মাউসের ডান বোতামে ক্লিক করলে প্রত্যেকবার গতানুগতিক কিছু অপশন দেখা যায়। এতে বাড়তি কিছু সুবিধা যোগ করলে কেমন হয় ? আপনি চাইলেই ইচ্ছামত অপশন কন্টেক্সট মেনুতে যোগ করতে পারেন। এ জন্য আপনার প্রয়োজন হবে FileMenu Tools নামের একটি মজার সফটওয়্যারের। এতে নির্দিষ্ট এক্সটেনশনের ফাইলকে কোনো প্রোগ্রাম দিয়ে খুলে দেয়ার ব্যাবস্থা করে দিতে পারেন তেমনি এর সাথে আসা টুলগুলোও ব্যবহার করতে পারেন। এর সাথে অনেকগুলো টুল রয়েছে। সেগুলোর নাম আর কষ্ট করে লিখলাম না। আপনারা দয়া করে স্ক্রীনসট থেকে দেখে নিন।
প্রথম অবস্থায় এর প্রতিটি অপশন সাবমেনুতে থাকে। মূল মেনুতে এদেরকে নিয়ে আসতে সফটওয়্যারটি run করে Options মেনু থেকে Show All The Commands in Submenu থেকে টিক তুলে দিন।
আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আপনাকে । আরো দেখা যেতে পারে নিচের টিউনটি……
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/14577/#comment-53427