[আপডেটেড] টরেন্ট ফাইল আইডিএম দিয়ে ডাউনলোডের নতুন একটি সাইট + এরকম আরও ৩টি সেরা সাইট!

লেটেস্ট মুভি, সফটওয়্যার, ইবুকসহ তাবত ডাউনলোডের জন্য টরেন্টের উপর জিনিষ নাই। µTorrent-এর মত টরেন্ট ক্লায়েন্ট দিয়ে p2p ফাইল শেয়ারিং এর মূল সমস্যা সিডার খুঁজতে সময় লাগা এবং আপলোডিং এ ব্যান্ডউইথ খরচ হওয়া। একটু পুরাতন মুভি কিংবা সফটওয়্যার যেগুলোর সিডারের চাইতে লিচার অনেক বেশী সেগুলোতে ফুল স্পিডে ডাউনলোড করা যায়না। তার উপর আপলোডিং-এর প্যারা! তাই পুরানো আক্ষেপঃ "আহারে... যদি টরেন্টে থাকা ফাইলগুলা যদি আইডিএম দিয়ে ফুল স্পিডে রিজিউম সুবিধাসহ ডাউনলোড করা যেত!" 8-|
-- এই আক্ষেপ পূরণের চেষ্টা নেয়া যাক...

************************************

টরেন্ট লিচিং- ক্যামনে কিঃ (স্টেপ বাই স্টেপ) ধরে নেই টরেন্টে থাকা এই ফাইলটা ডাউনলোড করতে চাই। এর জন্য-

১. "GET THIS TORRENT" বাটনে মাউসের রাইট ক্লিক করে 'Copy link address' এ ক্লিক করে ঐ টরেন্টের ম্যাগনেট লিঙ্কটি কপি করে নিলাম।

২. এবার এই কপিকৃত ম্যাগনেট লিংকটি নিচের ৪টি সাইটের যে কোন একটিতে পেস্ট করে লিচ করিয়ে নিতে হবে (Torrent Caching).

৩. তারপর লিচকৃত লিংকে ক্লিক করলেই আইডিএম দিয়ে ফুলস্পিডে ডাউনলোড শুরু! B-)

টরেন্ট লিচিং এর নতুন সাইটঃ

১. শুরুতে এই লিঙ্কে ক্লিক করে আপনার একাউন্ট বানিয়ে নিন।

২. যে ইমেইল দিয়ে একাউন্ট তৈরি করেছিলেন ঐটার ঢুকে আপনার একাউন্ট ভ্যারিফাই করে নিন।

৩. খেল খতম! এবার শুধু কাংখিত ম্যাগনেট লিঙ্ক দিয়ে টরেন্ট লিচিং! ফ্রিতে আড়াই গিগাবাইট পর্যন্ত স্টোরেজ উপভোগ করুন!

************************************

এরকম আরও কিছু সাইটঃ

সাইট ২- furk.net

এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বেশীরভাগ জনপ্রিয় টরেন্ট ফাইলগুলো এদের সার্ভারে আগে থেকেই ক্যাশ করা থাকে তাই ক্যাশিং এর জন্য আলাদা সময় নষ্ট হয়না। লিঙ্ক দেয়ার সাথে সাথেই আইডিএম দিয়ে ডাউনলোড করা যায় :)

কিভাবে কি?-- প্রথমে ফেসবুকের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিন। এরপর My Files > New ট্যাবে গিয়ে কাংখিত টরেন্ট ফাইলের কপিকৃত ম্যাগনেট লিঙ্কটি পেস্ট করে Add Download বাটনে ক্লিক করলাম-

এবার ডাউনলোড বাটনে ক্লিক করতেই ফুল স্পিডে ডাউনলোড শুরু B-)

এইভাবে পছন্দের যে কোন মুভি, সফটওয়্যারও লিচ করিয়ে ডাউনলোড করা যাবে :)

সাইট ৩- filestream.me - ইমেইল দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। ১০ গিগাবাইট পর্যন্ত টরেন্ট ফাইল লিচ করানো যাবে। লিচিং খুবই ফাস্ট :D

সাইট ৪- zbigz.com - আরও একটি চমৎকার সাইট। সবচেয়ে বড় সুবিধা রেজিস্ট্রেশন ছাড়াই টরেন্ট লিচ করিয়ে ডাউনলোড করা যায়।একইভাবে ম্যাগনেট লিংকের মাধ্যমে লিচ করানো যাবে। ক্যাশিং ও ডাউনলোড চরম ফাস্ট :)

পুনশ্চঃ টরেন্ট লিচিং এর সেরা সাইট torrific.com বন্ধ হয়ে যাওয়ার পর আপাতত এই সাইটগুলাই ভরসা। নাই মামার চেয়ে কানা মামা :P

উপরের সবগুলা সাইটই ফ্রিতে হাই স্পিড ডাউনলোড এবং রিজিউম সুবিধা দেয়। কাজেই মামা কানা হলেও একেবারে খারাপ নাহ :-P

হ্যাপি ডাউনলোডিং !:#P !:#P !:#P

**************

সজিপ্রঃ কি দরকার এতো কষ্ট করার? - এই কষ্টটা শুধুমাত্র হার্ডকোর ডাউনলোডারদের জন্য। স্পিডের তফাৎটা টের পেলে লিচিং ছাড়া টরেন্ট নামাতেই চাইবেন না :P

 

_____________________________

পুনশ্চ : লেখাটি ঈষৎ সম্পাদিত আকারে আমার সামু ব্লগে পূর্বপ্রকাশিত

_______________________

Level 0

আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai ekhon to bytebx mone 2.5GB r download kora jai na, ekhon limited holo100MB.
vai emon keu asen je amake ekta premium account er ekat upai kore dite parben. amar net speed 2mbbs, but unfortunately bit/utorrent die speed pacci na, So please if anybody want to help me just email me……

alam [email protected]
Thank you

Level 0

ভাই এই সাইট গুলোর Bandwidth limited. আপনি কি এমন কোন সাইট এর নাম জানেন জেটা আনলিমিটেড bandwidth support kore? আপনার সুন্দর পোস্ট এর জন্য ধন্যবাদ।

    @Arif: আমার জানামতে টরেন্ট লিচিং সাইটগুলোতে ফ্রিতে আনলিমিটেড ব্যান্ডউইথ দিচ্ছেনা। আনলিমিটেড চাইলে পয়সা দিয়ে প্রিমিয়াম একাউন্ট কিনে নিতে হবে

Level 0

আপনার টিউনের হেডলাইনে আপডেট লিখা থাকলে ও সম্ভবত আপনি নিজেই আপডেট রাখেন নাই। এখানে যেসব সাইটের লিঙ্ক দিয়েছেন এদের কয়েকটি আমি ব্যবহার করি। কারন আমি সবসময় মুভি আইডিএম দিয়েই নামাই।
– bytebx এ গত এক মাস ধরে ২.২৫জিবি’র বদলে শুধুমাত্র ১০০ এম বি ডাউনলোড করতে দিচ্ছে ফ্রী একাউন্ট থেকে।
– zbigz এ শুধুমাত্র ১জিবি লিমিট দিচ্ছে গত ৩/৪ মাস থেকে আগে ফ্রী একাউন্ট দিয়ে ৮জিবি ফাইল ডাউনলোড করা যেত।
– filestream এ ৩.৫ জিবি’র বেশি ডাউনলোড করা যায়না ফ্রী একাউন্ট থেকে। আমি এটার ফাংশন ঠিক জানিনা। কখনো আমাকে ৩জিবির বেশি ডাউনলোড করতে দেয়না কিন্তু আমি গতকাল ৪.৯৪জিবি’র একটা মুভি ডাউনলোড করছি। মুভি টা পার্ট পার্ট করা তাই হয়তো করতে পারছি। ঠিক জানা নাই, করা যাচ্ছে এটাই বড় কথা।

    @Rashed: আড়াই জিবি স্টোরেজ লিমিট অর্থাৎ সর্বমোট আড়াই জিবি পর্যন্ত ফাইল স্টোর করে রাখা যায়। লিচিং-এ ফ্রি ইউজারদের ক্ষেত্রে ফাইল সাইজে ক্যাপ বসানোর ব্যাপারটা সময়ে সময়ে পরিবর্তিত হয়। ফাইলস্ট্রিমের লিমিট বদলের ব্যাপারটা আমিও খেয়াল করেছি। এরা আসলে প্রিমিয়াম ইউজারদের প্রায়োরিটি দিয়ে সার্ভার ফ্রি থাকা সাপেক্ষে ফ্রি ইউজারদের লিমিট সেট করে… সকালে ৩.৫ জিবি তো বিকালে ৫জিবি! হাহা…

Level 0

@এলেবেলে & @Rashed
ভাই কারোর মনে আঘাত দিতে চাই না। কিন্তু রাশেদ ভাই যেটা বলেছেন সেটা ঠিক। আমি ওটাই বল্টে চেয়েছিলাম।

    @Arif: আমি ভাই ফ্রি ফ্রি যা পাওয়া যাচ্ছে সেটা নিয়েই সুখে আছি 😀

Level 0

আমি ব্রডব্যান্ড ৫১২ কেবিপিএস ব্যবহার করি।আমার আই.এস.পি. আমাকে ফুল স্পীড এ ডাউনলোড করতে দেই। তাই আমি টরেন্ট ডিরেক্ট ডাউনলোড করি। 😆

    @Arif: কিউবির স্টুডেন্ট প্যাকেজে আছি। ২৫৬কেবিপিএস, ১০ জিবি @৬৩০টাকা 😀

    Level 0

    @Arif: আমি বাংলালায়ন ব্যবহার করছি, ৫১২ কেবি, আগস্ট মাসে ১০০ গিগাবাইট ডাউনলোড করেছি কিন্তু কোন সমস্যা হয়নি। টরেন্ট দিয়ে মুভি নামাইনা, ওতো ধৈর্য নাই। আইডিএম ই ব্যবহার করি সবসময়।

      @Rashed: ভাই BanglaLIon দিয়ে 100GB নামানো কম কথা না। আমি সুনেছি অদের নাকি কি সব Peak hour Fup Limit আছে মানে Peak Hour এ নাকি এক ঘন্টায় 512kbps প্যাকেজে 78.75 MB er বেশি download করলে speed half করে দেয়া হয়? Is it true?

        Level 0

        @wp.engineer2: এটা আমার জানা নাই, আমি ২০১১ থেকেই আমার ৫১২কেবি’র লাইনে সবসময় ৬৪.৫কেবি কন্সটেন্ট ডাউনলোড স্পীড পাই, মাঝে মাঝে যখন বাংলালায়নের মাথায় প্রবলেম হয় তখন অবশ্য ব্রাউসিং স্পীড কম পাই কিন্তু কোনদিন ডাউনলোড দেয়ার পর ৬৪কেবি আসেনাই এমন দেখিনাই। আর রাত ১০টার পর থেকে পরবর্তী প্রতি ৩০মিনিটে ৭৮এম বি’র বেশি ডাউনলোড করলে ওরা ফেয়ার ইউস পলিসি এপ্লাই করে দেয়। তাই আমি রাত ১০ টা থেকে ২টা পর্যন্ত মডেম অফ করে রাখি (আমার ইন্ডোর সাদা রঙ্গের ওয়াইফাই মডেমটা, সেই পুরাতন দিনের)। ২টার পর থেকে পরেরদিন রাত ১০টা পর্যন্ত আপনি ডাউনলোড করেন আপনাকে ফেয়ার ইউস পলিসি আটকাবেনা। মাঝে মাঝে আটকে দেয় তবে সেটা মাসে খুব বেশি হলে ২দিন। আমি এভাবেই ১০০ জিবি ডাউনলোড করেছিলাম আগস্ট মাসে।

        Level 0

        @wp.engineer2: ওহ আরেকটা কথা কোন কারনে মডেম যদি ভোর ৫টার আগে বন্ধ হয়ে যায় বা রিস্টার্ট হয় তবে কিন্তু আপনি ফেয়ার ইউস পলিসিতে পরে যাবেন।

Level 0

প্রিয় টিউনার আমি অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই আপনার টিউনের জন্য তবে নিউজগুলো আপডেটেড হলে অনেক ভাল হয়।

আচ্ছা http://putdrive.com/ সাইটটি কেমন কেউ জানেন? মানে ফ্রিতে টরেন্ট লিচিং আনলিমিটেড দেয় কি না?

    @borhan.nirob: যতদূর জানি এরা ফ্রিতে টরেন্ট লিচ করতে দেয়না

টিউনারকে ধন্যবাদ অনেক। Bytebex এর লিমিট মাত্র 10MB এর ফাইল নামানোর জন্য এই সব করার কোন দরকার আছে বলে মনে হয় না সরাসরি নামালেও ৩/৪ মিনিটের বেশি লাগবে বলে মনে হয় না। যাই হোক তবে আমার সবচেয়ে পছন্দের সাইটও আপনার লিস্টে আছে। এটা হল Furk.net সবগুলো সাইটের মাঝে এটাই সবচেয়ে বেস্ট কারণ গুলো বলি

১) Furk.net সাইটের কোন স্টরেজ লিমিট নাই মানে যে কোন সাইজের ফাইল নামানো যায়
২) এটা আগে থেকেই জনপ্রিয় টরেন্টগুলো cash করে রাখে যেটা আপনিও বলেছেন।
৩) IDM দিয়ে download speed ZbigZ থেকেও অনেক অনেক ভাল থাকে।
আর এর অসুবিধা গুলোর মাঝে একটা হল, এর ডাটা লিমিট মাসে 30GB আর daily 1GB। তারপরেও মাথায় বুদ্ধি থাকলে এই লিমিট আপনাকে ঠেকাইতে পারবেনা। যেমন ধরেন ঃ আমি MaxPayne 3 ডাইউনলোদ করেছি যার সাইজ হল approx 35GB , আমি এটা ট্রিক্স apply করে Furk.net থেকে ৬ দিনে ডাইউনলোদ করেছি। আর আমি যদি direct torrent দিয়ে এত্ত বড় ফাইল ডাউনলোদ করতাম তাহলে কি পরিমাণ সময় লাগত তাত জানেনই কম করে হলেও ১৫ দিন লাগত।
তবে একটা কথা যোগ করতে চাই, যদি ফাইলের সাইজ 1GB এর মাঝে থাকে তাহলে ZbigZ is the best আর 4/5GB এর অথবা আরও বড় ফাইল হলে Furk এর কোন বিকল্প নাই। IP change করেও Furk কে আপনি বোকা বানাতে পারবেন না। শুধু মাথাটা আরেকটু খাটান তাহলেই Furk এর এই 30Gb per month and 1Gb per day limit ও আপনাকে ঠেকাইতে পারবে না। 😛

    @wp.engineer2: আপনার বক্তব্যের বেশীরভাগ অংশে সহমত। তবে কিছু তথ্য মনে হচ্ছে ঠিক নেই। ByteBX ফ্রি ইউজারদের জন্য ফাইলসাইজ আপাতত ২০০ মেগাবাইটে লিমিট করে রেখেছে। কিছুক্ষন আগেই ১৮০ মেগাবাইটের একটা ফাইল ডাউনলোড করলাম। লিমিটের ব্যাপারটা সাময়িক। নতুন সার্ভার যোগ হলেই লিমিট বাড়িয়ে দেয়া হবে।

    furk আমারও প্রিয়। তবে ফ্রি ইউজার লিমিট অনুযায়ী ২ গিগাবাইটের চেয়ে বড় ফাইল লিচই করানো যায়না, ডাউনলোড ত দূরের কথা! আপনি কিভাবে পারছেন সেটা একটা রহস্য। আর আইপি পরিবর্তন করলে ডাউনলোড রিজিউম করা যায়না। ডেইলি লিমিট অতিক্রমের একমাত্র উপায় অন্য আইডি খোলা। সেক্ষেত্রেও এক একাউন্টে লিচ করা ফাইল অন্য একাউন্ট দিয়ে ডাউনলোড করা যায়না।

      @এলেবেলে: কি জানি ভাই বুঝলাম না। Furk দিয়ে আমি ১০/১২ GB file ও নামেতে পারি অনায়াসে। আর আমিতো আগেই বলেছি IP change করেও furk কে বোকা বানানো যায় না। আমি ভিন্ন ট্রিক্স apply করেচছি। সেটা চাইলে একটা তিউন করে শেয়ার করতে চাই। কিনতু আপনি কেন 2GB এর বেশি বড় ফাইল Furk থেকে লিচিং করতে পারেন না তা আসলে আমিও বুঝলাম না। আমি বললাম না আমি MaxPayne 3 নামিয়েছি ৬ দিনে যার সাইজ 35GB + আপনাদের মিথ্যা বললে কি আমার ১০ টাকা লাভ হবে? চাইলে আমি ScreenShot দিতে পারব। আপনি আমাকে যে কোন একটা টরেন্ট ফাইলের লিঙ্ক দেন যে কোন সাইজের। আমি আপনাকে সেটা Furk দিয়ে ডাউনলোডের Video/ Screenshot যেটা আপনি চান আমি শেয়ার করতে পারব। তাহলে আশ আকরি বিশ্বাস করবেন। এই জন্যই বললাম আপনি আমাকে আপনার পছন্দ মত একটা যে কোন ফাইল দেন আমি সেটা ডাইউনলদ করে VDO শেয়ার করি। যাই হোক আপনার সুন্দ্রর টিউনের জন্য অনেক ধন্যবাদ নতুন যারা জানে না তাদের অনেক কাজে আসবে। আরও নতুন নতুন ট্রিক্স নিয়ে আসবেন আশা করি।

        @wp.engineer2: রহস্য সমাধান হয়েছে। শুধুমাত্র প্রিমিয়াম ইউজাররাই ২জিবির উপর ফাইল লিচ করাতে পারবেন। ফ্রি ইউজার হিসেবে আপনি ২জিবির উপর ফাইল শুধুমাত্র তখনই ডাউনলোড করতে পারবেন যদি তা কিছুদিন পূর্বে কোন প্রিমিয়াম ইউজার লিচ করিয়ে furk-এর ক্যাশে রেখেছেন। যদি ক্যাশে ফাইলটা না পাওয়া যায় তাহলে লিমিট এরর দেখাবে। এই যেমন আমাকে দেখাচ্ছে- http://i.imgur.com/eAn1ysN.png

Level 0

Vai apni http://www.furk.net ei website use kore dekhte paren. Onek valo ekta site

    @uzzal2k4: মা এর কাছে মামাবাড়ির গল্প? খ্যাকজ

আপনার লেখা আমার খুব ভালো লাগে, সেটা যে বিষয়েই হোকনা কেন। টিটিতে আপনাকে পাওয়াই ভার। ভাই প্লিজ টিটিতে নিয়মিত লিখুন, কেমন? আপনার টিউন সবসমই আমার কাজে লাগে, এমন টিউন আরো চাই।

    @ধূপছায়া: টিটিতে লেখা কম পাওয়ার একটা বড় কারণ ঢাকা শহরের কাকের চাইতে এখানে সমালোচক সংখ্যা বেশি! তাছাড়া টিটির অদ্ভূত মডারেশনও আরেকটা বড় ব্যাপার। এই যেমন গত প্রায় আধা ঘন্টা চেষ্টা করেও একটা লেখা এখানে “টিউন” করতে পারলাম না। যে সাইট নিয়ে রিভিউ সেই সাইটের নামই নাকি “Forbidden” …. হাহাপগে!

    যাইহোক, লেখাটা সামুতে পাবেন। আর টিটির কোন এডমিন সদয় হয়ে যদি আমার ড্রাফট থেকে লেখাটা প্রকাশ করে দেন তাহলে টিটিতে পেলেও পেতে পারেন…

@এলেবেলে: হুম হতে পারে কিনতু এটা আমিও জানতাম না। কেননা এখন পর্যন্ত আমি এই রকম error msg কখনও পাইনাই। কিনতু আপনার তথ্য সম্ভবত ঠিক আছে যদিও তাদের সাইটে Bandwidth limit এর কথাই শুধু বলা হয়েছে কোন ফাইল সাইজ লিমিটের কথা কোথাও লেখা নেই। https://www.furk.net/billing এখানে দেখেন ফ্রি ইউসারদের জন্য লেখা B/W: 1 GB/d or 5 GB/w কিনতু কোন সাইজ restriction এর কথা লেখা নাই। তবে এটা ঠিক যে আমার অনেক বন্ধুও অনেক সময় এই রকম মেসেজ পেয়েছে কিনতু কয়েক ঘন্টা পরেই আবার ট্রাই করে সফল হয়েছে। হয়ত সেই সময়ে কোন প্রিমিউম ইউসার সেটা লিচ করেছে। যাই হোক হয়ত আমার ভাগ্য ভাল যে, আমি এখনও এই error message একবারও পাইনি। আর সব কথার বড় কথা ফ্রি যা পাই তাই যথেষ্ট আমার জন্য। যাই হোক আপনার টিউন খুব চমৎকার, যারা এগুলো জানেনা তাদের কাজে লাগবে। আরও ভাল ভাল টিউন করবেন আশা করি। ভাল থাকবেন।

এলেবেলে ভাই furk.net এ Register করার জন্য যে Invite code / Voucher codeএর প্রয়োজন হয় সেটা পাচ্ছি না। আমার গুগোল + নাই। তাই আপনিই যদি একটা Invite code দিতেন তাহলে আর ঝামেলা করতে লাগত না।

    @গাংঙনাম বয়: ফেসবুক একাউন্ট দিয়ে ঢুকে পড়ুন। ইনভাইটেশন কোডের প্রয়োজন হবেনা 🙂 তারপরও চাইলে ইমেইল এড্রেস রেখে যান, পাঠিয়ে দিব

রাফি ভাই, আপনার IELTS, Painless English Series ও Autobiography এর ই-বুক গুলো টিটিতেও শেয়ার করেন, আমার মতো অনেকেই উপকৃত হবে, অবশ্য লিঙ্ক গুলা টিটির মডুদের পছন্দ হয় কিনা কে জানে !

    @ধূপছায়া: আসলে নন-টেকি বইগুলো টিটিতে প্রাসঙ্গিক না হওয়ার কারণে অনেকেই রাগ করতে পারেন, তাই এখানে শেয়ার করিনা। তবে টেকনোলজি বিষয়ক বই/ম্যাগাজিন শেয়ার করা যেতে পারে। সমস্যা হচ্ছে আমার পছন্দের ফাইলহোস্ট (যেমন অখ্যাত HugeFiles) থেকে ডাউনলোডে অনেকের আবার অরুচি…খ্যাকজ! এইসব চিন্তা করে ঐ জাতীয় লেখাগুলো টিটিতে দেইনা…

    তবে কিছু লেখা এখানে দেয়ার মত হলেও দেয়ার ইচ্ছে হয়না। এই যেমন ধরুন নানান জায়গা থেকে ডজনখানেক লেটেস্ট টেক-ম্যাগাজিন একটা পোস্টে একত্রিত করা খাটা-খাটুনির এই লেখাটা- http://somewhereinblog.net/blog/rafi_mahmud/29883950

    কিন্তু এটা টিটিতে দেয়াই যাবে কারণ মডুরা আগেই এই ফাইলহোস্টকে ব্ল্যাকলিস্ট করে রেখেছে। কেন উহা “forbidden” তার জবাব চাইতে যান, আপনাকে বলে বসবে – ” হিউজফাইলস অ্যাফিলিয়েট ফাইলহোস্ট। প্রতি ১০,০০০০ ডাউনলোডে ১ ডলার কামাই করে আপনি কোটিপতি হয়ে যাবেন। উহা টিটির “নীতিমালার” পরিপন্থি!” হাহাপগে =))

    মডুদের বাদ দিলেও একদল আবাল বুদ্ধি-প্রতিবন্ধী ঝাঁপিয়ে পড়বে হিউজফাইল ফাইলহোস্টের সমালোচনায় কারণ এক মিডিয়াফায়ার লিঙ্ক ছাড়া বাকি সব লিঙ্কেই এদের চুলকানি :p এই সবদিক বিবেচনায় টিটিতে দেইনা। নিজের মূল্যবাণ সময়, শ্রম খরচ করে গালি খাওয়ার সখ নাই। আমার কি ঠ্যাকা?!

      @এলেবেলে: তৃতীয় প্যারায় “কিন্তু এটা টিটিতে দেয়াই যাবে না কারন কারণ মডুরা……” হবে 😛

      টাইপিং মিসটেক। মডুরা নীতিমালার দোহাই দিয়ে বান (ব্যান) মারতে পারেন 😉

        @এলেবেলে: হ্যাঁ ভাই টিটির মডারেটররা এ ব্যাপারে কিছুটা নমনীয় হলে ভালো হত। hugefiles এর যে নিয়ম ফাইল ডাউনলোডের মাধ্যমে মাত্র ১ ডলার কামাইতে হলে তার আগে সেটাকে আমার নাতী-পোতার নামে উইল করে যেতে হবে 😆 :mrgreen:

Level 0

furk.net এ Register করার জন্য যে Invite code / Voucher codeএর প্রয়োজন হয় সেটা পাচ্ছি না।

    @Shuvo: ফেসবুক একাউন্ট দিয়ে ঢুকে পড়ুন। ইনভাইটেশন কোডের প্রয়োজন হবেনা 🙂 তারপরও চাইলে আপনার ইমেইল এড্রেস রেখে যান, কোড পাঠিয়ে দিব

      @এলেবেলে: রাফি ভাই আমারে উদ্ধার করেন 🙁

      আমি furk এ ফেবু/টুইটার ইত্যাদি দিয়া লগ ইন করতে চাইলে আজব একটা মেসেজ আসে – “We’ve never seen you before! What would you like to do? Login/register…..blah blah” কি জ্বালা বলেনতো? আমাকে একটা invitation code দেন : [email protected]

      @ধূপছায়া: @এলেবেলে: ভাই আমার মেইলঃ [email protected], আমাকে একটা ইনভাইটেশন কোড পাঠিয়ে দেন প্লিজ

        @ধূপছায়া: পাঠিয়ে দিয়েছি। ইনবক্স চেক করেন