বাংলাদেশ বিশ্বের মধ্যে তৃতীয় হয়েছে!!!

বাংলাদেশ বিশ্বের মধ্যে তৃতীয় হয়েছে, তবে তা পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের দিক থেকে। সমগ্র বাংলাদেশে যত সফটওয়্যার ব্যবহার হয় তার শতকরা ৯১ ভাগই হচ্ছে পাইরেটেড। আর এই চমকপ্রদ তথ্যটি প্রকাশ করেছে সফটওয়্যার নির্মাতাদের সংগঠন Business Software Alliance (BSA)।

সংস্থাটির তথ্য মতে, শতকরা ৯৫ ভাগ পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করে শীর্ষে আছে জর্জিয়া। জিম্বাবুয়ে শতকরা ৯২ ভাগ পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

কিন্তু অপর দিকে সবচেয়ে কম পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করে শীর্ষ স্থান যুক্তরাষ্ঠের দখলে; তবে তা নেহাত কম নয় শতকরা ২০ ভাগ । এশিয়া মহাদেশের সবচেয়ে কম পাইরেটেড সফটওয়্যার ব্যবহার হয় এশিয়ার অর্থনৈতিক পরাশক্তি খ্যাত জাপানে।

সংস্থাটির ভাষ্য মতে, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার জনিত কারণে গত বছর বিশ্বে সফটওয়্যার ব্যবসায় ক্ষতি হয়েছে ৫,১০০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে শুধু এশিয়া প্রশান্ত অঞ্চলে সফটওয়্যার পাইরেসির মাএ ১০ ভাগ হ্রাস করা সম্ভব হলে এ অঞ্চলের অর্থনীতিতে যুক্ত হবে ৪,১০০ কোটি মার্কিন ডলার; আর চাকুরির বাজারে যুক্ত হবে ৪ লাখ ৩৫ হাজার নূতন মুখ।

এখন আপনারাই বলুন, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করবেন কি না?

বাংলাদেশে Operating  System হিসেবে মূলত Windows-ই সবচেয়ে বেশি জনপ্রিয়; আর এই জনপ্রিয় Operating  System-টি Original Version কয়টি ব্যবহৃত হয় তা হয়তো হাতে গুনে বলে দেয়া যাবে।

তবে যে যাই বলুক ভাই, আজ আমার টিউনটি একটি পাইরেটেড সফটওয়্যার নিয়ে...

CyberLink PowerDVD 10.0 Build 1705

CyberLink PowerDVD-এর সাথে আমরা সবাই পরিচিত; আমি শুধু আপনাদের দিতে চাই এর সর্বশেষ প্রকাশিত Version “CyberLink PowerDVD 10.0 Build 1705”-এর খোঁজ সেই সাথে Activation Key।

এই সংস্করণের সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে এটি Blu-ray Disk রিড করতে সক্ষম। তা ছাড়া Latest video formats গুলোর মধ্যে : MKV, FLV, 3GP, AVCHD and AVCREC এবং Latest audio formats গুলোর মধ্যে Dolby TrueHD, Digtial EX, Plus; DTS-HD ইত্যাদি Formats Play করতে সক্ষম।

এছাড়ও সমর্থন করবে Transform 2D into 3D।

Windows 7-এ ও Install করে ব্যবহার করা যাবে।

অন্য আর দশটা Vedio Player থেকে এর ভিডিও কোয়ালিটি অনেক উন্নত; ব্যবহার করলেই বুঝতে পারবেন।

এখান থেকে Download করুণ।

SHameem

Install করার পর দেখা যাবে “CyberLink PowerDVD-এর পার্শ্বে Trial Version” ।

Activation Key Download করুণ এখান থেকে।

এবার Ultra Version করার জন্য SIM File দুটি Copy করে যেখানে CyberLink Install করা হয়েছে সেখানে Past করুণ; এবার “REG” File-টির উপর ক্লিক করে ok করুণ।

SHameem2

দেখুনতো “CyberLink PowerDVD-এর পার্শ্বে Ultra Version”এ দেখাচ্ছে কিনা?

তথ্য প্রযুক্তি প্রতিনিয়ত Update হচ্ছে; তাই যতটা সম্ভব নিজেকেও Update রাখুন... উপভোগ করুণ তথ্য প্রযুক্তির সর্বশেষ সংস্করণ।

আপনাদের সকলের মঙ্গল কামনা করে, আজ তা হলে এখানেই শেষ করছি। যদি উপকৃত হোন তাহলে কিন্তু Comment করতে ভুল করবেন না...

Level 0

আমি শামীম আঋফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

থেমে যাব বলে তো স্বপ্ন দেখিনি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চিন্তা নাই ভাই নতুন না এই কাজে আমাদের অভ্যাস পুরানো,দুর্নীতিতে বাংলাদেশ এক নম্বরে থেকে অনেক আগেই রেকর্ড বুকে নাম লিখিয়েছে,এখন পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের দিক থেকে হয়েছি ৩য় তা হলে বুঝা যাচ্ছে আগের চেয়ে এখন আমরা কিছুটা সম্মান জনক অবস্থানেই আছি বিশেষ করে যারা কম্পিউটার ব্যবহার করি তারা কমপক্ষে আমাদের রাজনীতিবিদদের চেয়ে উন্নত চরিত্রের এতে কোন সন্দেহ নাই।তা ছাড়া যুক্তরাষ্ট্রের মতন ধনি দেশ যদি এক নাম্বার স্থানে থাকে তা হলে আমাদের মতন গরিব দেশ তিন নাম্বার থাকাটাও অনেক সম্মান জনক।তবে ভাই আপনার টিউনটা কিন্তু অনেক ভাল হইছে বিশেষ করে CyberLink PowerDVD টা কাজে লাগবে,আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

আমি পাইরেটেড এর পক্ষে না। তবুও ভাই দুঃখের সাথে বলতে হয় যে, পাইরেটেড সফটওয়ার না হলে কি আমরা বিভিন্ন সফটওয়ার কিনে ব্যবহার করতে পারতাম? হয়ত পারত কিছু মানুষ কিন্তু আমরা নই।

    পাইরেসির যতই খারাপ দিক থাকুকনা কেন; সফটওয়ার পাইরেটেড হয় বলেই তো আমরা তা বিনা পয়সায় ব্যবহার করতে পারছি।
    ব্যক্তিগত ভাবে সফটওয়ার কিনে ব্যবহার করার মত অবস্থা এখনও আমার হয়নি; কিন্তু তাই বলে কি…

টিউনটা তো একটা রসিকতা হয়ে গেল!

    রসবোধ থেকেই তো রসিকতার জম্ম। ব্যক্তিগত মন্তব্যের জন্য ধন্যবাদ।

Level 0

vhai dvd player download hocce na kisu koren. bodhoy prob hoice upload korte

“তবে যে যাই বলুক ভাই, আজ আমার টিউনটি একটি পাইরেটেড সফটওয়্যার নিয়ে… ”

এই কথা শুনে না হেসে পারলাম না।

    কোথায় জানি পড়েছি, হাসলে নাকি মানুষের আয়ু বাড়ে;
    সেই হিসাবে তো আমি আপনার…

বাংলাদেশ বিশেষ বিবেচনায় ক্ষমাপ্রাপ্ত…
হাঃ হাঃ হাঃ…
~ !

    হাঃ হাঃ হাঃ…

    আসলেই বাংলাদেশ বিশেষ বিবেচনায় ক্ষমাপ্রাপ্ত।

কি করবেন ভাই গরিব দেশ না………………………………….. 😉

Level 0

যত দিন আমাদের অর্থণীতি উন্নত না হচ্ছে ততদিন এই রকমি চলবে

এই টিউন টাওত পাইরেটেড মনে হচ্ছে………………(মনে কিছু নিয়েন না )

Level 0

ভাই এখানকারকেও যদি জীবনে একটা আসল + নিজের পয়সায় কেনা software ( OS or other ) use করে থাকেন তাইলে আওজ দেন ।

    আমি “Norton Internet Security” নিজের পয়সায় কিনে ব্যবহার করছি। এর আগে “Kaspersky Internet Security” কিনে ব্যবহার করেছি।

    আমার দৌড় এই পর্যন্তই…

    অবশ্যই; আমার ল্যাপটপের (নেটবুক) Microsoft Windows XP home edition একেবারে জেনুইন!

এই টিউন টাওত পাইরেটেড মনে হচ্ছে………………(মনে কিছু নিয়েন না )

আমি তো “তবে যে যাই বলুক ভাই, আজ আমার টিউনটি একটি পাইরেটেড সফটওয়্যার নিয়ে…” লিখেই টিউনটির পরবর্তী অংশ শুরু করেছি।

আপনাদের কাছ সব সময় Response প্রত্যাশা করি; কিন্তু তাই বলে ভালোভাবে না পড়ে মন্তব্য করার দরকার আছে বলে মনে হয় না।

Level 0

সত্যি চমকপ্রদ তথ্য।

Level 0

দু:খিত ভাই আমার নেটে বোধহয় সমস্যা ছিল। তাই আগে হয় নাই। কমেন্টস এর জন্য দু:খিত।

একেকটা অরজিনাল সফটওয়েরের যে নাম ! আমাদের সাধ্যের বাইরে। গরিব রাষ্টের জন্য এটা ঠিকই আছে।
আমি CyberLink PowerDVD v.8.0 ইউজ করতাম। এটা দেয়ার জন্য ধন্যবাদ ডাউনলোড করতেছি…………………।

    Activate করে, ব্যবহার করার পর কেমন লাগলো জানাবেন।

ভাইয়া ট্রায়াল থেকে আলট্রা হয়েছে sl key চায়