মুভি দেখা এবং গান শুনার জন্য… সেরা মিডিয়া প্লেয়ারগুলো থেকে আপনার প্রিয় প্লেয়ারটি ফ্রি ডাউনলোড করে নিন।

কম্পিউটারে আমরা সবাই গান শুনি, নাটক মুভি ইত্যাদি দেখে থাকি আর সে জন্য প্রয়োজন হয় মিডিয়া প্লেয়ারের। বেশীর ভাগ সময় দেখা যায় আমরা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ব্যবহার করে থাকি এসবের ক্ষেত্রে। কিন্তু অনেক ফাইল উইন্ডেজ মিডিয়া প্লেয়ারে সার্পোট করে না। হয়তো এমন হয় অনেক সময় কষ্ট করে নেট থেকে মুভি ডাউনলোড করলেন পরবর্তীতে দেখা যায় সেটি MKV ফরমেটের হওয়ার তা আর উ্ইন্ডোজ মিডিয়া প্লেয়ারে চালানো সম্ভব হয় না। এছাড়া FLV, 3GP, MP4 ফরমেটের মত জনপ্রিয় ভার্শনের ফাইলগুলো কাজ করে না। এবার চিন্তার কিছু নেই আপনার পছন্দমত প্লেয়ার থেকে ডাউনলোড করে নিন সেরা প্লেয়ার'টি।

KM PLAYER :-

এই প্লেয়ারে প্রায় সব ধরনের অডিও / ভিডিও ফাইল সার্পোট করবে। VCD, DVD, AVI, MKV, Ogg, OGM, 3GP, MPEG-1/2/4, WMV, RealMedia, FLV সহ আরো অনেক ফরমেটের ফাইল নিশ্চিন্তে চালানো যায় এই প্লেয়ার'টি দ্বারা। আরো বিস্তারিত ভাবে জানতে চাইলে এখানে দেখতে পারেন।

KM Player Download

VLC Media Player :-

selection of supported formats

VLC প্লেয়ার এটিও খুব জনপ্রিয় একটি প্লেয়ার। সব ধরনের মিডিয়া ফাইল এটি দিয়ে চালানো যায় খুব সহজেই।

VLC Player Download

WINAMP MEDIA PLAYER :-

Winamp প্লেয়ারের সাথে কমবেশী সবাই পরিচিত। স্টাইলিশ প্লেয়ার হিসেবে খুব'ই ভালো। দারুন সব প্লাগিন, স্ক্রিন আছে এই প্লেয়ার'টি জন্য যা আপনাকে বাড়তি আনন্দ যোগ করবে প্লেয়ার'টি ব্যবহারের মাধ্যমে।

নতুন ভার্শন'টি সহ Winamp স্ক্রিন, প্লিগন ইত্যাদি ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে।

Winamp Download

MEDIA JUKEBOX :-

কম্পিউটারে গান শুনার জন্য আরো একটি জনপ্রিয় সফটয়্যার এটি।

Mediajukebox.com

GOM PLAYER :-

GOM প্লেয়ার। এটিও খুব ভালো একটি প্লেয়ার, জনপ্রিয় সব ফরমেটের ভিডিও এই প্লেয়ার দ্বারা চালানো যায়।
নিচের লিঙ্ক থেকে দারুন এই প্লেয়ার'টি ডাউনলোড করতে পারবেন।

GMP_download

* এছাড়া songbird এবং jetaudio জনপ্রিয় প্লেয়ার।

আশা করি টিউন'টি আপনাদের কাজে আসবে। ধন্যবাদ।।।

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসলেই মিডিয়া প্লেয়ার গুলু খুব ভাল এবং উন্নত মানের আমি ব্যক্তিগত ভাবে jetaudio-র ভক্ত অনেক বছর ধরে,ধন্যবাদ নাবিল.আমিন ভাই সুন্দর একটা টিউন করার জন্য।

    Level 0

    আরে আপনার সাথে আমার বা আপনার আমার এত মিলে কিভাবে??????????

    আমি আমার পিসিতে জেট অডিও ছাড়া আর কোন প্লেয়ারকে জায়গা দেই না…এমন কি আমার ক্লায়েন্টকে ও Prefer করিনা

    কারন
    ইটস জোস

    কারও জেট অডিও ৮ লাগলে আমাকে আওয়াজ দিয়েন
    [email protected]

    তাইতো দেখছি আসলেই অনেক মিল আমার মনে হয় সামনে আরো মিল পাইবেন,আমি jetaudio basic ইউস করি jetaudio plus থাকলে দিবেন।

    MKV ফরমেট ফাইল তো সার্পোট করে না জেট অডিও দিয়ে… আরো বেশ কিছু ফাইল আছে সার্পোট করে না 🙁
    Jet Audio 8.0.5.320 ডাউনলোড http://hotfile.com/dl/45860930/afd7eb0/jets_audo.rar.html

    নাবিল.আমিন ভাই অনেক দিন পর কোন কমেন্টের উত্তর দিলেন আপনি এই জন্য আপনাকে ধন্যবাদ।আপনার দেয়া hotfile এর লিঙ্কটা সমস্যা আছে মনে হয় ডাউনলোড হয় কিন্তু পরে extract করার পর ফাইল করাপ্ট দেখায়।

    আপনার কি winrar সফটওয়্যার এ সমস্যা ? পারলে এই winrar uninstall করে নতুন registered ভারসন এর winrar ডাউনলোড করে দেখেন। টে টি তে registered ভারসন এর winrar এর উপর টিউন করা হয়েছে।

    বস তার পরও হয় নাই।জানিনা সমস্যাটা কোথায়।

Level 2

আমি KM Player ব্যবহার করি। অন্যান্য Player গুলোও ভাল। ধন্যবাদ। ভাল কালেকশন।

আপনাকে অনেক ধন্যবাদ ।

আগে jetaudio ব্যবহার করতাম,এখন vlc ব্যবহার করি।

কে এম , বি এস , জেট অডিও প্লেয়ার ব্যবহার করি !!!

    Level 0

    ভালো কিন্তু আপনি জেট অডিও ব্যবহার করলে আর কোন্টার প্রয়জন পড়ে বলে মনে হয় না…মনে রাখবেন যত কম সফট তত বেশি স্পীড

    একমত।

    বি এস ব্যবহার করি কারন আমি রিমোট দিয়ে কম্পিঊটার নিয়ন্ত্রন করি ।

ধন্যবাদ।মিডিয়া প্লেয়ার গুলো সবসময় কাজের।

Level 0

শেয়ার করায় আমিন ভাইকে ভুলে গেলে ও চল্বেনা

    LUCKYFM BI APNAR PHONE NUMBER TA AMY DAYA JABA?asraful(at)gmail(dot)com

    LUCKYFM BI APNAR PHONE NUMBER TA AMY DAYA JABA?asraful2010(at)gmail(dot)com AE TIKANA TA SODDO

ধন্যবাদ আমিন ভাই ।

আমি AL SHOW তে আছি…………………AL SHOW one of the best media player তবে শেয়ার করার জন্য নাবিল+আমিন ভাইকে ধন্যবাদ খাওয়াইয়া দিলাম!!!!!

Level 2

আমি ভাই shoot player এ আছি details & download

http://www.splayer.org/index.en.html

আমি খুব একটা বেশি মুভি দেখি না, তবে গান শোনার জন্য মিডিয়া প্লেয়ার ।

সব মিডিয়া প্লেয়ারগুলোই খুব ভাল এবং আমি সবগুলোই ব্যবহার করি 🙂 । টিউনটির জন্য ধন্যবাদ।

কি নেই অল সো্ প্লেয়ারে ? সব ফরমেট চলে হাই সাউন্ড কোয়ালিটিতে……………হা হা
https://www.techtunes.io/download/tune-id/24415/
(আমি এটা ব্যবহার করি)

তাই নাকি রুহুল ভাই । ডাউলোড করে দেখি ।

হেলো ভাই আমার উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ১১/১২ খুব প্রয়োজন। দয়া করে সাহায্য করেন।