স্ক্যাচ পড়া cd/dvd বা যেকোন ডিস্কের bad file রিড করুন any reader software দিয়ে !!

 

 

                                 

 

অনেকসময় বিভিন্নকারনে আমাদের ডিস্কে থাকা অনেক গুরুত্বপূর্ন ফাইল corrupted দেখায়  বা সিডি,ডিভিডি,ইত্যাদিতে স্ক্যাচ পড়ার কারনে পুরা ডিস্কটাই আনরিডেবল হয়ে যায় ।আর এজন্যই হারাতে হয় আমাদের অনেক শখের বা প্রয়োজনীয় ফাইল যেমন ছবি/ভিডিও বা অন্য যেকোন ফাইল । অনেকে হয়ত চিন্তা করেন যে পুরা ডিস্কটাই নষ্ঠ হয়ে গেছে আসলে কিন্তু তা ঠিকনা । সেখানে অনেক রিডেবল ডাটাই আছে যা ফিজিক্যাল ড্যামেজের কারনে শো হতে পারেনা আর সেসমস্ত ডাটাগুলোকে রিকভার করার জন্যই ব্যবহার করুন any reader সফটওয়্যারটি । অসম্ভব কাজের এই সফটওয়্যারটি আপনার যেকোন disk এর BAD FILE read করতে সক্ষম । শুধু তাই নয় এটি দিয়ে রিমোট সিস্টেম পিসিতে বা wi-fi network system এ কাজ করার সময় যদি network disconnect হয়ে যায় সেক্ষেত্রে network reconnect হওয়ার পর আপনি আপনার পূবের কাজটি পুনরুদ্ধার করতে পারবেন ।

 

                                                                           স্কীনশট গুলো দেখুন :

 

                 

                                 

               

                                 

 

              

                                     

            

                                        

                                                                                

                                                      

 

                                                           

 

                                                                   

 

 

সফটওয়্যাটি ইনস্টল শেষে crack folder টি open করে any reader ফাইলটি copy করে C:\Program Files\Essential Data Tools\AnyReader এ paste করুন তাহলে resigtered হয়ে যাবে ।প্রোগ্রামটি নতুন করে open করুন আর read করান আপনার আনরিডেবল ফাইলগুলো ।

                                   আশাকরছি সফটটি আপনাদের কাজে আসবে । সবার জন্য শুভ কামনা ।

  

  

                                               

 

Level New

আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে অনেক ধন্যবাদ ।

Level 0

এমন কিছুই খুজ ছিলাম।ধ্যনবাদ!!!

আগের মতই অসাধারন উপস্থাপনা আর দিলেনও খুব কাজের একটা জিনিস অনেক দিন ধরে আমিও এই সমস্যায় ভুগতেছি দেখি এবার উদ্দার পাই কিনা।টিউনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    ভাইয়া আপনার মন্তব্যগুলো ও বরাবরের মতই উৎসাজনক । অসংখ্য ধন্যবাদ আপনাকে ও।

আপনাকে অনেক ধন্যবাদ ।

Level 0

সফটটি কাজে আসবে . . .

প্রগ্রামে ভাইরাসে আছে আর ক্রাক খুলছে না। প্লিজ, এটা ঠিক করে দেন।

    keygen,crack সাধারনত এগুলোতে প্রায়সময় virus দেখায় আপনি anti virus disable করে setup দিন এবং crack file টা উপরের নিয়মে পেষ্ট করুন তাহলেই হবে। ধন্যবাদ ।

    don’t send ভাইরাস আসে তো কোনটাই খুলতে পারছিনা এখন।

অসাধারন একটা টিউন!! ধণ্যবাদ স্বপ্না আপু !!!

Level 0

ধন্যবাদ……………………।

Level 0

ডাউন লোড দিবো এখনই, যদি সঠিক ভাবে কাজ করে তাহলে আমার এত বড় উপকার হবে যে বুঝাতে পারবোনা। ধন্যবাদ আপনাকে।

    উপকার হলেই টিউনের স্বাথকতা । ধন্যবাদ ।

খুবই কাজর জিনিষ।আমার অনেক গুলো ডিভিডি কালেকশন এর ডিস্ক রিড করে না,দেখি ডাউনলোড দিয়ে উদ্ধার পাই কি না?

    আশা করছি আপনি অবশ্যই উদ্ধার পাবেন । ধন্যবাদ ।

বিশ্ব জোড়া পাঠশালা মোর
সবার আমি ছাত্র
নানানভাবে নতুন জিনিস
শিখছি দিবা রাত্র।
এই পৃথিবীর বিরাট খাতায়
পাঠ্য যেসব পাতায় পাতায়,
শিখছি সেসব কৌতূহলে
নেই দ্বিধা লেশমাত্র।

(গত টিউন থেকে এই টিউন অনেক বেশি কাজে লেগেছে)

    বিশ্ব জোড়া পাঠশালা মোর
    সবার আমি ছাত্র
    নানানভাবে নতুন জিনিস
    শিখছি দিবা রাত্র।
    এই পৃথিবীর বিরাট খাতায়
    পাঠ্য যেসব পাতায় পাতায়,
    শিখছি সেসব কৌতূহলে
    নেই দ্বিধা লেশমাত্র।
    ভাইজান ক্লাশ ৫ এর কথা মনে পড়ে গেলো….

    বাহ চমৎকার ! কবিতাটি পড়ে অনেক ভাল লাগলো । অসংখ্য ধন্যবাদ ।
    (তবে আমার গত টিউনের সময় আপনি মনে হয় ফেসবুক নিয়ে বেশী ব্যস্ত ছিলেন )

কাহারো কাজে আসুক কিংবা নাই বা আসুক………..আমার যে ইহা বড়ই কাজে লাগিবে তাহা আমি হলফ করিয়া বলিতে পারি…………এমতরুপ টিউন পাঠককুলকে উপহার দিবার জন্য স্বপ্না আপু যে বাহবা পাইবার
যোগ্য দাবিদার তাহা আর বলার অপেক্ষা রাখে না !!

    জাহাঙ্গীর ভাই আপনি ও যে সবাইকে সুন্দর কমেন্ট করে উৎসাহ দিতে পারেন সেটা ও আর বলার অপেক্ষা রাখেনা । অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।

স্বপ্না আপু এবার ও জটিল ।

    তাই নাকি,ধন্যবাদ মন্তব্যের জন্য ।

AME O DOWNLOAD DELAM.

Level 0

টিউন এর জন্য ধন্যবাদ স্বপ্না আপু । C DRIVE জায়গা বাড়াতে হবে,কেউ কি পরামস্ দিবেন।

    অনেক সমস্যায় আছেন মনে হয়, অনেক টিউনে আপনের এই মন্তব্য দেখি । এই লিঙ্ক গুলা দেখে কিছু করতে পারেন কিনা দেখেন।
    www{ডট}somewhereinblog{ডট}net/blog/MAMUNBillah/29094592
    techtunes{ডট}com{ডট}bd/help-ask/tune-id/14858
    www{ডট}shamokaldarpon{ডট}com/?p=790
    techtunes{ডট}com{ডট}bd/tips-and-tricks/tune-id/7745

    মন্তব্যের জন্য ও ধন্যবাদ । c drive এর জায়গা বাড়াতে আপনি টেকটিউনার হাসিব ভাইয়ের এই টিউনটি দেখুন https://www.techtunes.io/sci-tech/tune-id/9075/ এই সফটটি দিয়ে খুব easily করা যায় আমি নিজে করেছি। আর সব কিছুর জন্য প্রস্তুত ভাইয়ের লিংকগুলো ও ট্রাই করে দেখতে পারেন ।

অনেক পুরানা সফট।শেয়ার করার জন্য ধন্যবাদ

খুব সুন্দর ও দরকারি একটি সফটওয়্যার। শেয়ার করার জন্য ধন্যবাদ।

    খুব সুন্দর ধন্যবাদ ভাইয়া আপনাকে ও ।

Level 0

কাজের টিউন করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এ রকম আরো কাজের টিউন আশা করছি।

    আপনাকে ও অশেষ ধন্যবাদ ভাইয়া ।

Level 2

স্বপ্না আপু ,crack কাজ করছেনা

Level 0

সুন্দর কাজের জিনিস
ধন্যবাদ

Dhonnobad.