃ ইফতেখার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এইডা কি জিনিস দিলেন ? এর কাজ কাম দেইখা তো মাথা ঘুরতাছে =D।