আমরা সবাই কম-বেশী Winzip, winrar, 7-Zip আরও অনেক Extract & Archive সফটওয়্যার এর নাম জানি এবং এগুলোর ফরম্যাট সমন্ধে ও জানি। আজকে আমি আপনাদেরকে এমন একটা সফটওয়্যার এর সাথে পরিচয় করাব যে একাই অনেকগুলো Extract & Archive সফটওয়্যার এর কাজ করে। সফটওয়্যারটির নাম হল IZArc।
এটি সম্পূর্ণ ফ্রি। এই সফটওয়্যারটি সাপোর্ট করে:7-ZIP, A, ACE, ARC, ARJ, B64, BH, BIN, BZ2, BZA, C2D, CAB, CDI, CPIO, DEB, ENC, GCA, GZ, GZA, HA, IMG, ISO, JAR, LHA, LIB, LZH, MDF, MBF, MIM, NRG, PAK, PDI, PK3, RAR, RPM, TAR, TAZ, TBZ, TGZ, TZ, UUE, WAR, XXE, YZ1, Z, ZIP, ZOO ইত্যাদি ফরম্যাট। কেমন কাজে আসলো এবং সমস্যা থাকলে জানাবেন।
ডাউনলোড করুন এই লিংক থেকে।
আমি তওহীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, টেকটিউনসে খুবই সুন্দর একটা সার্চ ইঞ্জিন আছে । টিউন করার আগে আপনি যে বিষয়ে টিউন করতে চাচ্ছেন তা এই সার্চ ইঞ্জিনে সার্চ করে দেখতে পারেন এ বিষয়ে কোন টিউন করা হয়েছে নাকি। এইতো মাত্র কয়েক দিন আগে ৯ই মে নিচের টিউনটি বিশদভাবে করা হয়ে ঠিক এই সফটটি নিয়ে
https://www.techtunes.io/download/tune-id/24305/
😆
(ডন্ট মাইন্ড)