সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন। আপনাদেরকে একটা ট্রিপস শিখিয়ে দেবার জন্য আসলাম, আশা করি ট্রিপসটা আপনাদেরর কাজে লাগবে। প্রশ্ন হল কী এমন ট্রীপস? হ্যা এর কথাই এখন আলোচনা করব।
আমি একটা জিনিস লক্ষ করেছি যে বেশীরভাগ মানুষই শুধুমাত্র কী-বোর্ড ব্যবহার করে কম্পিউটার পরিচালনা করতে আনন্দ পায়। এছাড়া সব কাজ যদি কী বোর্ড দিয়ে করা যায় তাতে মন্দ কী? মনে করুন, আপনার বন্ধুকে একটা কথা বলবেন? এর জন্য আপনি তার বাসায় গেলেন এবং কথাটি তাকে বললেন। কিন্তু যদি এমন হয় যে আপনি আপনার মোবাইলটি হাতে নিলেন আর তার মোবাইলে কল করে তার সাথে কথা বললেন। তাহলে কেমন হয়? আর আজকে কম্পিউটারের ক্ষেত্রে এমন একটি বিষয় উপস্থাপন করব। আপনি হয়ত লক্ষ করে দেখেছেন C ড্রাইভে অনেক প্রয়োজনীয় প্রোগ্রাম রয়েছে কিন্তু তা Start মেনুতে দেখা যায় না। আর তাই এই সব প্রোগ্রাম চালু করার জন্য আপনাকে C ড্রাইভে গিয়ে প্রোগ্রামগুলো খুজে বের করতে হয়। কিন্তু আপনি যদি ঐ প্রোগ্রামের নাম লিখে দিলেই ঐ প্রোগ্রামটি চালু হয়ে যায় তাহলে কেমন হবে? নিশ্চই ভাল। এর জন্য আপনি Run কে ব্যবহার করতে পারেন।
Run ব্যবহার করে সকল প্রোগ্রাম চালু করা
আপনি চাইলেই Run কে ব্যবহার করে সব প্রোগ্রামকে চালু করতে পারেন। এর জন্য প্রথমে Run চালু করুন(Start—Run) এ গিয়ে। এবার আপনার প্রয়োজনীয় প্রোগ্রামটির নাম প্রদান করুন। তবে মনে রাখবেন এই নাম আপনার প্রোগ্রামের আসল নাম না, এটি হলো ঐ প্রোগ্রামটির আসল ফাইলের নাম। তাহলে কিভাবে জানবেন এই ফাইলের নাম? কিছু কিছু প্রোগ্রাম যা Start মেনুতে রয়েছে সেই সব ফাইলের নাম খুজে বার করা খুব সহজ কিন্তু যেসকল প্রোগ্রাম start মেনুতে নেই সেই সব প্রোগ্রাম খুজে বার করা কিছুটা জটিল, তারপরও দুই ধরনের ফাইলের নাম বের করার উপায় বলে দিচ্ছি। প্রথমে Start মেনুর অন্তভূক্ত ফাইলের কথা বলি।
Start মেনুতে অন্তভূক্ত প্রোগ্রামের ফাইলের নাম খুজে বের করার উপায়
এর জন্য প্রথমে ঐ Start মেনুর ঐ ফাইলটিতে যান এবং রাইট ক্লিক করে Properties সিলেক্ট করুন, এবার Find Target এ ক্লিক করুন দেখবেন ফাইলের নামটি পেয়ে যাবেন।
Start মেনুর অন্তভুক্ত নয় এমন প্রোগ্রামকে এর ফাইল নেম পাবার উপায়
Start মেনুর অন্তভূক্ত ফাইলের নাম খুজে পাবার ব্যবস্থা হল এখন যে সকল ফাইল Start মেনুর অন্তভূক্ত নয় ঐ সব ফাইলের কথা বলি। প্রথমে একটু কষ্ট করে ফাইলগুলো খুজে বের করি, সধারণত উইন্ডোজের নিজস্ব সব প্রোগ্রামগুলো C:\windows এ খুজে পাওয়া যায়। প্রথম দেখুন C:\windows এ পাওয়া যায় কী না, আর ঐ স্থানে না পেলে C:\WINDOWS\system32 এ পাবেন।
Run এর সাহায্যে ফাইলগুলোকে ইচ্ছেমত কমান্ডে চালু করার উপায়
প্রোগ্রামের মূল ফাইলটি খুজে পেলেন, এর নামও পেলেন। কিন্তু এত সব প্রোগ্রাম এর এত সব কঠিন কঠিন নাম মনে রাখা কী খুব সহজ কাজ? এত সব কষ্টের কথা চিন্ত করে হয়তবা Run ব্যবহার করে প্রোগ্রাম চালু করতে ইচ্ছে হবে না। কিন্তু যদি শুনেন আপনার ইচ্ছে মত কমান্ডে ফাইলগুলো চালু হবে। তাহলে কী আর কোন সমস্যা আছে?
আপনি চাইলে সহজেই যেকোন ফাইলকে নিজের ইচ্ছে মত কমান্ডে চালু করতে পারেন। এর জন্য ঐ প্রোগ্রামের আসল ফাইলে যান আর ঐ ফাইলকে Rename করে দিন। তাহলেই তো হয়ে গেল। তবে এই ক্ষত্রে ফাইল rename করতে কিছু নিয়ম মেনে চলতে হয়। আর নিয়মটা হল ফাইলের নামটি অবশ্যই একটি শব্দের হতে হবে। বুঝতে পারছেন না? একটি উদাহরণ দেখুন সব বুঝতে পারবেন। মনে করুন আপনি Disk Defragmenter প্রোগ্রামটির ফাইল নেম পরিবর্তন করবেন এর জন্য ঐ ফাইলটি খুজে বের করুন। সাধারণত এর ফাইল নেম হল dfrg.msc এখন আপনি এই নামকে পরিবর্তন করে দিলেন Disk Defragmenter । কিন্তু এতে কাজ হবে না। আপনাকে নামটি দিতে হবে অবশ্যই একটা শব্দের হতে হবে। এই ক্ষেত্রে এই প্রোগ্রামের জন্য ফাইলের নাম শুধুমাত্র defragmenter দিতে পারেন। তাহলেই কী কাজ হয়ে যাবে? না এখনও কাজ হবে না। কেননা ফাইল রিনেম করার ক্ষেত্রে একটি বিষয়ে নজর রাখতে হবে যে ফাইলের আসল নামের “.” এর পরে যা আছে মানে ফাইলের ধরন যা আছে তা পরিবর্তন করা যাবা না। তাহলে dfrg.msc এর নুতুন নামটি দিতে হবে defragementer.msc । কেবল মাত্র তখনই আপনি কাজ করতে পারবেন।
আপনি এই ট্রিপস অবলম্বন করে সকল ফাইলকেই চালু করতে পারেন শুধুমাত্র Run কে ব্যবহার করে। তাই এই টিউনের এই ধরনের নামকরণ। এই টিউনের পথম প্রকাশ দেখতে চাইলে এই লিংকে যেতে পারেন। যদি কোন বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে জিজ্ঞেস করতে পারেন, আমি সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব। টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন।
উৎস ও বিস্তারিতঃ- http://www.tfortechnic.blogspot.com
আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।
ফাগুন তোমার রেজাল্টের কি খবর ভাই?