জাভা কিংবা অ্যান্ড্রোয়েড ফোন দিয়ে পিসিকে নিয়ন্ত্রন করুন, ডেক্সটপ স্ক্রীন দেখুন, মিডিয়া প্লেয়ার চালান আরো কত্ত কি!!

শিরোনাম পড়েই হয়তো বুঝে গেছেন কি শেয়ার করব।

হ্যাঁ, ঠিকই ধরেছেন। অসাধারন একটা সফটওয়্যার নিয়ে এসেছি যার বদৌলতে আপনি নিচের লেখা সুবিধা গুলো পাবেন-

১। আপনার পিসির মাউস নষ্ট হয়ে গেলে এর দ্বারা অনায়াসে আপনি পিসিকে কন্ট্রোল করতে পারবেন।

২। ডেক্সটপ স্ক্রীন টা মোবাইল এ দেখতে পারবেন।

৩। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার কিংবা উইনঅ্যাম্প অডিও প্লেয়ার মোবাইল থেকে ওপেন ও কন্ট্রোল করতে পারবেন।

৪। পিসির ওয়াই-ফাই নেটওয়ার্ক কন্ট্রোল করতে পারবেন।

৫। আরো কিছু এক্সট্রা ফিচার পাবেন যেগুলো আগে কোথাও পাননি।

সফটওয়্যার টি পিসিতে দেখতে এরকম-

Remote Control

এটি ব্লুটুথ এর মাধ্যমে কাজ করে। সাধারনত ল্যাপটপ এ ব্লুটুথ পূর্বে থেকেই ইন্সটল করা থাকে। কিন্তু ডেক্সটপ এ তা থাকে না। কিন্তু চিন্তার কিছু নাই।

আপনি নিকটস্থ হার্ডওয়্যার এর দোকানে ব্লুটুথ ডিভাইস কিনতে পারেন যার দাম ১০০ থেকে ১২০ টাকা। এরপর টা ডেক্সটপ এর ইউ এস বি তে ইনসার্ট করলেই কাজ শুরু।

নিচের লিঙ্ক থেকে সফটওয়্যার টি ফ্রী ডাউনলোড করে নিন

ডাউনলোড (১৪ এম বি)

ডাউনলোড করার পর একটা জিপ ফাইল পাবেন। সেটা এক্সট্রাক্ট করুন।  এরপর নিচের ফোল্ডারগুলো পাবেন-

Android

J2ME Bluetooth Remote Control

J2ME WiFi Remote Control

আর একটা সেটআপ ফাইল পাবেন।

প্রথমে সেটআপ ফাইল টা পিসিতে ইন্সটল করুন। এরপর আপনার মোবাইল এ জাভা বা অ্যান্ড্রোয়েড যেটা সাপোর্ট করে তা কপি বা ইন্সটল করুন।

ব্যাস!! কাজ শেষ। মোবাইল এর ব্লুটুথ অন করে অ্যাপ্লিকেশান টা ওপেন করে আনলিমিটেড মজা নিন।

আশা করি আপনার অবশ্যই ভাল লাগবে। ধন্যবাদ (ত্রুটি হলে মার্জনীয় গণ্য করবেন)

Level New

আমি KM Zaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন ছাত্র। নিজের অনুভূতিগুলো শেয়ার করার জন্য ফেইসবুক এ প্রোফাইল রাখার পাশাপাশি একটা ব্লগ একাউন্ট রাখা টাও জরুরি মনে হল। তাই চলে এলাম আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের এই পরিবারে আমার জন্যেও একটু জায়গা হবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অ্যান্ড্রোয়েড কাজ করেনা

    Level New

    @জোবায়ের রাসেল: ভাই… আমি জাভাতে ইউজ করেছি। আমার অ্যান্ড্রোয়েড নাই। আপনার ইনফর্মেশন এর জন্য ধন্যবাদ…………

vai phone a kesu install kora lagbe na ?

    Level New

    @Kaushik-Mirza: ভাই আপনার ফোন এর জন্য ২ টা সফটওয়্যার পাবেন। জাভা হলে jar আর অ্যান্ড্রোয়েড হলে apk ফাইল টা আপনার ফোন এ ইন্সটল দিন…

Level 0

Bluthooth coonect korbo ki vabe?

    Level New

    @Nazmul: আপনি যদি Nokia ফোন ইউজ করে থাকেন তাহলে প্রথমে আপনার ফোন এর ব্লুটুথ অন করুন। এরপর আপনার কম্পিউটার এ Nokia PC Suit ইন্সটল করুন। এরপর Connection ডায়ালগ বক্স আসবে। সেখানে Bluetooth Connection এ টিক দিয়ে Next এ ক্লিক করুন। এরপর আপনার ফোন টা দেখাবে, সিলেক্ট করে কাজ শেষ করুন।

Level 0

pc server ta trial version er registration key ta den plz.

    Level New

    @rhriyad: ভাই এইটা আমিও খুজতেসি। আপাতত ৭ দিন অনায়াসে চালান, এরপর reinstall করে আবার ৭ দিন। এইভাবে চালান। Full Version পাইলে অবশ্যই জানাবো।

VAI PC SERVER TA REGISTERED DILE VALO HOY

    Level New

    @ahmed.xakeer: ভাই এইটা আমিও খুজতেসি। আপাতত ৭ দিন অনায়াসে চালান, এরপর reinstall করে আবার ৭ দিন। এইভাবে চালান। Full Version পাইলে অবশ্যই জানাবো।

Level 0

Vaia,,ami symphony FT40 use kori.Ami ki vabe bluthhoth connect korbo plz janaben,,

Level 0

Karo kace Symphony FT40 pc suite thake,,plz give me.
email:[email protected]

Level New

@Nazmul: ভাই আপনি http://www.symphony-mobile.com এই এড্রেস টাতে গিয়ে আপনার PC Suit টা পাবেন…।।

Level 0

Thnaks KM Zaman vai,,,,,,,,,,,,,,,bt ami http://www.symphony-mobile.com a jea pc suite pai ni.Jodi aponar kace thake tahole plz janaben.