কম্পিউটারে আমরা সবাই গান শুনি, নাটক মুভি ইত্যাদি দেখে থাকি আর সে জন্য প্রয়োজন হয় মিডিয়া প্লেয়ারের। বেশীর ভাগ সময় দেখা যায় আমরা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ব্যবহার করে থাকি এসবের ক্ষেত্রে। কিন্তু অনেক ফাইল উইন্ডেজ মিডিয়া প্লেয়ারে সার্পোট করে না। হয়তো এমন হয় অনেক সময় কষ্ট করে নেট থেকে মুভি ডাউনলোড করলেন পরবর্তীতে দেখা যায় সেটি MKV ফরমেটের হওয়ার তা আর উ্ইন্ডোজ মিডিয়া প্লেয়ারে চালানো সম্ভব হয় না। এছাড়া FLV, 3GP, MP4 ফরমেটের মত জনপ্রিয় ভার্শনের ফাইলগুলো কাজ করে না। এবার চিন্তার কিছু নেই আপনার পছন্দমত প্লেয়ার থেকে ডাউনলোড করে নিন সেরা প্লেয়ার'টি।
এই প্লেয়ারে প্রায় সব ধরনের অডিও / ভিডিও ফাইল সার্পোট করবে। VCD, DVD, AVI, MKV, Ogg, OGM, 3GP, MPEG-1/2/4, WMV, RealMedia, FLV সহ আরো অনেক ফরমেটের ফাইল নিশ্চিন্তে চালানো যায় এই প্লেয়ার'টি দ্বারা। আরো বিস্তারিত ভাবে জানতে চাইলে এখানে দেখতে পারেন।
VLC প্লেয়ার এটিও খুব জনপ্রিয় একটি প্লেয়ার। সব ধরনের মিডিয়া ফাইল এটি দিয়ে চালানো যায় খুব সহজেই।
Winamp প্লেয়ারের সাথে কমবেশী সবাই পরিচিত। স্টাইলিশ প্লেয়ার হিসেবে খুব'ই ভালো। দারুন সব প্লাগিন, স্ক্রিন আছে এই প্লেয়ার'টি জন্য যা আপনাকে বাড়তি আনন্দ যোগ করবে প্লেয়ার'টি ব্যবহারের মাধ্যমে।
নতুন ভার্শন'টি সহ Winamp স্ক্রিন, প্লিগন ইত্যাদি ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে।
আশা করি টিউন'টি আপনাদের কাজে আসবে। ধন্যবাদ।।।
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসলেই মিডিয়া প্লেয়ার গুলু খুব ভাল এবং উন্নত মানের আমি ব্যক্তিগত ভাবে jetaudio-র ভক্ত অনেক বছর ধরে,ধন্যবাদ নাবিল.আমিন ভাই সুন্দর একটা টিউন করার জন্য।