পিসি চলবে এবার রকেটের গতিতে। (মাত্র ২ MB এর একটি সফটওয়্যার)

কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন! আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজ আপনাদেরকে ছোট একটি

সফটওয়্যার উপহার দিবো ( সফটওয়ারটি আগে ইউজ করছেন কি না জানিনা? না করে থাকলে এখন থেকে করতে শুরু করুন ) যেটার

নির্মাতা স্বয়ং মাইক্রোসফট কোম্পানি। সফটওয়ারটি উইন্ডোজের উপযোগী করেই তৈরি করা হয়েছে। খুব সহজে এবং সবচেয়ে কম সময়ে

স্কেন করে আপনার পিসিকে রকেটের গতি এনে দিতে পারবেন।

সফটওয়ারটি ডাউনলোড করে নিন এখানে ক্লিক করে, তারপর ইন্সটল করে ফেলুন।

এবার দেখুন কিভাবে ইউজ করবেন>>>

প্রথমে সফটওয়ারটি ওপেন করুন, নিচের মত দেখবেন.......................................

এবার আপনি উপরে যে অপশনগুলো দেখতেছেন, মানে internet explore cache, internet explore cookies ইত্যাদি ইত্তদি যা দেখতেছেন

সবগুলোতে টিক মার্ক দিয়ে দিন, তারপর start smart cleaning process এ ক্লিক করুন, একটি ম্যাসেজ আসবে yes

ক্লিক করুন, এবার দেখবেন সবগুলো ফাইলকে ক্লিন করা শুরু হয়ে গেছে এবং ১০০% পার্সেনট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, নিচে দেখুন............

এবার দেখুন আপনার পিসি আগের চেয়ে অনেক গুন স্পিডি হয়ে গেছে।

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

ভাল লাগলে অবশ্যই জানাবেন.................................।।

এই রকম আরও কিছু পোস্ট আপনার জন্য দেখে নিতে পারেন......।।

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

@kamrulbhuiyan ভাই এইটা মাইক্রোসফট এর সফটওয়্যার নয়. ভূল ইনফরমেশন দিয়েছেন, ঠিক করেন প্লিজ

ধন্যবাদ শেয়ারের জন্য। আমিও একটা সফটওয়্যারের নাম বলব। আমি নিজে ইউজ করি অনেক দিন থেকে। আমার মনে হয় এটা আরো বেশি কার্যকরী। “C Cleaner”. এই মূহুর্তে ডাউনলোড লিঙ্ক দিতে পারতেছি না। তবে গুগল করলেই পেয়ে যাবেন অথবা কেউ যদি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেন ভাল হয়।

এখান থেকে CCleaner Professional v4.03.4151 Full ডাউনলোড করতে পারবেন লিঙ্ক http://sknahid.com/Software/ccleaner-professional/

Level 0

ভাই এই সফ্টওয়ারের সিরিয়াল কী থাকলে দেন ।

    @Tanvir: http:\\softwaresbazarbd.blogspot.com থেকে নামিয়ে নিন। Platinum Guard এটা লেটেস্ট ভার্সন এবং প্রি-এক্টিভেট তাই লাইসেন্সের জামেলা নাই। শুধু নামান, ইন্সটল দিন ব্যবহার করুন।

রাজিব আহসান,SkNahid.com@ ভাই c cleaner টা আমার কাছেও আছে, ওটা আমিও ইউজ করতাম। কিন্তু আমি যে সফটওয়ারটির কথা বললাম ওটা আসলে অনেক হালকা এবং খুব সহজে কম সময়ে স্কেন করতে পারে।
ধন্যবাদ কমেন্ট করার জন্য।

Tanvir@ ভাই এই মুহূর্তে আমার কাছে সিরিয়াল কি নেই, থাকলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে সিরিয়াল কি না থাকলেও কোন সমস্যা নেই, আমি আন লিমিটেড ইউজ করতেছি।

ধন্যবাদ ভাই

অনেক অনেক ধন্যবাদ ভাই।অনেক উপকার হল।

Habibur Rahman@ সুন্ধর একটি কমেন্টের জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ পোস্টের জন্য। আমার মনে হই সিক্লিনার-টাই ভাল ।

অনেক অনেক ধন্যবাদ ভাই

Bhai PC rocket er gotite cholle eta pore nie asbe ke? Mohakashe lok pathatehobe PC anar jonno…

শুভ@ দুটোই নিজ নিজ অবস্থান থেকে সেরা। ধন্যবাদ।

Tasnim Ahmed RiSAN@ অনেক অনেক ধন্যবাদ আপনাকেও পোস্টটি পড়ার জন্য।

Obaid Ullah Aiman@ ভাই এটা শুধু আমাদের গ্রহেই চলবে, মহাকাশে যাওয়া লাগবেনা। তারপরও যদি চলেই যায় তখন আমিতো আছি……………।।

সেয়ার করার জন্য ধন্নবাদ আপনাকে।

রাকিব হাসান@ রাকিব হাসান ভাই আপনাকেও ধন্যবাদ।

khub vahlo hoiche..Bl e free 40mb pete likhun

Balaram Debnath,খান বাপ্পী@ আপনাদেরকেও ধন্যবাদ।