KMPlayer সম্পর্কে বলার কিছু নাই । সবাই এর প্রয়োজনিয়তা জানেন এবং সবার কাছে এটি আছে । কিন্ত আমার মনে হয় এই ভার্সন টা সবার কাছে নেই । যারা ব্যাবহার করেছেন তারা হইত জানেন আসলে এটি নতুন ভার্সন এর চেয়ে কত ভাল আর ফাস্ট ।এটি অনেক কম হেং করে আর ফাইল অনেক দ্রুত রিড ও প্লে করে । সব ফরম্যাট সাপোর্ট করে তাই পিসি তে অন্য কোন মিডিয়া প্লেয়ার এর দরকার নাই ।
এটি আসলে NVIDIA কর্পোরেশন তাদের ATI RADEON PREMIUM GRAPHICS এর জন্য ডেভেলপ করেছিল । তাই সবাই হইত ব্যাবহার করার সুযোগ পাইনি ।
এটিতে সুধু 3d অপশন নেই । তাছাড়া এটি নতুন ভার্সন এর চেয়ে অনেক বেশি ভাল । এত বেশি বলার কিছু নাই, ব্যাবহার করলেই বুজতে পারবেন ।
ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন । সাইজ 36.83 MB ।
http://depositfiles.com/en/files/ilan6r623
rar extract করুন । অ্যাপ্লিকেশান ফাইল এ ডাবল ক্লিক তারপর নিচে দেখুন যদি বুজতে সমস্যা হয়,
এখন ব্যাবহার করে দেখুন । কেমন লাগল কমেন্টস এ জানাবেন । আশা করি ভাল লাগবে ।
ধন্যবাদ ।
আমি BURN THE WORLD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক সুন্দর হইছে টিউন, বিশেষ করে স্কিন শর্ট গুলো অসাধারণ হইছে। আমি KMPlayer ব্যবহার করলে এই ভার্সনটিই ব্যবহার করি। মূলতো এর নজর কাড়া থিম এর জন্য। তবে মাঝে মধ্যে এটি ব্যবহার করতে ইচ্ছে করেনা কারণ সুধু এই ভার্সন না সব KMPlayer ই স্লো ওপেন হতে অনেক সময় নেয়, ভিডিও ফাইল প্লে হতে অনেক সময় নেয় ইত্যাদি ইত্যাদি।