যারা IDM (internet download manager) ব্যবহার করে বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য FlashGet খুব কাজে দিবে কারন সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রী।Crack করার ঝামেলা নেই। IDM এ আপনি যে সকল সুবিধা ভোগ করেছেন তার সকল সুবিধাই FlashGet এ আছে। FlashGet আপনার ডাউনলোডকে করবে আরও সহজ । তাছাড়া pause n resume তো আছেই। এটা ফাইল ডাউনলোড এর সময় আপনার Bandwidth পুরোপুরি use করবে যা ডাউনলোড process কে করবে দ্রুত থেকে দ্রুততর। যারা ভাবছেন এতোদিনে মনের মত কিছু একটা পেলেন তারা আর দেরি না করে 4.43 মেগা বাইটের সফটওয়্যারটির ডাউনলোড করুন এখান থেকে।
ধন্যবাদ।
আমি zahirulislam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম ……… আমারও মনো হয় আইডিএম টা একটু চেজ্ঞ করা দরকার।