১০০% সঠিকভাবে রিমুভ করুন আপনার প্র্রিয় ইউএসবি ডিভাইস

আমাদের এইদেশে কল্পনাতীত ডিজিটাল জীবনে আমরা সকলেই ইউএসবি ডিভাইস ব্যবহার করে থাকি । এই ডিভাইসটি আমরা ফাইল আদান প্রদান করার কাজে ব্যবহার করে থাকি । এই ডিভাইস ব্যবহারের পর এটি সঠিকভাবে রিমুভ করা একান্ত প্রয়োজন । ব্যতিক্রম ঘটলে বিভিন্ন সমস্যা হতে পারে । রিমুভ করার সময় আমরা অনেকেই একটি সমস্যায় পড়ি যেটি হলো “Problem ejecting usb mass storage device” এই মেসেজটি দেখায় । আজ আপনাদের এমন একটি সফটওয়্যার উপহার দেব, যার সাহায্যে এই রকম সমস্যা ছাড়া আপনার প্রিয় ইউএসবি ডিভাইসটি রিমুভ করতে পারবেন । সফটটি খুবই ছোট আর অবশ্যই একদম ফ্রী । আর একটা কথা বলি, এইটি কিন্তু পোর্টএবল ভার্শন ইনস্টলেশন অপ্রয়োজনীয়  ।

সর্ট বোনাস

আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জনের কাছে বিভিন্ন লিংক পাঠাই । আর এই লিংক যদি অনেক বড় হয় তাহলে প্রাপক অবশ্যই খুঁশি হন না । আমরা যদি এই লিংকে অনেক ছোট করে পাঠাতে পারতাম তাহলে অনেক ভালো হত । এই প্রত্যাশা পুরন করতে সক্ষম নিচের সাইটি যার মাধ্যমে আপনার বৃহৎ লিংকটি ক্ষুদ্র করে আদান প্রদান করতে পারেন ।

Level 0

আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ আপনাকে।

স্বাগতম নুরজাহান আপু

Level 0

কাজের টিউন।
ধন্যবাদ রুহুল আমীন ভাই।

ভাই এগুলার কোনো প্রয়োজন নাই।

ভাল টিউন আপনাকে ধন্যবাদ।

এই গুলান কি শুরু হইলো?? সব কিছুর জন্যই software? :-O নিজে থেকে বিছুতো করতে দিবেন। অদূঢ় ভবিষ্যতে হয়ত একটা software আসবে যেখানে বলা হবে, “কষ্ট করে PC game খেলার দরকার নেই, উমুক software install করুন, দেখবেন ওইটাই আপনার হয়ে খেলে দিবে আর আপনি মুভি দেখার মত উপভোগ করবেন.. 😀 “

ধন্যবাদ, ভাল টিউন।

Level 0

এভাবে spamming করার মানে কি?

Pls, Don’t reply same sound again & again.
( Thanks Brother)

ধন্যবাদ। কাজের টিউন

ভাল কাজে লাগবে।
ধন্যবাদ।