লেটেস্ট মুভি, সফটওয়্যার, ইবুকসহ তাবত ডাউনলোডের জন্য টরেন্টের উপর জিনিষ নাই। µTorrent-এর মত টরেন্ট ক্লায়েন্ট দিয়ে p2p ফাইল শেয়ারিং এর মূল সমস্যা সিডার খুঁজতে সময় লাগা এবং আপলোডিং এ ব্যান্ডউইথ খরচ হওয়া। একটু পুরাতন মুভি কিংবা সফটওয়্যার যেগুলোর সিডারের চাইতে লিচার অনেক বেশী সেগুলোতে ফুল স্পিডে ডাউনলোড করা যায়না। তার উপর আপলোডিং-এর প্যারা! তাই পুরানো আক্ষেপঃ "আহারে... যদি টরেন্টে থাকা ফাইলগুলা যদি আইডিএম দিয়ে ফুল স্পিডে রিজিউম সুবিধাসহ ডাউনলোড করা যেত!"
-- এই আক্ষেপ পূরণের চেষ্টা নেয়া যাক...
************************************
টরেন্ট লিচিং- ক্যামনে কিঃ (স্টেপ বাই স্টেপ) ধরে নেই টরেন্টে থাকা এই ফাইলটা ডাউনলোড করতে চাই। এর জন্য-
১. "GET THIS TORRENT" বাটনে মাউসের রাইট ক্লিক করে 'Copy link address' এ ক্লিক করে ঐ টরেন্টের ম্যাগনেট লিঙ্কটি কপি করে নিলাম।
২. এবার এই কপিকৃত ম্যাগনেট লিংকটি নিচের ৪টি সাইটের যে কোন একটিতে পেস্ট করে লিচ করিয়ে নিতে হবে (Torrent Caching).
৩. তারপর লিচকৃত লিংকে ক্লিক করলেই আইডিএম দিয়ে ফুলস্পিডে ডাউনলোড শুরু!
টরেন্ট লিচিং এর নতুন সাইটঃ
১. শুরুতে এই লিঙ্কে ক্লিক করে আপনার একাউন্ট বানিয়ে নিন।
২. যে ইমেইল দিয়ে একাউন্ট তৈরি করেছিলেন ঐটার ঢুকে আপনার একাউন্ট ভ্যারিফাই করে নিন।
৩. খেল খতম! এবার শুধু কাংখিত ম্যাগনেট লিঙ্ক দিয়ে টরেন্ট লিচিং! ফ্রিতে আড়াই গিগাবাইট পর্যন্ত স্টোরেজ উপভোগ করুন!
************************************
এরকম আরও কিছু সাইটঃ
সাইট ২- furk.net
এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বেশীরভাগ জনপ্রিয় টরেন্ট ফাইলগুলো এদের সার্ভারে আগে থেকেই ক্যাশ করা থাকে তাই ক্যাশিং এর জন্য আলাদা সময় নষ্ট হয়না। লিঙ্ক দেয়ার সাথে সাথেই আইডিএম দিয়ে ডাউনলোড করা যায়
কিভাবে কি?-- প্রথমে ফেসবুকের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিন। এরপর My Files > New ট্যাবে গিয়ে কাংখিত টরেন্ট ফাইলের কপিকৃত ম্যাগনেট লিঙ্কটি পেস্ট করে Add Download বাটনে ক্লিক করলাম-
এবার ডাউনলোড বাটনে ক্লিক করতেই ফুল স্পিডে ডাউনলোড শুরু
এইভাবে পছন্দের যে কোন মুভি, সফটওয়্যারও লিচ করিয়ে ডাউনলোড করা যাবে
সাইট ৩- filestream.me - ইমেইল দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। ১০ গিগাবাইট পর্যন্ত টরেন্ট ফাইল লিচ করানো যাবে। লিচিং খুবই ফাস্ট
সাইট ৪- zbigz.com - আরও একটি চমৎকার সাইট। সবচেয়ে বড় সুবিধা রেজিস্ট্রেশন ছাড়াই টরেন্ট লিচ করিয়ে ডাউনলোড করা যায়।একইভাবে ম্যাগনেট লিংকের মাধ্যমে লিচ করানো যাবে। ক্যাশিং ও ডাউনলোড চরম ফাস্ট
পুনশ্চঃ টরেন্ট লিচিং এর সেরা সাইট torrific.com বন্ধ হয়ে যাওয়ার পর আপাতত এই সাইটগুলাই ভরসা। নাই মামার চেয়ে কানা মামা
উপরের সবগুলা সাইটই ফ্রিতে হাই স্পিড ডাউনলোড এবং রিজিউম সুবিধা দেয়। কাজেই মামা কানা হলেও একেবারে খারাপ নাহ
হ্যাপি ডাউনলোডিং
**************
সজিপ্রঃ কি দরকার এতো কষ্ট করার? - এই কষ্টটা শুধুমাত্র হার্ডকোর ডাউনলোডারদের জন্য। স্পিডের তফাৎটা টের পেলে লিচিং ছাড়া টরেন্ট নামাতেই চাইবেন না
_____________________________
পুনশ্চ : লেখাটি ঈষৎ সম্পাদিত আকারে আমার সামু ব্লগে পূর্বপ্রকাশিত
_______________________
আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।
vai ekhon to bytebx mone 2.5GB r download kora jai na, ekhon limited holo100MB.
vai emon keu asen je amake ekta premium account er ekat upai kore dite parben. amar net speed 2mbbs, but unfortunately bit/utorrent die speed pacci na, So please if anybody want to help me just email me……
alam [email protected]
Thank you