আসসালামুআলাইকুম রাহমাতুল্লাহে ওয়াবারাকাতুহ
আশা করি আপনারা ভাল আছেন। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে DBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম) এর বয়স প্রায় ১ বছর হতে চললো। “বাংলা হাদিস সফটওয়্যার” অনেক দুর এগিয়েছে যার মধ্যে সদস্যদের মধ্যে বেশিরভাগই টেকটিউনস এর টেকটিউনার রা। এর মধ্যে আমরা প্রায় ৩৫,০০০ হাদিস সন্নিবেশ করেছি সফটওয়্যারটিতে। আমাদের অনলাইনের ওয়েবসাইট সম্মানিত রোকন ভাই অনেক যত্নে ও সময় নিয়ে তৈরি করছেন http://hadithbd.com/ ভিজিট করার আমন্ত্রন জানাচ্ছি আপনাদের। যেখানে আপনি আমাদের অফলাইন সফটওয়্যারটির প্রায় সব হাদিস পাবেনও শেয়ার করতে পারবেন অনায়াসে।
সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি ডিজিটাল বাংলা হাদিস টিমকে পৃথিবীতে সর্বপ্রথম তিনটি ভাষায় (আরবী, বাংলা ও ইংলিশ) ভাষায় আপনাদের খেদমতে এ সফটওয়্যারটি পেশ করার তাওফিক দিয়েছেন। আজ আপনাদের খেদমতে সফটওয়্যারটির ০.৪ ভার্সন পেশ করার ইচ্ছা প্রকাশ করি। প্রতিবার লিংক দিলে ব্যান্ডউইথ একসিড করে, গতমাসে তিনটি লিংকই একসিড করেছিল। এবার ৩টি লিংক দিলাম, ১ম লিংকটিতে ১০ জিবি ব্যান্ডউইথ পাবেন। আর মিডিয়া ফায়ার সহ আরও একটি লিংক দিলাম। কোন সমস্যা হলে জানাবেন আশা করি। সফটওয়্যারটি লোড করার পর User Manuel পাবেন –
এছাড়াও আমাদের হাদিস সফটওয়্যারের 0.4 ভার্সন বের হয়েছে ২ দিন আগে কালেকশানে না থাকলে শীঘ্রই নিয়ে নিন। ৫২ মেগাবাইট (৩টা লিংক দিলাম) -
DBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম)-এর সাথে যারা এ মহৎ কাজে অংশগ্রহন করতে চান মেল করে জানাবেন।
আরো কয়েকটি ইসলামিক গুরুত্বপূর্ন সফটওয়্যার লোড করার অনুরোধ করছি-
DBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম)
শাহরিয়ার আজম
মেইল এড্রেস- [email protected]
Mob-01735727416 / 01840102613
http://www.facebook.com/pages/DBHT/603417713008497
আমি ডিজিটাল বাংলা হাদিস টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য 🙂