আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ব্যস্ততার কারণে আমার কোন টিউন আপনাদের চোখে পরেনা (এজন্য দুঃখিত)।
তবে,
আজ আমি আপনাদের আইকন বানানো বিষয়ে কিছুটা জানাবো। (হয়তো আইকন নিয়ে এর আগে অন্য টিউন থাকতে পারে তবে নতুন টিউনে কিছুটা আপডেট ও থাকে, সে চিন্তায় টিউন করতে বসলাম)
যা যা লাগবে, , , , (ভয় নেই আপনার পিসিতে/ল্যাপটপে হবেই)
BS Icon Maker 1.1.0.17 মেইন সফটওয়্যার (Download)
Crack রেজিস্টার করার জন্য (Download)
(Crack ডাউনলোড করার পর ডাবল ক্লিক করে রেজিস্টার করে নিন)
প্রথমে সফটওয়্যার টি ওপেন করুন। (চিহ্নিত অংশ গুলো ভালকরে লক্ষ্য করুন)
File > New (Ctrl + N)
কিছু লিখে আইকন তৈরি করতে নিচের নিয়ম অনুসরণ করুন,
১। বাম পাশের(Tools থেকে) Text লেখাতে ক্লিক করুন।
২। Text এ ক্লিক করলে Hello লেখা আপনার আইকন পেইজে আসবে, সেখান থেকে বাম দিকে Font Editor আছে।
সেখানে আপনি Font বাটনে ক্লিক করুন (লেখাকে পুরোপুরি এডিট করার জন্য)।
৩। প্রয়োজন অনুযায়ী ইচ্ছামত বাংলা বা ইংরেজি লিখুন (অবশ্য Font, Size Bold, Italic, Underline. এর সিদ্ধান্তে
নিশ্চিত হয়ে নিন।)
৪। সফটওয়্যারটির একটি সমস্যা আছে। (নো চিন্তা আপনি অসুস্থ হবেন না)J
৫। টেকটিউনস এর আইকন তৈরি করার পর File> Save/ Save as এ ক্লিক করে সেভ করুন।
৬। এবার ছবি থেকে আইকন তৈরি করব। এজন্য Icon Creator> Photo to Icon এ ক্লিক করুন ও নির্দিষ্ট ছবি Select
করুন।
৭। ছবি Select হওয়ার পর নির্দিষ্ট অংশ সাইজ করে নিয়ে ওকে করুন।
এবার সেভ করে নিন আর আপনার পছন্দের ফোল্ডারে আইকন সেট করে নিন।
আইকন পরিবর্তণ করার পর আমার ফোল্ডার গুলো দেখুন
*** কিভাবে ফোল্ডারে এ আইকন গুলো সেট করবেন***
= আপনার ফোল্ডারটি Select করে এর Properties এ যান (কীবোর্ড থেকে Alt ধরে Enter চাপুন)।
কোন সমস্যা/পরামর্শ থাকলে অবশ্য Comment করে জানাবেন।
ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তি টিউনে ইনশাআল্লাহ্।
আমি মোঃ মামুনুর রশিদ নাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tnxxxx vi