Multi Boot Partition CD -All in One for Partitioning work

Hardware বা Troubleshooting কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো হার্ডডিস্কের কাজHard Disk ছাড়া কম্পিউটারের কোন গতি  নেইতাই হার্ডডিস্কের কাজ করার জন্য দরকার হার্ডডিস্ক টুল যা দিয়ে প্রয়োজনীয় কাজ করা যায় আগে Partition সংক্রান্ত কাজ করার জন্য ভরসা ছিল Fdisk। এখনWindows থেকেও Partition Create, Delete, Format সংক্রান্তকাজ করা যায়তবে সেখানে খুব সিমীত কিছু কাজ করা যায় মাত্রবৃহত্তর পর্যায়ে কাজ করতে গেলে একজন Hardware Engineer এর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হলো কিছু ভাল মানের Partition টুলআমি আপনাদের জন্য সেই ব্যবস্থাই করেছিতৈরি করেছি একটি MultiBoot Partition CD২০১৩ সালের সেরা দশ থেকে সাতটি টুল নিয়ে তৈরি করেছি আমার এই সিডিটি যাদের Rating সবার উপরেএগুলো দিয়ে Partition সংক্রান্ত কাজ ছাড়াও হার্ডডিস্কের অনেক কাজ করা যায়

আমার টুলগুলোর নাম হলো Acronis Disk Derector, Partition WizardHome, Paragon Hard Disk Manager, Avanquest Partition Commander, AOMEI PartitionAssistant Pro, EaseUS Partition Master Server এবং Gpartedযারা হার্ডডিস্কের কাজ করেন তাদের কাছে টুলগুলো কম বেশি পরিচিতGparted হলো Linux এর সবচেয়ে জনপ্রিয় Hard Disk টুলসব ধরনের হার্ডডিস্কে যাতে কাজ করা যায় তাই আমি এটুলটি আমার সিডিতে এড করেছিবাকিগুলো Windows Toolতম্মধ্যে Partition Wizard Home ছাড়া সবগুলোই Professional Tool যদিও কয়েকটি'র ফ্রী ভার্সনও আছে। তাই এগুলো নিয়ে আমার কোন পোষ্ট নেই এবং এগুলোর লিংকও দিচ্ছি না এখানেতবে Partition Wizard Home নিয়ে Partition Create, Recover Deleted Partition, Partition Delete, Partition Move, Partition Resize, MBR Fixing সহ অনেকগুলো পোষ্ট করেছি।  
 .
Paragon Hard Disk Manager টুলটি অনেক ফিচার সমৃদ্ধ হলেও এটি লোড হতে বেশি সময় নেইকারণ এটি লোড হওয়ার সময় হার্ডডিস্কের অনেক বেশি তথ্য সংগ্রহ করেতাছাড়া এর Graphical Looking ও তেমন উন্নত নাAvanquest Partition Commander ও অনেকটা Paragon এর মততবে এটি Paragon থেকে দ্রুত লোড হয় বাকি টুলগুলো অবশ্যই দারুনএদের মধ্যে Partition Wizard,AOMEI Partition Assistant, EaseUS Partition Master এর মধ্যে বেশ মিল আছেএদের User Interface প্রায় একইবর্তমান সময়ের সবচেয়ে বেশি ফিচার যুক্ত করা হয়েছে টুলগুলোতেআমি সবগুলো টুলের আপডেট ভার্সনই দিয়েছি
 .
সিডিটি Bootableসফটওয়ারগুলো ব্যবহার করতে চায়লে সিডি থেকেই ব্যবহার করতে হবেপিসিতে ইনস্টল করে ব্যবহার করার সুযোগ নেইসিডিটিOriginal Size 670MBআমি চারটি খন্ডে আপলোড করেছি যার সাইজ 597MBParts গুলো ডাউনলোড করার পর Mergeকরতে হবেপূর্বের Multi Boot HBCDটি এত বেশি ডাউনলোড হয়েছিলো যে Google Drive পর্যন্ত কাজ করে নিশেষ পর্যন্ত আমাকে Sky Drive এবং Mediafire এও আপলোড করতে হয়েছিলতাই এবার Part করে দিয়েছি যাতে একটি Part ডাউনলোড না হলেও অন্য Part ডাউনলোড করা যায়
 .
এই সিডিটি আমি আমার শ্রদ্ধেয় স্যারের নামে উৎসর্গ করেছি যার কাছ থেকে কম্পিউটার সম্পর্কে আমার সবটুকু পাওয়া এবং এখনো যাকে আমি নিয়মিত বিরক্ত করে যাই
Download: Mediafire

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাই আমার হার্ডডিস্কে একটা প্রবলেম হয়েছে। Bios লোডিং এর সময় দেখায় Pri master hard disk S.M.A.R.T status bad backup and replace press DEL to resume

কি করব প্লিজ!! 🙁

    Level 2

    @BotMaster H. WK: কখন কোন অবস্থায় এ মেসেজটা পাচ্ছেন এবং এর কারণে কি ধরণের সমস্যা দেখা দিচ্ছে বিস্তারিত জানালে উত্তর দিতে সুবিধা হতো আর কি BotMaster H. WK ভাই।

      @Kamrul Cox: ভাই আমি যখনই কম্পিউটার ওপেন করি তখনি Bios লোড হবার সময় এই মেসেজটা আসে আর লোডিং হওয়া আটকে যায়! del চাপলে কম্পিউটার ওপেন হয় কিন্তু কয়েক সেকেন্ড পর পর হ্যাং হয়ে যায়! নতুন উইন্ডোজ সেটাপ দিলেও সেইম প্রবলেম! Help me!! 🙁

        Level 2

        @BotMaster H. WK: আপনি প্রথমে আপনার ডাটাগুলো বেকআপ নিয়ে নেন। ওইন্ডোজ ওপেন না হলে লাইভ সিডি ব্যবহার করে কাজটি করতে পারেন। কারণ আপনার হার্ডডিস্কটি Death হওয়ার পথে। Death হওয়ার আগে এ রকম মেসেজ আসতে পারে। ডাটাগুলো নেয়ার পর আপনি Bad Sector চেক করতে পারেন। এ জন্য আমার নিচের পোষ্টটি দেখতে পারেন।
        http://kamrulcox.blogspot.com/2012/09/hard-disk-bad-sector.html

শেয়ার করার জন্য ধন্যবাদ|||

অসাধারন উপহার কামরুল ভাই

Level 2

Etai to khujtesilam. Thanks dar. 🙂

Level 4

ধন্যবাদ বড় ভাই অসাধারন পোস্ট !