চরম দুইটি স্কিন প্যাক আপনার কম্পিউটারের চেহারা পাল্টে দিবে, ভালতো অবশ্যই লাগবে

স্কিন প্যাক এর কথা শুনেছেন নিশ্চই! তারপরও বলি স্কিন প্যাক হল এমন কিছু থিম যেগুলো আপনার কম্পিউটারের

চেহারা পাল্টে দিতে বাধ্য। আমি নিজেও কিছু skin pack ইউজ করি। তাই আজ আপনাদেরকে ওই রকমই ২টি স্কিন প্যাক উপহার দিবো

যেগুলো ১০০% আপনার কাছে ভাল লাগবে।

১টি হল windows 8 এর skin pack,

যেটা ইন্সটল করে আপনি আপনার windows কে পুরাপুরি windows 8 এর ছোঁয়া দিতে পারবেন,

মানে আপনি ইউজ করেন xp অথবা windows 7, অথচ আপনার windows কে মনে হবে পুরা windows 8 এর মত।

তাই এখনি ডাউনলোড করে skin pack টি এখানে ক্লিক করে।

২য় টি হল এপলের skin pack

যেটা ইন্সটল করলে আপনার windows কে মনে হবে এপলের অপারেটিং সিস্টেম,

এপল যারা এখনও ইউজ করেননি তারা ইউজ করে দেখতে পারেন, এক সাথে উইন্ডোজ এবং এপলের স্বাদ গ্রহন করতে পারলে মন্দ কি?

মোট কথা চরম যাকে বলে আর কি????????????? তাই এখনি pack টি ডাউনলোড করে নিন এখানে ক্লিক করে।

বিঃ দ্রঃ যে pack টিই ইন্সটল করেন, ইন্সটলের পরে অবশ্যই পিসি রিস্টার্ট করবেন।

তাহলে আজকের মোট বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

ভাল লাগলে অবশ্যই জানাবেন...........................

আমার ব্লগে ঘুরে আসতে পারেন.........।।

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার টিউন গুলো খুবই ভাল হচ্ছে।

➡ তবে আপনি আপনার টিউনে প্রয়োজনীয় ছবি ও স্ক্রীনসট ব্যবহার করুন।

ছবি ও স্ক্রীনসট আপনার টিউনের মানকে ও টিউডার (টিউন রিডার) কে আকৃষ্ট করার মান আরও বাড়িয়ে তুলবে। কীভাবে টিউনে ছবি ও স্ক্রীনসট যোগ করবেন তা দেখার জন্য টেকটিউনসের ‘টিউন করা শিখে নিন’ ভিডিও টিউট গুলো https://www.youtube.com/iTechtunes দেখুন।

➡ আপনার টিউন আর সুন্দর করে ফরমেট করুন।

বিভিন্ন পয়েন্ট গুলো বুলেট আকারে দিন।
টিউনের প্রধান টপিত গুলো H2 করে দিন।
সাব হেডিং গুলো H3 করুন।
টিউনের কোন অংশে কখনও H1 হেডিং ব্যবহার করবেন না।
নিজের সাইট বা কোন লিংক টিউডারের কাছে আকৃষ্ট করার জন্য কখনও কোন লিংকে হেডিং (h1,h2,h3) বা বড় টেক্সট করে দিবেন না। আপনার সাইটের লিংক দেবার জন্য টিউনের নিচে ব্লককোট করে “সৌজন্যে:” লিখে সাইটের লিংক দিন। এই টিউনটি https://www.techtunes.io/internet/tune-id/188009 লক্ষ করুন টিউডার ও টিউজিটরদের কোন প্রকার অযাচিত আকৃষ্ট না করে টিউনের শেষে; নিচে কীভাবে ব্লককোট করে “সৌজনে:” লিখে লিংক দেয়া হয়েছে। এতে আপনার টিউনের টিউডার ও টিউজিটরা আপনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে।
টিউনে কখনও বিভিন্ন টেক্সট ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করবেন না এতে টিউডার টিউনে পড়তে বিরক্তি বোধ করবে।

কীভাবে সুন্দর করে টিউন ফরমেট করবেন তা জানতে টেকটিউনসের টিউন করা শিখে নিন ভিডিও টিউট গুলো https://www.youtube.com/iTechtunes দেখুন।

➡ নিচে কিছু দারুন ও সুন্দর ভাবে ফরমেট করা টিউনের উদহরণ দেয়া হল। লক্ষ করুন

টিউন গুলোতে কিভাবে প্রাসঙ্গিক ছবি => https://www.techtunes.io/freelancing/tune-id/141620
প্রয়োজনীয় স্ক্রিনসটের ব্যবহার => https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/102544
ঠিক ভাবে হেডিং ও সাব হেডিং এর ব্যবহার => https://www.techtunes.io/reports/tune-id/111219
বিভিন্ন পয়েন্ট গুলোকে বুলেট পয়েন্ট করে দেখানো => https://www.techtunes.io/reports/tune-id/111219
টিউনের মাঝে নির্দিষ্ট প্যারা তৈরি করা => https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/129685
টিউনে স্ক্রিনসট সহ টিউটোরিয়ালের বিভিন্ন ধাপ দেখানো => https://www.techtunes.io/featured/tune-id/95448
টিউনে কোড থাকলে তা কোড হাইলাইটারের মাধ্যমে উপস্থাপন => https://www.techtunes.io/web-design/tune-id/77692/

ইত্যাদি করে সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।

এই টিউনের ফরমেট গুলোকে আদর্শ হিসেবে নিয়ে সবসময় আপনার টিউন গুলোকে সুন্দর ফরমেটে উপস্থাপন করুন। এতে আপনার টিউনের পাঠযোগ্যতা টিউডার ও টিউজিটরের কাছে বহুগুণে বৃদ্ধি পাবে।

➡ আপনার টিউনে যদি প্রোগ্রামিং সংক্রান্ত টিউন হয় ও টিউনে কোডের ব্যবহার থাকে তাহলে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড যেমন HTML, CSS, JS, PHP ইত্যাদি কোড সুন্দর ও সঠিক ভাবে দেখাতে টেকটিউনসের রয়েছে নিজেস্ব “কোড হাইলাইটার”। টেকটিউনসের “কোড হাইলাইটার” কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে এই টিউনটি https://www.techtunes.io/web-design/tune-id/77692/ দেখুন।

➡ টিউন করার আগে কিছু সময় নিয়ে পরিকল্পনা করুন।

➡ টিউডার ও টিউজিটররা বিস্তারিত, যত্ন নিয়ে, প্রয়োজনীয় ছবি যোগ করা ও সাবলীল ভাষার টিউনারদের খুবই পছন্দ করে। তাই সময় নিয়ে সুন্দর ভাবে, পরিপাটি করে ভাষা গুছিয়ে, আপনার মেধার পূর্ণ প্রয়োগ করে বিস্তারিত টিউন করুন।

অসম্পূর্ণ, অগোছালো, সুনির্দিষ্ট নয়, নাম মাত্র টিউন বা কোন রকম টিউন – এ ধরনের টিউন না করে সময় নিয়ে, সুন্দর ভাষার সুষ্ঠু প্রয়োগ করে, মেধার পূর্ণ ব্যবহার করে বিস্তারিত ভাবে টিউন করুন।

➡ কিছুদিন পর পর বা বেশ সময় ব্যবধানে টিউন না করে নিয়মিত টিউন করে কমিউনিটিতে আপনার বিশ্বস্থতা ধরে রাখুন। নিয়মিত টিউনারদের টিউডাররা খুব পছন্দ করে ও আস্থা রাখে। টিউন করার জন্য সপ্তাহের দুটি দিন বেছে নিন। এতে আপনার নিয়মিত টিউন করার ধারাবাহিকতা থাকবে।

টেকটিউনস বিজ্ঞান প্রযুক্তি চর্চার এক উন্মুক্ত সৌশাল নেটওয়ার্ক। টেকটিউনসে আপনার বিজ্ঞান ও প্রযুক্তির চিন্তা চেতনা মনন, অভিজ্ঞতার প্রকাশ ঘটান। আপনার বিজ্ঞান ও প্রযুক্তির জানা বিষয় গুলো প্রযুক্তির এই সুবিশাল নেটওয়ার্কে অন্যদের মাঝে ছড়িয়ে দিন। নিজেকে একজন মানসম্মত, দ্ক্ষ, কমিউনিটির অন্যদের সাথে বন্ধু ভাবাপন্ন টিউনার হিসেবে গড়ে তুলুন। হয়ে উঠুন একজন আদর্শ টেকটিউনার।

skin pack ta uninstall korbo kivabe? install kore shob kichi thik thakbe to ? jemon control penel ittadi?

অন্যান্য সফটওয়্যার যেভাবে আন ইন্সটল যেভাবে করেন ঠিক ওই ভাবেই করবেন। আর হ্যাঁ আন ইন্সটল করলে সব কিছু আগের মতই হয়ে যাবে।

amar to ei lekha ashe. windows cannot access the specified drive. path, or file you my not have the appropriate permissions to access the item ……. ami akhon ki korbo? please help me

Aita install korar por amar “pung-mang-shang” hoye gase, Notun kore laptop format korte hoyese. so becarefull. “pung-mang-shang” er ortho ki janen? punga-mara-shara. Thanx tuner @kamrulbhuiyan

ভাই আমি আসলে বুঝতেছিনা সমস্যাটা কেন হচ্ছে?? আমিতো নিজে ইউজ করলাম কোন সমস্যা পাইনি।
তবে আপনাদের কমেন্ট গুলো দেখে আমি আমার এক ফ্রেন্ডের পিসিতে উইন্ডোজ ৮ এর প্যাকটি ইন্সটল করলাম, মিথ্যে বলবোনা ওর পিসিতেও সমস্যা হইছে।। কিন্তু ভাই আমি জানিনা কেন আমার পিসিতে সমস্যাটা ধরা পড়েনি, আমি খুব ইজি ভাবে ইউজ করেছি। তবে এপলের যেটা ওটা ১০০% সমস্যা মুক্ত, ওটা আমি আমারটা সহ আরও কয়েকটা পিসিতে ট্রাই করেছি কোন সমস্যা নেই। তাই আপনি নিরধিদায় ইউজ করতে পারেন। ভাই যারা সমস্যায় পড়েছেন নিশ্চয়ই ৮ এর প্যাকটিতে পড়েছেন। তাই আমি আপনাদের কাছে আন্তরিক ভাবে দুঃখিত। প্লীজ ক্ষমা করে দিবেন…।

    @kamrulbhuiyan: জি ভাই উইন৮ এই প্রবলেম।

আমি আপনাদের কাছে আন্তরিক ভাবে দুঃখিত। প্লীজ ক্ষমা করে দিবেন…।