সকল টিউনারদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রথম টিউনটি শুরু করতে যাচ্ছি, সেই সাথে টেকটিউন পরিবারকেও অসংখ্য ধন্যবাদ। আসলে টেকটিউনারদের অতি সুন্দর সুন্দর টিউনগুলো দেখেই মুলত আমি অনুপ্রানিত হই। অনেকিদন ধরে প্রয়োজনীয় সুন্দর সুন্দর টিউন পেয়ে আসছি টেকটিউনারেদর কাছ থেকে যা আমাকে কিছুটা ঋণী করে তুলেছে, আজকে আমার টিউনটি ঋণ পরিশোধের প্রয়াস মাত্র। কোন প্রকার ভূল হলে অবশ্যই ক্ষমা প্রার্থী ও সংশোধনের সুযোগ/পরামর্শ আশা করছি ।
ওকে, কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাই- আজকের এই টিউনটি মুভি প্রেমীদের অনেকাংশে কষ্ট লাগব করবে আশা করি। এই সাইটটি ইংলিশ মুভী নির্ভর যেখানে মুভীর নাম ইংরেজী Letter এ ক্রমানুসারে সুসজ্জ্বিত। কোন প্রকার ঝামেলাবিহীন এক Click-এ আপনি সরাসরি ডাউনলোড করুন আপনার পছেন্দর মুভীটি। বেশীর ভাগ মুভী এখানে AVI format -এ কিন্তু মুভীর কোয়ালিটি বেশ চমৎকার। আসুন তাহলে এক নজরে দেখে নিই এই সাইটটির(www.freefullmovies.net) বৈশিষ্টসমূহ:
- AVI Format-এ মুভীগুলো বিদ্যমান।
- মুভীর নাম অনুযায়ী সাইটটি সাজানো।
- Single click-এ ডাউনলোডযোগ্য মুভী।
- রিসিউম(Resume) সাপোর্টসহ ডাউনলোডযোগ্য।
- চমৎকার মুভীর কোয়ালিটি ।
- সাইটটিতে সার্চ দেওয়ার সুবিধা বিদ্যমান।
- পুরাতন থেকে একেবারে নতুন মুভী সাইটটিতে বিদ্যমান।
- সাইটটিতে ডাউনলোড না করেও মুভী দেখাও সম্ভব।
এ সাইটটির সবকিছুই বেশ পজিটিভ কিন্তু ফাইল সাইজটা একটু বেশী। যদিও এটাকে আমাদের স্লো ইন্টারনেটের সংযোগের জন্য নেগেটিভ বলা যায়। কিন্তু মুভীর কোয়ালিটির কথা মাথায় নিলে এটা অবশ্য নেগেটিভ বলা চলে না। চলুন সাইটটির একটি Screen Shot দেখে নিই-
ধন্যবাদ এতক্ষণ টিউনটির সাথে থাকার জন্য। সবার সুস্থতা কামনা করছি। টেকটিউনের এই সৃজনশীল সাইটটির যাত্রা যেন অনেকদূর এগিয়ে যায় তার শুভ কামনা করে আজকে এখানে শেষ করলাম। আশা করি আরো কোন সুন্দর টিউন নিয়ে আপনাদের আবার মাঝে আসবো।(টিউনার হিসেবে সবার মত আমিও মতামত আশা করছি)
আমি Azmul Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ । সুন্দর সফ 😀