মাত্র ৭.৫ এম.বি এর একটি সফটওয়্যার দিয়ে সহজেই হাজার হাজার ছবির সাইজ ছোট করুন

হ্যালো ভাইজানেরা,

আজকের টিউনে বেশী ক্যাচাল পারমু না।

মূল কথায় চলে আসি।

আমরা বর্তমানে কথাও ঘুরতে গেলেই মিনিমাম দুই তিনশো ছবি তো তুলেই ফেলি...

আর চিন্তা থাকে আজ ফেইসবুকে আপলোড দিয়া ফাটাইয়া ফালামু...

মাগার এখন হাতে হাতে ডিজিটাল ক্যামেরা... কারো আবার ডি এস এল আর...

আমি গরীবের এখন ডি এস এল আর কিনার স্বপ্ন পূরণ হয় নাই। 😛 :পি

যাই হোক তো এই সব ক্যামেরার ইমেজ এর সাইজ তো আল্লাহ্‌ এর মেহেরবানি তে এক একটা মিনিমাম ২ থেকে ৩ এম.বি।

এখন ৩ এম.বি এর যদি ৫০ টা ছবি আপলোড দেন তাইলে,

৩ গুন ৫০ সমান সমান ১৫০ এম.বি।

ব্রডব্যান্ড ইউজার দের জন্য এইটা কোন ব্যাপার না হলেও,

আমাদের মতো বাংলার বিলাইয়ের ইউজারদের জন্য এত বড় ফাইল আপলোড মানে Horror Dreamz 😛

তাই আমি যেই সফটওয়্যারটি শেয়ার করব সেইটা দিয়ে অনেক সহজেই এত গুলো ইমেজ এর সাইজ ছোট করা যাবে।

এক্ষেত্রে কিছুটা রেজুলেশন ও কমবে, কিন্তু তাতে ছবি খারাপ হবে না, বুঝাও যাবে না। এর এমনি ফেসবুকে আপনি ১০ mb এর একটি ইমেজ দিলে সে নিজেই তা কনভার্ট করে আপলোড নে। তো খামাখা কেন mb কেন খরচ করব। এম.বি থেকে ও ভয়ানক হল এত সময় কেন নষ্ট করব।

আসুন এবার সফটওয়্যারটির কাজের বর্ণনার স্ক্রীনশট দেখা যাকঃ-

Tj Thouhid

উপরের Download Image এ ক্লিক করুন ডাউনলোড করার জন্য।

আজকে এইটুকুই । ভাল লাগলে কমেন্ট করবেন। খারাপ লাগলে অথবা আগে এই সফটওয়্যার নিয়ে টিউন থাকলে কমেন্টে ভাল ভাবে বলে দিলে Remove করে দিব টিউনটি। কিন্তু দয়া করে খারাপ ভাষায় কমেন্ট করবেন না।

Level 0

আমি Tj Thouhid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনটা অনেক কষ্টের ভাই,তাই বলে কি সারাদিন কান্না করব নাকি, যতো পারো ইনজয় কর,পারলে কিছু ভাল কাজও কর :) আমার সাথে এফ.বি(ফেইস বুক) এ যোগ হইতে চাইলে নিচের প্রোফাইল এ ক্লিক করতে পারেন :) Tj Thouhid আমার লিঙ্কটা এইজন্য দিলাম কারন দুই একজন ভাই টেকটিউনস থেকে আমার নামে দিয়ে আমায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thouhid ভাই আপনাকে অনেক ধন্যবাদ ‍গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যারের শেয়ার করার জন্য আমার কাজে লাগবে

    Level 0

    @Hasan 007: আপনার উপকারে আসতে পারিয়া আমি গর্ভিত। 😀 😀

Level 0

বাহ্‌ দারুন, অসাধারন আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো 🙂 😀

    Level 0

    @jacj2: Thank You বলে দিতে পারেন।। :পি :পি

Level 0

অনেক গুলো ছবি এক সাথে Resize করা যাবে ? নাকি একটা একটা করে করতে হবে?

    Level 0

    @Sohel Rana: অনেকগুলো এক সাথেই করতে পারবেন

অনেক ধন্যবাদ