বাংলা অর্থসহ কোরআনের একটি দারুন সফটওয়্যার। (কেউ এড়িয়ে যাবেননা)

আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে  কোরআন শরিফ-এর বাংলা আনুবাদ সহ একটা সফটওয়্যার শেয়ার করছি।আশা করি সবার ভাল লাগবে। এই সফটওয়্যার সম্পর্কে আগে কেউ লিখেছে কিনা জানিনা।

আল্লাহ বলেছেন – “তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব ” 

আমরা কম্পিউটার এ বসে কিনা করি, কিন্ত একটু কি টাইম থাকে না আমাদের আল্লাহ নাম মুখে নেওয়ার। আবার অনেক এ ইসলামিক কিছু দেখলে এরিয়ে যায় ।

কিন্ত মনে রাখবেন,কাল হাশরের দিন ,আপনার জন্য কেউ সুপারিশ করবে না ,কিন্ত আল-কুরান আপনার জন্য আল্লাহ্‌র কাছে আনুরধ করবে । আমরা অনেক এ কুরআনের অনুবাদ জানিনা। যাই হোক বাংলা অর্থ সহ এই সফটওয়্যারটি খুবই সুন্দর।  তাই আপনার জন্য আমার এই মহামূল্য জিনিস । আশা করি সবাই ডাওনলোড করবেন।

ডাওনলোড করতে এখানে ক্লিক করুন

আর আপনি চাইলে প্রতি আয়াতের সাথে সাথে কুরআন শুনতে পারবেন। এ জন্য আপনাকে একটি কুরআন তিলওয়াত ডাওনলোড করতে হবে।

এইলিঙ্কে যান আপনার ইচ্ছা মত সাইজে ডাওনলোড করুন। 

এখানে নাম করা অনেকের কুরআন পাবেন। তবে আমার ভাল লাগে আব্দুর রাহমান আল সুদাইস এর তিলওয়াত।

কিভাবে Install করবেন সেটা PDF আকারে দেয়া আছে। দেখে দেখে করে ফেলুন।

নিয়মিত আপডেট পেতে ফেসবুকে লাইক দিন।

ফেসবুক পেজঃ  Evergreen Idea – এভারগ্রীন আইডিয়া

সবাই ভাল থাকবেন।

 

[ বি দ্রঃ আমার এই লেখাটি প্রথম এভারগ্রীন আইডিয়া তে লিখেছিলাম। ]

Level 1

আমি মোঃ মনিরুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

B. Sc. শেষ করেছি কম্পিটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে। বর্তমানে ফুল টাইম ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। কারণ চাকরি করা কখনোই আমার কাছে ভাল লাগত না। আমি বড় কোন সফল মানুষ নই, তবে আমি যা আছি তাতেই আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা আমি যা জানি তা মানুষের মাঝে ছড়িয়ে দিই।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম! দেখি try কইরা

অনেক ধন্যবাদ । Go on

Level 3

apnake onek dhonyobad.

Level 0

ধন্যবাদ