অনেকগুলো PDF ফাইলকে একটি করে ফেলুন এক নিমিষেই।

সবাইকে সালাম ও সুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করলাম। আশা করি বুঝে ফেলেছেন আজ কি নিয়ে পোস্ট করতেছি। আমাদের অনেক সময় দরকার হয় যে কতগুলো pdf ফাইলকে একত্র করে একটি করে ফেলতে, যেমন ধরুন আপনার কাছে ফ্রিলান্সিংইয়ের উপর একটি pdf বুক আছে,
কিন্তু ওটা ৪ খণ্ডে ভাগ করা, এখন আপনি যদি চান ঐ ৪ খণ্ডকে একটি করে ফেলতে, তাহলে আপনার
এই সফটওয়ারটি দরকার, ডাউনলোড করে নিন এখানে ক্লিক করে, এবং ইন্সটল করে ফেলুন।
এবার সফটওয়ারটি ওপেন করুন, নিচের মত দেখবেন..............................

এবার আপনি add file.. এ ক্লিক করে ঐ ৪ খণ্ড pdf কে সিলেক্ট করুন, নিচের মত দেখবেন......

এখানে আমি আমি দুটি ফাইলকে একত্র করে দেখাচ্ছি, নীল দাগ দেওয়া এরও গুলোতে ক্লিক করে আপনি কোন ফাইলটি আগে রাখবেন
এবং কোন ফাইলটি পরে রাখবেন তা নির্ণয় করে দিন, তারপর bind এ ক্লিক করুন, এবং সর্বশেষ নতুন একটি নাম দিয়ে
যেখানে ফাইলটি রাখতে চান তা দিখিয়ে দিয়ে সেভ করে ফেলুন। ব্যাস আপনার কাজ শেষ, এবার আপনি ৪ খণ্ডের বুকগুলোকে
একটি বুকে রুপান্তর পেয়ে যাবেন।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন.................................

এই রকম আরও চরম কিছু পোস্ট আমার ব্লগে...............।

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

THANK YOU,VAI COMMENT A BANGLA LEKHBO KEVABA AKTU JANATHAN JODI.

Level 0

VAI,LINK THIK NAI.LINK THIK KORANE

ALAMGIR@ ভাই আমিতো কোন সমস্যা পাইনি, লিংকতো ঠিকি আছে। আপনি আবার চেষ্টা করুন।

বাংলা লিখার জন্য আপনি জটিল ও চরম অভ্র সফটওয়ারটি ইউজ করতে পারেন, নিচে লিং দিলাম……
http://www.mediafire.com/download/kt9g934vg6ae7xb/Avro_Keyboard.rar

khub upokari ekta post disen vai, dhonnobad

আপনি উপকার পাইছেন শুনে খুশি হলাম।

এটাইতো খুজছি। সুন্দর টিউন, টিউনারকে অসংখ ধন্যবাদ। মুল্যবান একটি সফটওয়্যার শেয়ার করার জন্য।