আমরা সাধারনত যেসকল Antivirus ব্যবহার করি সেগুলি মুলত নির্দিষ্ট কতগুলি ভাইরাস রিমুভ করতে পারে। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভাইরাস ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে ,যা আমাদের পিসিতে থাকা Antivirus ১০০% ধরতে পারেনা। তাই এসকল নিত্য-নতুন ভাইরাস থেকে রক্ষা পেতে আমাদের অবশ্যই এই (Spyware Doctor) সফটওয়ারটি ব্যবহার করতে হবে। এটির সবচেয়ে বড় গুন হচ্ছে, ভাইরাস রিমুভ করার সাথে সাথে ভাইরাসের কারনে পিসির যে ক্ষতি হয় তা ঠিক করে দেয় ।
সফটওয়ারটির মূল্য 1pc ১৩ ডলার এবং 2pc ২৯.৯৫ ডলার (http://www.pctools.com/spyware-doctor/purchase/)। ভয় পাবেন না অনেক কষ্ট করে আপনাদের জন্য ফ্রি ব্যাবস্হা করেছি ।
এবারও Hotfile এ দিয়েছি । তাই বলে ভয় পাবেননা । কষ্ট হলেও ডাউনলোড করুন, তাতে আপনারই লাভ হবে । ()
এবার স্কান দিন এবং খেলা দেখুন ।
(সফটওয়ারটির নির্মানকারী কোম্পানি ৩০ দিনের Money Back Guarantee দিয়েছে )
****বাপ্পী,পটুয়াখালী ।****
আমি বাপ্পী পটুয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র,নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায়,পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র
তোমার এই সফট ডাউনলোড কইরা চালাইতে (শুরু থেইকা শেষ পর্যন্ত) হযরত আইয়ুব আঃ এর মত ধৈর্য আর ২৪ ঘন্টার বিদ্যুত লাগবো! ট্রাই কইরা দেখছি। এত ধৈর্যধারন আমার পক্ষে সম্ভব নয়। ক্যাসপার ইন সি’১০ চালাইতেছি কোন ঝুট ঝামেলা নাই।হুদা হুদি মেশিনটারে লোড দেওন দরকার কি?
ধন্যবাদ টিউনের জন্য টিউনটা খুব ভাল হইছে চালিয়ে যান।শুভকামনা রইল।