কম্পিউটার, পেন্ড্রাইভ এবং যে কোন মেমোরি কার্ড এর হারানো ফাইল ফেরত আনুন সহজের চেয়ে সহজে :D

আজ একটি ছোট সফট ওয়্যারের কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ছোট হলেও অনেক জরুরী,আমরা যারা কম্পিউটার নিয়ে নাড়া চাড়া করি তাদের জন্যতো বটেই। কিছুদিন পূর্বে আমার একটি ফোল্ডার মুছে গিয়ে বড় বিপদে পড়েছিলাম, তখন এগিয়ে এলেন আমাকে সাহায্য করার জন্য

আমার প্রিয় একজন অভি ভাই। তার পূর্বেই বিভিন্ন রিকভারি সফট

দিয়ে ফোল্ডারটিকে ফেরত আনার চেষ্টা করি, ভাল ভাবে সফল হতে পারিনি। অভি ভাইয়ের পরামর্শ মত Recuva নামের সফট দিয়ে চেষ্টা করলাম এবং বেশ কিছু রিকভারি করা গেল কিন্তু সব পেলাম না। সর্বনাশ যা হবার তা আগেই হয়ে গেছে। এখন ভাবি ইশ সফটি যদি আর একটু আগে পেতাম তাহলে ফোল্ডারটি সম্পূর্ণ ফেরত পেতে পারতাম। আজ উল্লেখিত Recuva সফটি ভাল করে ঘাটাঘাটি করে যা দেখলাম, আশ্চর্য না হয়ে পারলাম না। হা বন্ধুরা এটা দিয়ে আপনার কম্পিউটার, পেন্ড্রাইভ এবং যে কোন মেমোরি কার্ড এর হারানো ফাইল ফেরত আনা সম্ভব ও কম্পিউটার এর যে কোন ড্রাইভ এর ক্ষেত্রেও একি কথা প্রযোজ্য। আর দেরি কেন তবে, দেখি এটা কি ভাবে কাজ করে। প্রথমে আপনাকে Recuva সফটি(মাত্র ২.৩৩ MB) এই লিংক থেকে ডাউনলোড করে ইন্সটল করতে হবে । যদি সার্ভার সমস্যা হয় তবে বিকল্প লিংক ইন্সটল করার পর ডেস্কটপের Recuva আইকনে ক্লিক দিয়ে ওপেন করুন ...... এর পরের কাজ গুল যথাক্রমে নিচে দেয়া হল ===

১ = Next করুন।

২ = Other সিলেক্ট করে Next করুন।

৩ = In a specific Location সিলেক্ট করে Browse করে কোন ফাইল, ফোল্ডার, হার্ড ডিস্ক এর কোন ড্রাইভ অথবা পেন্ড্রাইভ কিংবা মেমোরি কার্ড এর ফাইল ফেরত পেতে চান তা  সিলেক্ট করুন, তারপর Next করুন (অবশ্যই পেন্ড্রাইভ কিংবা মেমোরি কার্ড সিলেক্ট করলে USB পোর্টে তা লাগানো থাকতে হবে)।

৪ = Enable Deep Scan সিলেক্ট করে Next করুন।

৫ = কিছুক্ষণের মধ্যে Scanning শুরু করবে। অপেক্ষা করুন।

৬ = Filename টিক দিয়ে Switch to advanced mode এ ক্লিক করুন।

৭ = যে ড্রাইভের ফোল্ডারটি আছে তা সিলেক্ট করে Scan এ ক্লিক করুন

৮ = উইন্ডোতে আপনার হারানো ফাইল গুলি দেখা যাবে। টিক দিন এবং Recover এ ক্লিক করুন

৯ = এবার যে উইন্ডো আসবে তাতে আপনি রিকভার ফাইলটি একটি New folder এ সিলেক্ট করে OK করুন। এবার Yeas করুন কিছুক্ষনের মধ্যে ফাইল গুলি New folder এ চলে যাবে, কমপ্লিট হলে OK করুন।

১০ = ব্যাস আপনার হারানো ফাইল আপনি ফেরত পেয়ে যাবেন।

প্রিয় ভাই - বোনেরা এটাই আমার ১ ম পোষ্ট ......। স্বাভাবিক ভাবেই কিছু ভুল হবে ।। আশা করি ভুল গুলোকে ক্ষমা করবেন আর ভুল গুলো দেখিয়ে দিয়ে পরবর্তীর জন্য সাহায্য করবেন ।। ।। ।।

Level 0

আমি জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এটা জানি । তাছাড়া এটা নিয়ে আগেও অনেক টিউন হয়েছে । কিন্তু এটা দিয়ে recover এর সময় সব একযায়গার recover করে . . . . . . . . আপনার কেছে এমন কোন software হবে যেটা দিয়ে আমার pendrive এ FILE গুলো যে folder এ যে নামে ছিল ঐ একই ভাবে ফিরে পাব ? ? ?

Level 0

vai amar ek friend bolse eivabe deleted file uddhar korle naki hard drive er prochur khoti hoy . ei bepare apnar montobbo ki?

    @amisawon9: খুব ক্ষতি হয় কথাটা ভুল ।। তবে কিছুটা তো চাপ পড়বেই ।। স্বাভাবিক ্‌ আপনি রিমুভ করা জিনিস ভিতর থেকে টেনে হিঁচড়ে বের করবেন আর ড্রাইভ এর কিছুই হবে না এটা ভাবা তো ঠিক না ভাই 😀

Level 2

কষ্ট করে টিউন করার জন্য ধন্যবাদ। চেক করে ছিলাম ভাল কাজ করে না।

Level 2

আপনার কাছে অফিস 2010 থাকলে সিরিয়াল কি সহ একটা লিংক দেন। প্লিজ

    @kabirul: ছিলও ।। লিঙ্ক সহ কিনা চেক করার জন্য আন- জিপ করার সাথে সাথে অ্যাভাস্ট খেয়ে দিলো :'( তবে আবার সংগ্রহ করে টিউন করার চেষ্টা করবো কথা দিলাম ভাই ।।

    @kabirul: https://www.techtunes.io/?p=246112 ভাই এই লিঙ্ক আ আপনার ২০১০ পাবেন ।। ধন্যবাদ 🙂

torr browser er download link den

Level 2

ভাই আপনাকে অনেক ধন্যবাদ টিউনটি করার জন্য যদিও এই সফটওয়্যার টা আমার কাছে আছে তাই আপনার কাছে একটা প্রশ্ন যদি উত্তর দেন খুব উপকার হবে। আপনার জানা মতে এমন কোন সফটওয়্যার আছে যা দিয়ে আমার মেমোরি কার্ড অনেকবার ফরম্যাট দেয়া হয়েছে তার পর আবার ডকুমেন্ট রেখেছি কিন্তু আমি চাই recent formet দেয়ার আগে যখন ফরম্যাট দিয়েছিলাম তার আগে যে ডকুমেন্ট ছিল সেটা কি আবার ফেরত আনা সম্ভব??? কারন আমি যখনই রিকভার করছি তাতে শুধু রিসেন্ট ফরম্যাট দেয়ার আগে যে ডকুমেন্ট গুলো ছিল সেটা আসছে তার আগের ডকুমেন্ট পাচ্ছি না আমার সেগুলা খুব দরকার প্লীজ হেল্প করবেন????

@Askqsh Khan: থাপরানো উচিত।টিউনের কমেন্ট এর মজাটাই নষ্ট হয়ে যায় এত বড় আকামের কমেন্ট দেখলে

আমি ব্যবহার করি EASEUS Data Recovery Wizard Professional 5.5.1।
সেই রকম।যেকোনো কার্ডের অনেক পুরানো ডাটাও খুজে বের করে।টরেন্ট থেকে নামিয়েছি।