সহজেই দেখে ফেলুন কম্পিউটারে যুক্ত থাকা ডিভাইসগুলোর নাম

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আজকে লিখছে আরো একটি এপ্লিকেশন প্রোগ্রামের ব্যবহার নিয়ে। আশা করি এই লিখাটি আপনার উপকারে আসবে।
আপনি কী জানেন আপনার কম্পিউটারে কী কী ডিভাইস যুক্ত রয়েছে? যদি আপনি এই বিষয়ে নাও জানেন তাহলে একটু পরেই অল্প একটু কাজের মাধম্যে জানতে পারবেন আপনার কম্পিউটারে কী কী ডিভাইস যুক্ত রয়েছে। আপনাদের অনেকেরই উইন্ডোজের অন্তভূক্ত প্রোগ্রামগুলোর বিষয়ে পরিপূর্ণ ধারণা নেই। কিন্তু এই কথা সত্যি যে, উইন্ডোজের ভিতরে অন্তভূক্ত অনেক উপকারী প্রোগ্রাম রয়েছে। আর আপনি যে প্রোগ্রামটি দিয়ে অন্তভূক্ত ডিভাইস গুলোর নাম দেখবেন তাও উইন্ডোজ়ের ভিতরে অন্তভূক্ত রয়েছে। যার কারণে এর জন্য আপনাকে নুতুন করে কিছু ইন্সটল বা ডাউনলোড করতে হবে না।
এবার প্রশ্ন হল এই প্রোগ্রামটির নাম কী? হ্যা! এই প্রোগ্রামটির নাম Device Manager । এই প্রোগ্রাম দিয়ে যে শুধু ডিভাইসগুলোর নাম দেখতে পারবেন, তা নয়। এই প্রোগ্রামটি ব্যবহার করে আপনি ঐ সব ডিভাইসের অবস্থানও জানতে পারবেন। এখানে অবস্থান বলতে ডিভাইস কোন অবস্থানে অবস্থিত তা বুঝাচ্ছে না। এখানে অবস্থান বলতে, ডিভাইসটি পরিপূর্ণভাবে ইন্সটল হয়েছে কী না তা বুঝানো হচ্ছে।
এবার আশা যাক প্রোগ্রাম চালু করা ও কাজ করার নিয়মাবলি। আপনি নানাভাবে এই প্রোগ্রামটি চালু করতে পারেন। শুধু এই প্রোগ্রাম নয়, উইন্ডোজের সাথে অন্তভূক্ত সকল প্রোগ্রামই বিভিন্ন উপায়ে চালু করা সম্ভব। আমি শুধু একটি উপায়ের কথা বলে দিচ্ছি। Device Manager প্রোগ্রামটি চালু করার জন্য প্রথমে My Computer এ রাইট ক্লিক করুন। এবার Manage এ ক্লিক করুন। Computer Management প্রোগ্রামটি হাজির হবে। বলে রাখা ভাল যে, Device Manager প্রোগ্রামটি Computer Management প্রোগ্রামের একটি অংশ। এবার Computer Management প্রোগ্রামের পাশের উইন্ডো এ অবস্থিত Device Manager এ ক্লিক করুন। দেখবেন আপনার কম্পিউটারে কী কী ডিভাইস ইন্সটল রয়েছে তার তালিকা দেখতে পারবেন।
এবার যদি কোন ডিভাইসের বিস্তারিত জানতে চান? তাহলে ঐ প্রোগ্রামের উপর রাইট ক্লিক করুন এবং Properties নির্বাচন করুন। তাহলে ঐ ডিভাইসটির বিস্তারিত প্রদর্শিত হবে। এবং শুধু তাই নয় আপনি ঐ Properties ডায়লগ বক্স তেকে ঐ ডিভাইসটি কম্পিউটার হতে Uninstall ও করে দিতে পারেন। এর জন্য Properties ডায়লগ বক্সের Driver ট্যাব এ যান এবং Uninstall বাটনে ক্লিক করুন। এই লিখাটির প্রথম প্রকাশ ও এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য অনুগ্রহ পূর্বক এই লিংকে যান।
আশা করি এই লিখাটি আপনাদের মন জয় করতে সক্ষম হয়েছে। যদি কোন কারণে কোন বিষয়ে বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন আমি আপনার সমস্যার বিস্তারিত সমাধান দিতে চেষ্টা করব। এই লিখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রবাসী ভাই আপনি যদি আমাকে Moyea Video DVD Converter Ultimate এর সিরিয়াল,ক্র্যাক দিতেন তবে খুব উপকৃত হতাম………….আমি অনেক খুজেছি কিন্তু পেলাম না………শেষমেষ
আপনাকেই শেষ ভরসা হিসেবে ধরে নিয়েছি আশাকরি নিরাশ করবেন না,,,,,,,অপেক্ষায় আছি – [email protected]

    দু:খিত…………..ভুলবশত কমেন্টটি এই টিউনে করা হয়েছে……….কমেন্ট ডিলেটের ব্যবস্থা না থাকায় কিছুই করার ছিলো না………

    হ্যা ঠিক আছে।

ভাল একটি তথ্য জানলাম জানা ছিলনা,অনেক অনেক ধন্যবাদ।

Level 0

Next tunes আশা করি।

অনেক সুন্দর টিউন ফাগুন । তুমি টিউন এ ছবি ব্যবহার কর না , এতে টিউন টা ভাল দেখায় না । আশা করি Next টিউন এ যথাযথ ছবি দিয়ে টিউন করবে ।

    একমত।

    Level 0

    সহমত………

    আসলে আমার ইন্টারনেট কানেকশন খুবই স্লো। আর একটা টিউন আপডেট করতে কেয়েকবার চেষ্টা করতে হয়। আর প্রথমদিকে ছবি দিতে চেষ্টা করেছিলাম কিন্তু লোড হয় না। Try Again চলে আসে। তাই এখন আর চেষ্টা করি না। তবে এখন থেকে আবার চেষ্টা করব

ফাগুন ভাই আমি কিন্তু আপনার টিঊন এর একজন ভক্ত । তাই প্রতিদিন আপনার থেকে কিছু আশা করি।ধন্যবাদ সুন্দর টিউন এর জন্য।

    lolz…যাই হোক শুনে খুব খুশী হলাম যে আমার টিউনেরো কেউ বক্ত আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Level 0

আশাকরি অনেকেরই কাজে লাগবে।