দ্রুতগতিতে পিসির যেকোন ফাইল কপি করার জন্য সেরা ৫টি সফটওয়্যার

আস্-সালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন।

দৈনন্দিন জীবনে পিসি ব্যবহারে আমাদের নানান সফটওয়্যারের প্রয়োজন পড়ে। কেননা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে যেসব সফটওয়্যার দেয়া থাকে সেগুলো আমাদের চাহিদা মেটাতে সক্ষম হয়না।

এছাড়া উইন্ডোজের এমন অনেক প্রোগ্রাম রয়েছে যেগুলোর বিকল্প হিসেবে আমাদের কে আলাদা করে কিছু সফটওয়্যার ব্যবহার করতে হয়। আজকে আমি সেরকম একটি প্রোগ্রামের উপর কিছু সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করব।

আমরা প্রতিনিয়ত পিসিতে প্রচুর ফাইল কপি করে থাকি। ফাইল কপি করার জন্য উইন্ডোজে ডিফল্ট ভাবে একটি প্রোগ্রাম দেয়া থাকে। যদিও এটি পিসিতে অনেক স্লো ভাবে ফাইল কপি করে থাকে। তারপর ও অনেকে বিকল্প সফটওয়্যার ব্যবহার না করেই এটি দিয়েই ফাইল কপি করে থাকেন। এতে করে অনেকের মূল্যবান সময়ের অপচয় হয়।

অনেকে হয়তো আলাদা ভাবে কোন একটি সফটওয়্যার বিকল্প হিসেবে ব্যবহার করছেন, কিন্তু জানেন না.. কোনটি পিসিতে দ্রুতভাবে ফাইল কপি করতে পারে !!

যাইহোক, আমি নিচে আপনাদের কে দ্রুতভাবে ফাইল কপি করার জন্য সেরা ৫টি সফটওয়্যারের তালিকা দিলাম। সেখান থেকে আপনি আপনার পছন্দের টি ডাউনলোড করে নিন।

FastCopy

ডাউনলোড লিংক

UltraCopier

ডাউনলোড লিংক

Unstoppable Copier

ডাউনলোড লিংক

TeraCopy

ডাউনলোড লিংক

Super Copy

ডাউনলোড লিংক

অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, ITsolution page এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যে। আপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান নিন।
ITsolution page

আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।

Level 0

আমি Shariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai sob theke valo konta

    @apu.milon: টেরাকপি উইন্ডোজে ডিফল্ট ভাবে কাজ করতে পারে বিধায় সেটি সবার কাছে অনেক জনপ্রিয়। এছাড়া, সুপার কপি একধিক ফাইল এ্যাডের মাধ্যমে একই সময়ে কাজ করতে সক্ষম। বাকিগুলো সোর্স কপির মত কাজ করে তবে স্পিডের পরিমাপটা আমার কাছে ভালো লেগেছে। আপনারা যদি কোন স্পিডের কপি করা সফটওয়্যার চান তাহলে Extreme Copier ব্যবহার করতে পারেন। এটি দ্রুত কপি করতে পারে তবে কাজ করার সময় একটু হ্যাং করে মানে অন্য কোন কাজে নিরুৎসাহিত করে।

ভালো হয়েছে। চালিয়ে যান 😀

    @শৌভিক তালুকদার: আপনার মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ।

Level 0

teracopy shera

    @towfiq.eee: দ্রত কপির ক্ষেত্রে অবশ্যই অন্যতম একটি সেরা সফটওয়্যার।

Level 0

সফটওয়্যার ডেভলপমেন্ট বা কার্যপদ্ধতি সম্পর্কে তেমন কিছু জানি না, তবে একটা প্রশ্ন প্রায়ই জাগে- এসব ইউটিলিটি সফটওয়্যারগুলো কেন উইন্ডোজের সাথে দেয়া হয়না? দ্রুত ফাইল কপি, অবাঞ্ছিত/ডুপ্লিকেট ফাইল ডিলিট, কার্যকর হার্ডডিস্ক ডিফ্রাগমেন্টার/স্ক্যানার, ডিস্ক বার্নার গুলো উইন্ডোজের চেয়ে থার্ড পার্টিদের ভাল কাজ করে।
কিংবা কে জানে, হয়ত থার্ড পার্টিদের ব্যবসা করার একটা স্পেস মাইক্রোসফট দিতে চাচ্ছে। অথবা সবই সাদা চামড়াদের সিন্ডিকেট!!

    @limaj: মাইক্রোসফট যদি নিজেরাই পারে তাহলে অন্যদের সঙ্গী করে নেয়ার কি দরকার। পাশাপাশি তাদের সফটওয়্যার গুলো দিয়ে তো কাজ চালানো সম্ভব। সেক্ষত্রে তারা তো তাদের মুনাফার ভাগ অন্যদের দিতে প্রস্তুতও না।

with teracopy you cannot send a file more than 4gb to a pendrive. So i think default copier is always best.

    @Shahriar rahat: ভাই, টেরাকপি ছাড়াও অন্য যেকোনটি ব্যবহার করে দেখতে পারেন।

ভাই, আমিতো Teracopy একবার ইন্সটল দিসিলাম…আমার কাছে তো স্পিড একই মনে হইলো..!! ৭/৮ MB per second এ ফাইল ট্রান্সফার হয়!! আমার তো নরমাল স্পিডো তাই….!! বাকি গুলো কি একই রকম??

    @sajibmazhar: না, তবে আপনি স্পিডের জন্য এক্সট্রিম কপি সফটওয়্যার টি ব্যবহার করে দেখতে পারেন।

বরাবরের মতো আপনার এই টিউনটাও অনেক ভালো লাগলো, এতোদিন TeraCopy ব্যবহার করতাম তবে কম্পিউটারের কন্সট্যন্ট মেনুতে টেরাকপি তার নিজের নাম এড করার করনে এখন Super Copy ব্যবহার করি, তবে Super Copy আবার ৬৪ ও ৩২ বিটের জন্য আলাদ ভার্সন ব্যবহার করতে হয়। এক্ষেত্রে TeraCopy ই আমার কাছে ভালো লাগে তবে এটা কী ফ্রিওয়ার নাকী..আপনার কাছে প্রশ্ন রইলো ? আর কমন একটা সমস্যা হলো কম্পিউটারে বাংলা লেখা কোন ফাইল সব কপিয়ার সফটয়্যার কপি করে না, যার ফলে ফাইলের নাম ইংরেজীতে কনভার্ট করে তারপর কপি করতে হয় এই সম্যসার কোন সমাধান আছে কী..?

আপনার এই টিউনটির ব্যপারে সাহায্য চাই https://www.techtunes.io/internet/tune-id/224553 এই টিউনে মোবাইল ওপেন অবস্থায় ভুলে যাওয়া সিকিউরিটি কোড যানা যায়, কিন্তু আমি যদি লক অবস্থায় সিকিউরিটি কোড সঠিকটি না দেই তাহলে মোবাইল ওপেন হবে না। এই অবস্থায় সিকিউরিটি কোড যানার কোন উপায় আছে কী..?

Unstoppable Copier ডাওনলোড করবো কীভাবে..?

    @মাহমুদ কলি।:উল্লিখিত ডাউনলোড লিংকে প্রবেশ করুন এবং + চিহ্নের নিচে download লিখাটিতে ক্লিক করুন। তারপর Program Locations: থেকে Author’s link 1, Author’s link 2 অথবা Mirror 1 থেকে যেকোনটি তে ক্লিক করে ডাউনলোড করে নিন।

thanks

    @Khadimul Islam: আপনাকেও ধন্যবাদ।