পুরানো পত্র : আজকে আপনাদের জন্যে রয়েছে RECOVERY MY FILES ফুল + ক্রকার

প্রথমেই সবার জন্যে আমার পক্ষ থেকে অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা ।

RECOVERY MY FILES সফটওয়ারটি দিয়ে আপনারা আপনাদের পেনড্রাইভ, মেমোরিকার্ড, ফোনের ডিফল্ড ( ফোন ম্যামোরি যেটাকে বলা হয় ) ম্যামরি সহ কম্পিউটার এর যে কোন ড্রাইভ  রিকভারি করতে পারবেন । আপনার যে কোন ডিলিড পা ফরমেট হওয়া ডিভাইস আপনি এই  RECOVERY MY FILES সফটওয়ারটা দিয়ে রিকোভা করতে পারবেন ।

আমার দেখে সব থেকে ভাল এবং কার্যকারি রিকোভারি সফটওয়ার এটি ।

আমি এটার ব্যবহার করেছি এবং এর থেকে ভাল ফলও পেয়েছি । আমার একটি 4GB মেমোরি কার্ড রয়েছে আমি আমার মেমোরি কার্ড ফরমেট করতে গিয়ে আমার পেনড্রাইভ ফরমেট করেফেলেছিলাম । কারন দুনোটাই ছিল 4GB এবং দুনোটাই আমার পিসিতে লাগানোছিল । আমার পেনড্রাইভে অনেক গুরুত্ব পূর্ন ফাইল ছিল । এই জন্যে আমি এটা রিকোভারি করার জন্যে ইন্টারনেটে অনেক ঘাটা ঘাটি করলাম তারপর অনেক কিছু পেলাম এবং সেগুলি ব্যবহারও করলাম । তবে মনের মত ফল পেলামনা যা পেলাম তাতেও স্বাধ মিটলোনা । তারপর বাজার থেকে একটা সিডি কিনে আনলাম তাতে বেস কিছু ফাইল রিকোভারি সফটওয়ার ছিল ।তার মধ্যে RECOVERY MY FILES সফটওয়ারটিও ছিল । আমি সব গুলোই ব্যবহার করে দেখলাম । সবই এক অবস্তা আসল ফাইল আর পাচ্ছিলাম না । হ্যা RECOVERY MY FILES দিয়ে ট্রাই করার সময় সব পেয়েছি ।তবে RECOVERY MY FILES এ একটি সমস্যা ছিল তা হল এটা ফুল ভার্সন ছিল না তবে সবই রিকোভার হতো কিন্তু সেভ হতো না । এর পর ইন্টারনেটে খুজতে থাকলাম  RECOVERY MY FILES এর ফুল ভার্সন একটু কষ্ট হলেও পেয়েছে । এবং আমি আমার 4GB পেনড্রাইভ থেকে প্রায় সারে 5GB ফাইল রিকোভার করেছি । এর কারন হচ্ছে আমি আমার পেনড্রাভে আরো অনেক ডাটা বহন করেছি এবং সেগুরি ফরমেট এবং ডিলিটও করেছি । আমার  RECOVERY MY FILES সফটওয়ারটি সেই ডাটা গুলিও রিকোভার করেছে । তাই আপনাদের সাথে শেয়ার করার জন্যে বসে  পড়লাম । আশা করি গঠন মূলক মন্তব্য করবেন ।

ডাউনলো সরাসরি মিডিয়াফায়ার ||   http://www.mediafire.com/download/3n2f75dd8l0mik4/RECOVERY+MY+FILES.rar

এটি প্রথমে ডাউনলোড করা হলে মেইন ফাইলটি ইনিস্টল করুন । ইনস্টল শেষ হলে এই রার ফাইল এর অধিনে থাকা Crack ফোল্ডার এর ভিতরে যে EXE ফাইলটি আছে সেটি দিয়ে কাজ করবেন । বা আপনার ডেক্সটপের সর্টকার্টটি ডিলিড করে এটি ডেক্সটপেই রাখতে পারেন । কোন সমস্য হবে না । মূল কথা হচ্ছে সেট আপ শেষে মেইল ফাইলটি ব্যবহার না করে Crack ফাইলটি ব্যাবহার করতে হবে ।

আশা করি বূঝতে পেরেছেন । আজ এ পর্যন্ত আবার আগমি দিন দেখাহবে অন্য কোন পুরানো পত্র নিয়ে ।।।

Level 0

আমি bditblog.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.bditblog.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

টিউনের জন্য ধন্যবাদ। ডাউনলোড করে ট্রাই করে দেখবো।

    @kabirul: আপনাকেউ অনেক অনেক ধন্যবাদ ।।

recuva নামে একটি ফ্রি-সফটওয়্যার আছে একই কাজ করতে পারে। ccleaner নির্মাতা কোম্পানি piriform এর সফটওয়্যার এটি।

    @দিহান: ভাই ডাউনলোড লিংকটা দিলে খুশি হতাম ।। তারপরও আপনাকে মতামত করার জন্যে অনেক অনেক ধন্যবাদ ।

Level 2

ভাই আপনাকে অনেক ধন্যবাদ টিউনটি করার জন্য যদিও এই সফটওয়্যার টা আমার কাছে আছে তাই আপনার কাছে একটা প্রশ্ন যদি উত্তর দেন খুব উপকার হবে। আপনার জানা মতে এমন কোন সফটওয়্যার আছে যা দিয়ে আমার মেমোরি কার্ড অনেকবার ফরম্যাট দেয়া হয়েছে তার পর আবার ডকুমেন্ট রেখেছি কিন্তু আমি চাই recent formet দেয়ার আগে যখন ফরম্যাট দিয়েছিলাম তার আগে যে ডকুমেন্ট ছিল সেটা কি আবার ফেরত আনা সম্ভব??? কারন আমি যখনই রিকভার করছি তাতে শুধু রিসেন্ট ফরম্যাট দেয়ার আগে যে ডকুমেন্ট গুলো ছিল সেটা আসছে তার আগের ডকুমেন্ট পাচ্ছি না আমার সেগুলা খুব দরকার প্লীজ হেল্প করবেন????

ডাউনলোড লিংক টা আপডেট করে দিন ভাইয়া @ bditblog