অনেকসময় বিভিন্নকারনে আমাদের ডিস্কে থাকা অনেক গুরুত্বপূর্ন ফাইল corrupted দেখায় বা সিডি,ডিভিডি,ইত্যাদিতে স্ক্যাচ পড়ার কারনে পুরা ডিস্কটাই আনরিডেবল হয়ে যায় ।আর এজন্যই হারাতে হয় আমাদের অনেক শখের বা প্রয়োজনীয় ফাইল যেমন ছবি/ভিডিও বা অন্য যেকোন ফাইল । অনেকে হয়ত চিন্তা করেন যে পুরা ডিস্কটাই নষ্ঠ হয়ে গেছে আসলে কিন্তু তা ঠিকনা । সেখানে অনেক রিডেবল ডাটাই আছে যা ফিজিক্যাল ড্যামেজের কারনে শো হতে পারেনা আর সেসমস্ত ডাটাগুলোকে রিকভার করার জন্যই ব্যবহার করুন any reader সফটওয়্যারটি । অসম্ভব কাজের এই সফটওয়্যারটি আপনার যেকোন disk এর BAD FILE read করতে সক্ষম । শুধু তাই নয় এটি দিয়ে রিমোট সিস্টেম পিসিতে বা wi-fi network system এ কাজ করার সময় যদি network disconnect হয়ে যায় সেক্ষেত্রে network reconnect হওয়ার পর আপনি আপনার পূবের কাজটি পুনরুদ্ধার করতে পারবেন ।
স্কীনশট গুলো দেখুন :
সফটওয়্যাটি ইনস্টল শেষে crack folder টি open করে any reader ফাইলটি copy করে C:\Program Files\Essential Data Tools\AnyReader এ paste করুন তাহলে resigtered হয়ে যাবে ।প্রোগ্রামটি নতুন করে open করুন আর read করান আপনার আনরিডেবল ফাইলগুলো ।
আশাকরছি সফটটি আপনাদের কাজে আসবে । সবার জন্য শুভ কামনা ।
আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............
আপনাকে অনেক ধন্যবাদ ।