কম্পিউটার ব্যাবহার করি না এমন মানুষ খুব কম পাওয়া যাবে ।। আর যারা ব্যাবহার করি তাদের সবারই কম্পিউটার চালু রেখে ঘুমিয়ে যাওয়ার মত বিরক্তকর অবস্থার সম্মুখীন হতে হয়েছে ।। আমার নিজের এমন অনেক হইছে 😀 ।। আবার অনেকের কিছু ডাউনলোড করা লাগে কিন্তু অত সময় জেগে থাকা কষ্ট হয়ে যায় তখন দেখা যায় ডাউনলোড রেখেই ঘুমাতে হয় আর ঘুম ভাঙ্গার আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ্ বিদ্যুৎ বিল বাড়তেই থাকে ।। তবে আজকে আমি যেই সফট আপনাদের সাথে শেয়ার করবো টা দিয়ে আপনারা নিজের মনের মত সময় দিয়ে নিশ্চিন্ত ভাবে ঘুমাতে পারবেন ।। মাত্র ৪৪৮ কেবি এর সফট ্ কোনও ঝামেলা নাই শুধু ইন্সটল করে নিলেই হবে ।। আর ব্যাবহার এর পদ্ধতি বলার কিছু নাই কারন আপনি যদি বলদ ও হন তবুও আপনি এটা চালু করলেই বুঝবেন কিভাবে কি করতে হবে 😀 ।। সফট == এখান থেকে == ডাউনলোড করে নিন আর বিদ্যুৎ বিল যা বেশি আসতো তার থেকে ১০% আমাকে বিকাশ করা শুরু করেন 😀 মোবাইল নাম্বার এর জন্য আমার ফেবুতে যোগাযোগ করুন 😀 :p 😀 ।।
( বিঃদ্রঃ -- এটা দিয়ে বন্ধ করা + রিস্টার্ট করা -- সবই করতে পারবেন 🙂 )
আমি জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন জিনিস,ভালো লাগল।একটা জিনিস বুঝতেছিনা টিটিতে হঠাৎ পোস্ট করতে পারছিনা।আগে নিউ পোস্ট নামে একটা মেনু ছিল ক্লিক করে সেখানে পোস্ট করা শুরু করতাম এখন কেন জানি সেটা আসছে না।কোন লিঙ্ক আছে কি যেটা থেকে পোস্ট করতে পারব।