ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ রুপ দিন

এম এস ওয়ার্ডের বড় বড় ফাইলগুলো পিডিএফ করা থাকলে পড়তে সংরক্ষন করতে অনেক সুবিধা হয়। আপনি যদি ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ রুপ দিতে চান তাহলে মাত্র ৪.২৫০ মেগা বাইট সাইজের Dopdf নামক সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন । প্রথমেই আপনি এখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করে নিন। সফটওয়্যারটি ইনষ্টল করার পর এটি একটি প্রিন্টার হিসেবে আপনার পিসিতে দেখাবে। এখন যে ওয়ার্ড ফাইলটি পিডিএফ এ রুপ দিতে চান সে ফাইলটি ওপেন করে printer option এ গিয়ে প্রিন্টার হিসেবে Dopdf v7 সিলেক্ট করে প্রিন্ট কমান্ড দিন । ওয়ার্ড ফাইলটি পিডিএফ ফাইল এ রুপান্তরিত হয়ে যাবে। ওয়ার্ড ফাইলটি যেখানে সেভ করা আছে সেখানে পিডিএফ ফাইলটি স্বংয়ক্রিয় ভাবে সেইভ হয়ে যাবে।

ডাউনলোড

পুবে এখানে প্রকাশিত

Level New

আমি ইলিয়াস আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 396 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইলিয়াস আহমেদ, তথ্য প্রযুক্তি ভালবাসি.নিজেকে সবসময় তথ্য প্রযুক্তির মাঝে ডুবিয়ে রাখতে চাই, আশাকরি আপনাদের মাঝে নিয়মিত থেকে অনেক কিছু জানাতে এবং জানতে পারব ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এ ধরনের টিউন অনেক হয়েছে । আপনার কাছে নতুন কিছু প্রতাশা করি । ধন্যবাদ 😀

    Level 0

    সহমত……………….

    চেষ্টা থাকবে নতুন কিছু দেয়ার । ধন্যবাদ

Level 0

অনেক দিন থেকে pdf24 creator ব্যবহার করে আসছি, এটাও ব্যবহার করে দেখি কেমন লাগে।
ধন্যবাদ।

    ব্যবহার করে দেখতে পারেন । আমার কাছে এটা অনেক ইজি মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ

    ইলিয়াস ও নূরজাহান, দু’জনকেই বলছি, আমার কাছে এটা সহজ মনে হয়েছে যদিও pdf24 creator আমি ব্যবহার করিনি। এটা দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ছাড়াও এক্সেল ও পাওয়ার পয়েন্ট ফাইল পিডিএফ- এ কনভার্ট করা যায়। এমন কি, ওয়েব পেজও। এক্সেল ও পাওয়ার পয়েন্ট ফাইল আমি এখনও কনভার্ট করিনি। তবে ইমেজসহ ওয়ার্ড ফাইল কনভার্ট করেছি। চমৎকার কাজ করে। ওয়েব পেজ করতে গেলে কখনো কখনো কোন কোন লাইন একটার উপর একটা উঠে যায়।
    নূরজাহানকে অনুরোধ করছি pdf24 creator নিয়ে মন্তব্য করার জন্য।

অনেকদিন ধরেই ব্যবহার করছি। চমৎকার একটি সফটওয়্যার। আমার খুব প্রিয়।
ধন্যবাদ 😀

আমি সেভেন ব্যবহার করছি; কিন্তু কি এক অজানা কারনে আমি কোন পিডিএফ রাইটার বা কনভাটার ইনস্টল করতে পারিছিনা কোন কোনটি ইনস্টল হলেও তাতে কাজ হচ্ছে না। আমার অন্য পিছি তে কাজ হয়। কিন্তু ল্যাপটপে হচ্ছে না। কারটি আমাকে জানাবেন কি কেউ?