আমাদের এইদেশে কল্পনাতীত ডিজিটাল জীবনে আমরা সকলেই ইউএসবি ডিভাইস ব্যবহার করে থাকি । এই ডিভাইসটি আমরা ফাইল আদান প্রদান করার কাজে ব্যবহার করে থাকি । এই ডিভাইস ব্যবহারের পর এটি সঠিকভাবে রিমুভ করা একান্ত প্রয়োজন । ব্যতিক্রম ঘটলে বিভিন্ন সমস্যা হতে পারে । রিমুভ করার সময় আমরা অনেকেই একটি সমস্যায় পড়ি যেটি হলো “Problem ejecting usb mass storage device” এই মেসেজটি দেখায় । আজ আপনাদের এমন একটি সফটওয়্যার উপহার দেব, যার সাহায্যে এই রকম সমস্যা ছাড়া আপনার প্রিয় ইউএসবি ডিভাইসটি রিমুভ করতে পারবেন । সফটটি খুবই ছোট আর অবশ্যই একদম ফ্রী । আর একটা কথা বলি, এইটি কিন্তু পোর্টএবল ভার্শন ইনস্টলেশন অপ্রয়োজনীয় ।
সর্ট বোনাস
আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জনের কাছে বিভিন্ন লিংক পাঠাই । আর এই লিংক যদি অনেক বড় হয় তাহলে প্রাপক অবশ্যই খুঁশি হন না । আমরা যদি এই লিংকে অনেক ছোট করে পাঠাতে পারতাম তাহলে অনেক ভালো হত । এই প্রত্যাশা পুরন করতে সক্ষম নিচের সাইটি যার মাধ্যমে আপনার বৃহৎ লিংকটি ক্ষুদ্র করে আদান প্রদান করতে পারেন ।
আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])
ধন্যবাদ আপনাকে।