শিরোনাম পড়েই হয়তো বুঝে গেছেন কি শেয়ার করব।
হ্যাঁ, ঠিকই ধরেছেন। অসাধারন একটা সফটওয়্যার নিয়ে এসেছি যার বদৌলতে আপনি নিচের লেখা সুবিধা গুলো পাবেন-
১। আপনার পিসির মাউস নষ্ট হয়ে গেলে এর দ্বারা অনায়াসে আপনি পিসিকে কন্ট্রোল করতে পারবেন।
২। ডেক্সটপ স্ক্রীন টা মোবাইল এ দেখতে পারবেন।
৩। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার কিংবা উইনঅ্যাম্প অডিও প্লেয়ার মোবাইল থেকে ওপেন ও কন্ট্রোল করতে পারবেন।
৪। পিসির ওয়াই-ফাই নেটওয়ার্ক কন্ট্রোল করতে পারবেন।
৫। আরো কিছু এক্সট্রা ফিচার পাবেন যেগুলো আগে কোথাও পাননি।
সফটওয়্যার টি পিসিতে দেখতে এরকম-
এটি ব্লুটুথ এর মাধ্যমে কাজ করে। সাধারনত ল্যাপটপ এ ব্লুটুথ পূর্বে থেকেই ইন্সটল করা থাকে। কিন্তু ডেক্সটপ এ তা থাকে না। কিন্তু চিন্তার কিছু নাই।
আপনি নিকটস্থ হার্ডওয়্যার এর দোকানে ব্লুটুথ ডিভাইস কিনতে পারেন যার দাম ১০০ থেকে ১২০ টাকা। এরপর টা ডেক্সটপ এর ইউ এস বি তে ইনসার্ট করলেই কাজ শুরু।
নিচের লিঙ্ক থেকে সফটওয়্যার টি ফ্রী ডাউনলোড করে নিন
ডাউনলোড করার পর একটা জিপ ফাইল পাবেন। সেটা এক্সট্রাক্ট করুন। এরপর নিচের ফোল্ডারগুলো পাবেন-
Android
J2ME Bluetooth Remote Control
J2ME WiFi Remote Control
আর একটা সেটআপ ফাইল পাবেন।
প্রথমে সেটআপ ফাইল টা পিসিতে ইন্সটল করুন। এরপর আপনার মোবাইল এ জাভা বা অ্যান্ড্রোয়েড যেটা সাপোর্ট করে তা কপি বা ইন্সটল করুন।
ব্যাস!! কাজ শেষ। মোবাইল এর ব্লুটুথ অন করে অ্যাপ্লিকেশান টা ওপেন করে আনলিমিটেড মজা নিন।
আশা করি আপনার অবশ্যই ভাল লাগবে। ধন্যবাদ (ত্রুটি হলে মার্জনীয় গণ্য করবেন)
আমি KM Zaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন ছাত্র। নিজের অনুভূতিগুলো শেয়ার করার জন্য ফেইসবুক এ প্রোফাইল রাখার পাশাপাশি একটা ব্লগ একাউন্ট রাখা টাও জরুরি মনে হল। তাই চলে এলাম আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের এই পরিবারে আমার জন্যেও একটু জায়গা হবে।
অ্যান্ড্রোয়েড কাজ করেনা