**^**আপনি বিশ্বের যতবড় Antivirus ই ব্যবহার করেননা কেন, আপনার পিসিকে ১০০% ভাইরাস মুক্ত রাখতে হলে এই সফটওয়ারটি লাগবেই লাগবে(পরিক্ষিত)।**^**

আমরা সাধারনত যেসকল Antivirus ব্যবহার করি সেগুলি মুলত নির্দিষ্ট কতগুলি ভাইরাস রিমুভ করতে পারে। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভাইরাস ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে ,যা আমাদের পিসিতে থাকা Antivirus ১০০% ধরতে পারেনা। তাই এসকল নিত্য-নতুন ভাইরাস থেকে রক্ষা পেতে আমাদের অবশ্যই এই (Spyware Doctor) সফটওয়ারটি ব্যবহার করতে হবে। এটির সবচেয়ে বড় গুন হচ্ছে, ভাইরাস রিমুভ করার সাথে সাথে ভাইরাসের কারনে পিসির যে ক্ষতি হয় তা ঠিক করে দেয় ।

spywaredoctor

সফটওয়ারটির মূল্য 1pc ১৩ ডলার এবং 2pc ২৯.৯৫ ডলার (http://www.pctools.com/spyware-doctor/purchase/)। ভয় পাবেন না অনেক কষ্ট করে আপনাদের জন্য ফ্রি ব্যাবস্হা করেছি ।

এবারও Hotfile এ দিয়েছি । তাই বলে ভয় পাবেননা । কষ্ট হলেও ডাউনলোড করুন, তাতে আপনারই লাভ হবে ।  ()

  • ডাউনলোডের পর ফাইলটি Extract করবেন ।
  • এতে Usear manual পাবেন, এটি আগে ভালোভাবে পরবেন ।
  • "sdsetup" ফাইলটি Install দিবেন । Install সময় "automatically run updates" uncheck করে দিবেন।
  • তারপর Next দিবেন ।
  • এরপরও আপডেট নিলে Updet cancel দিবেন,
  • তারপর Install শেষ হলে "smart update" ক্লিক করবেন।
  • আপডেট শেষ হলে পিসি Restart দিবেন তারপর নেটের সংযোগ বন্ধ করে জিপ ফাইলের Updet ফাইলটি কপি করে সি ড্রাইভের progrem+ Spyware Doctor এ পেস্ট করবেন।
  • সফটওয়ারটি চালু করবেন এবং registeration করবেন। ইউজার নেম এবং সিরিয়াল নোটপ্যাডএ দেয়া আছে ।

এবার স্কান দিন এবং খেলা দেখুন ।

(সফটওয়ারটির নির্মানকারী কোম্পানি ৩০ দিনের Money Back Guarantee দিয়েছে )

****বাপ্পী,পটুয়াখালী ।****

Level 0

আমি বাপ্পী পটুয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র,নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায়,পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ টিউনের জন্য টিউনটা খুব ভাল হইছে চালিয়ে যান।শুভকামনা রইল।

ধন্যবাদ link কাজ করে না ।

Level 0

ধন্যবাদ, একটু টেকনিক্যাল সমস্যা ছিল,ঠিক করে দিয়েছি ।

এবার চেষ্টা করুন কাজ হবেই ।

Level 0

বাপ্পী ভাই,আপনাকে ধন্যবাদ শোয়ার করার জন্য,ডাউনলোড হচ্ছে link কাজ করে ।

আজ আর ডাউনলোড করব না। আগের টিউনে(https://www.techtunes.io/download/tune-id/24313/ ) আমার রূপকের মাধ্যমে সমালোচনা করা কমেন্ট গুলো করার পরও টিউনারের পরিবর্তন হল না। টিউনার আবার আজকেও হটফাইলের লিঙ্ক দিয়েছে। ইচ্ছে হয় না এই লিঙ্ক হতে ডাউনলোড করতে। আমার পিসিকে ভাইরাসের মুখে ঠেলে দিতে রাজি আছি,তবুও ডাউনলোড করতে আজ রাজি নই। এত কষ্ট করে টিউন করেন, যদি পাঠকের মনের ভাষাই পড়তে না পারেন তাহলে টিউনারের কি সার্থকতা রইল? বড় জানতে ইচ্ছে করছে।

(হয়ত মো:আফজাল হোসাইন(রুবেল) ভাই এর www{ডট}hlusoe{ডট}info/hotfile এই সাইট দিয়ে ডাউনলোড করতে পারব। কিন্তু আজ করব না। )

এটা কি ট্রায়াল নাকি full Version

Level 0

টেকনিক্যাল সমস্যার কারনে Hotfile লিংক দিলাম । পরবর্তীতে বিষয়টি মাথায় রেখে কাজ করব ।
এটি Full Version

মিডিয়া ফায়ারে লিংক দেন তাতে সকলেরই সুবিধা 🙂

[আইটিপ্রেমী রুহুল ] says:
১৫ মে, ২০১০ at 5:23 অপরাহ্ন

মিডিয়া ফায়ারে লিংক দেন তাতে সকলেরই সুবিধা

সহমত

Level 0

আমি বাসকরি বাংলাদেশের সবচেয়ে দক্ষিনাঞ্চলে । এখানে অনেক চেষ্টা করেও নেটের গতি ৭-৮ কেবিপিএস এর বেশি হয়না । তাই ইচ্ছা হলেই আপনাদের মত যেকোন জায়গায় ফাইল আপলোড করতে পারিনা । আমি Hotfile এ গতি ভাল পাই । ছোট ফাইল হলে অবশ্যই পরবতীতে অন্যখানে আপলোড করব ।

    Level 0

    Bappy ভাই আপনি বাংলাদেশের সবচেয়ে দক্ষিনাঞ্চলের পটুয়াখালীতে বসবাস করেন । আমি তো আমতলীতে থেকে ৩০kbps পাই । 😆

ধন্যবাদ । কাজে লাগবে।

২শেয়ারের লিংস দিলাম কাজ হইলে জানাইবেন।
http://www.2shared.com/file/ENplMHMz/Spyware_Doctor_v700545_by_nOOr.htm

Level 0

দেখতে হবে, ধন্যবাদ।

তাই নাকি?
দেখি তো…

Level 0

ধন্যবাদ বাপ্পী ভাই. টেকটিউনস ভুবনে আপনাকে স্বাগতম। অবশ্যই আমি ডাউনলোড করবো। I know that you are brilliant boy of patuakhali. I know you. But don’t know me. Go ahead .

From . H.. T. L .. Panama . http://gsmbd24.blogspot.com/2010/03/about-gsmbd.html

Level 0

কমেন্ট edit কারা যয় না কেন…..?
টেকটিউনস লোড হতে এত সময় লাগে কেন….?

টেকটিউনসের আর সবকিছুই আমার ভাল লাগে. http://www.gsmbd24.blogspot.com

    আমিও প্রস্তাব করছি কর্তৃপক্ষের কাছে কমেন্ট যেন এডিট করা যায় সেই ব্যবস্থা করার জন্য কারন অনেক সময় ভুল হয়ে যায় নিজের অজান্তেই আবার বানানও ভুল হয় দেখা যায় তারাহুরার কারনেও ভুল হইতে পারে তারপর যখন সাবমিট হয়ে যায় তখন ভুলটা ধরাপরে কিন্তু তখন কিছুই করার থাকেনা।

বাপ্পী ভাই আপনাকে ধন্যবাদ। সেভ করলাম পরে ডাউনলোড করব।

very useful,thank you! although yet to download….

You are currently downloading..

Free users are allowed to only one parallel download..

এইটার মানে কি? আমি পারলাম না ডাউনলোড করতে

তবে আমার মনে হই ব্যবহার বিধি একটু বিস্তারিত লিখলে নতুন ইউজারদের জন্য ভাল হই কারন সফটওয়্যার অনেক আছে কিন্তু ব্যবহার না জানলে সমস্যা ধন্যবাদ।

ভাই আমি জিপি মডেম বব্যবহার করি, যতবার ডাউনলোড দিই ততবার ২৫/৩০ মিনিট অপেক্ষা করতে বলে কিন্তু ডাউনলোড করতে পারি না। প্লিজ মিডিয়াফায়ার-এ লিংক দেন না। ফাইলটা আমার খুব দরকার। প্লিজ ভাই, অপেক্ষায় রইলাম।

Level 0

সকলকে ধন্যবাদ,
আমি দুর্ভাগ্যবসত “সিটিসেল জুম” ব্যাবহার করি । তবে “জুম আল্ট্রা” এলে এ সমস্যা থাকবেনা ।
যাদের ডাউনলোড করতে সমস্যা হচ্ছে কিংবা এখনও যারা ডাউনলোড করতে পারেননি তারা নিচের লিংক থেকে ডাউনলোড করুন ।

http://www.2shared.com/file/ENplMHMz/Spyware_Doctor_v700545_by_nOOr.htm
লিঙ্ক এ যেয়ে ছোট করে লেখা “Save file to your PC: click here” এ ক্লিক করুন ।

******** আপনাদের ভালোবাসা পেলে আরো ভাল ভাল টিউন করব ।********

Level 0

ভাই ভাইরাস কি করি বলেন আপডেড ৭২ মে:বা:

আগে থেকে ব্যবহার করতাম ।

ধন্যবাদ।

Level 0

যে যাই বলেন

এটা ব্যবহার করতে হলে ৮০ মেগাবাইটের উপর শুধু DATABASE আপডেট করতে হবে………এর মাঝে বিদ্যুত গেলে সব শেষ

    Level 0

    @LuckyFM: proablem nai 80 mb download hote 15 minute lagbe … ar siter din e 15 minute current jay na

Level 0

let me chk it out

Level 0

তোমার এই সফট ডাউনলোড কইরা চালাইতে (শুরু থেইকা শেষ পর্যন্ত) হযরত আইয়ুব আঃ এর মত ধৈর্য আর ২৪ ঘন্টার বিদ্যুত লাগবো! ট্রাই কইরা দেখছি। এত ধৈর্যধারন আমার পক্ষে সম্ভব নয়। ক্যাসপার ইন সি’১০ চালাইতেছি কোন ঝুট ঝামেলা নাই।হুদা হুদি মেশিনটারে লোড দেওন দরকার কি?

Level 0

ami download korlam matro 4 minute laglo..valo

Level 0

ভাই আমি কি এটাকে ইন্টারনেট সিকিউরিটি এর পাশাপাশি ব্যবহার করতে পারব।নাকি আলাদা ভাবে শুধু এটাই ব্যবহার করতে হবে?