এখন IDM ব্যাবহার করুন আজীবন ্‌ অবশ্যই আপডেট সহ :D

বিসমিল্লাহির রাহমানির রাহিম 

আসসালামু আলাইকুম 

ইন্টারনেট যারা ব্যাবহার করেন তাদের কাছে idm খুব পরিচিত একটা অতিব জরুরী সফটওয়্যার ।। কিন্তু সমস্যা হল Patch নিয়ে । কারন আমরা অরিজিনিয়াল সফট তো আর কিনবো না ।। এই জন্য কি ব্যাবহার বন্ধ থাকবে নাকি ? কোনভাবেই না ।। এবার আসি আসল কথায় === আমরা অনেকেই IDM  ব্যাবহার করি patch দিয়ে কিন্তু সমস্যা হল নতুন ভার্সন আসলেও আমাদের পুরনো ভার্সন ব্যাবহার করতে হয় ।। আপডেট দিলেই তো সর্বনাশ 😀 ।। কিন্তু আমি এমন একটা  পদ্ধতি বলে দিবো আজ আপনাদের যা দিয়ে আপনি সারাজীবন  IDM ব্যাবহার করতে পারবেন এমনকি আপডেট দিলেও ।।patch এখানে ক্লিক করলেই পাবেন ।।

এবার বলি এই patch এর ব্যাবহার কিভাবে করবেন ? অবশ্যই আমার বলা কাজ গুল করার আগে নেট বন্ধ  করে নিবেন ।।

১ == কম্পিউটারে IDM  ইন্সটল করা থাকলে  তা রিমুভ করেন ।। এরপর নেট থেকে আপডেট ভার্সন ডাউনলোড করে ইন্সটল করেন ।।

২ == সিস্টেম ট্রে থেকে IDM  কে এক্সিট করে দেন ।।

৩ == এবার আমার দেয়া patch এর রার ফাইল তা আন-রার করেন ।।

৪ == এই ফোল্ডার এর মধ্যে যেই ফাইল গুলা আছে সব কপি করে IDM  যেখানে ইন্সটল করছেন ঐখানে পেস্ট করেন ।।

৫ == এবার Patch নামে যেই ফাইল আছে ঐটায় ক্লিক করেন ।। একটা উইন্ডো ওপেন হবে ।। ঐখানে শুধু নিজের নামের ( first name + last name ) বসিয়ে দিয়ে ওকে করে দেন ।। ব্যাস হয়ে গেলো 😀

এখন কথা হল আপডেট দেয়ার পর কি করবেন ? কিছুই না == 😀 == ব্যাস ৪ ও ৫ অনুসরন করেন ্‌ হয়ে গেলো 😀 IDM আপনার ।।

বিঃ দ্রঃ == আপনাদের জন্য IDM এর আপডেট সফট সহ ডাউনলোড লিঙ্ক  দিলাম ্‌ কষ্ট করে আর  অন্য কোথায় যাওয়া লাগবে না 🙂

কোনও উপকার পেলে আমার জন্য দোয়া করবেন ।। এটা আমার দ্বিতীয় টিউন তাই কোনও ভুল হলে আশা করি মাফ করবেন আর ধরিয়ে দিবেন 🙂

চাইলে আমাকে ফেবু তে এড করতে পারেন 🙂 = জাহিদ 

Level 0

আমি জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম ভাল, তবে কিসের দোয়া চান রে ভাই ? তবে বুকে আসেন একটু কোলাকুলি করি , কে বলসে এটা আপনার ২ নামবার টিউন ? এটা ২২২ নাম্বার টিউন , লেখার স্টাইল ত ৫২২ নাম্বার টিউন এর যোগ্য , দারুন হইসে দারুন , আমার ছেলে এটার জন্য আমার পাতলা চুল গুলা ছিরা ফেলছিল , আপ্নে আমার ৮০ ভাগ মাথার চুল রাখার বন্দোবস্ত করলেন বলেন ভাই কি লাগব আপনার ? দোয়া ত নামায পইরা করুম , কিন্তু নগদে কি চান খালি একবার কহেন …… বাম গাল টা বারান , এই নেন একটা দিলাম …

অহ আরেকটা কথা , এইটা কিন্তু প্রিয় বাক্স তে নিলাম , টিউন টা যেন মাসে একবার আপডেট হয় নইলে “খবর আছে” বাংলা সিনামা দেখাইতে লইয়া যামু…… ফ্রী তে ………্‌ আসেন … কোলাকুলি করি , এইবার ডান গাল টা দেন ……… হুম ভাল , নরম ছেলে …………খুব ভদ্র আর বুদ্ধিমান টিউনার আপ্নে ।

    @ইশতিয়াক: আর ভাই মাসে একবার কি আপডেট করুম বুঝলাম না ।। 🙁

      @জাহিদুল ইসলাম: হুম বুঝাইতাসি ভাই , মাসে আপনার এই টিউন টা রে একটু ঘসা মাজা কইরেন , নাইলে ত ভাই সার্ভার কইব ইহা ত নিখোঁজ হইয়া গিয়াছে , তাই বললাম আর কি , আর এরকম ভাল টিউন গুলা মাঝে মইদ্ধে খুইজা পাইতে কষ্ট লাগে , তাই একটু সুবিধাবাদী হইয়া বইলা ফালাইলাম আর কি ……

ভাই যেই পাম দিলেন বুঝলাম না প্রশংসা করলেন নাকি ইজ্জতের ফালুদা করলেন :p

যাই হক না কেন ধন্যবাদ আপনাকেও কমেন্ট করে সাহস দেয়ায় ।। 🙂 আর আমি ভাই এই সময়ের বাংলা ফিলিম :p দেখি না ।। মেলা দিন পর কেউ গালে দিলো 😀

    @জাহিদুল ইসলাম: হে হে হে না না ভাই পাম দেই নাই কারণ আমি ত পাম এর মেশিন না , আর আপ্নারে লইয়া ফালুদা খাইবার যামু লগে ইজ্জতের ভয় টা ও দূর করুম , আসেন ভাই , ফালুদা খাইতে যাই …… অহ আসেন কোলাকুলি করি , আর মাথাটা বারান , এই নেন আশীর্বাদ দিলাম ।

      @ইশতিয়াক: কিছু মনে কইরেন না ভাই +++ আপনি একটা মাল ভাই 😀 === আপনারে ভালা লাগছে 😀

        @জাহিদুল ইসলাম: হি হি হি আপনে এইডা কি কইলেন আমি মাল , আহ হা রে ভাই আমি আপ্নারে ভাল লাগিয়াছিল বলিয়া বেসামাল হইয়া ২ ৪ খানা মনের কথা কহিয়া আজ আমি আপনার কাছে মাল আহারে মাল হইয়া গেলাম , এই প্রশংসা আমার জন্য না ভাই , এই প্রশংসা আমাদের ইকনমির মাল কাকাদের জন্য, আমি অতিব নগণ্য , আজকে এ পর্যন্ত রাইখা দিলাম ভাই , দোয়া করেন , আর দোয়া লন …।

        @জাহিদুল ইসলাম: আহ হা রে ভাই আমি কি কইলাম বুঝেন নাই ? আমি বললাম প্রশংশা টা মাল কাকাদের জন্য আমার মত নগন্ন দের জন্য নহে , আমি মাল না রে ভাই , মাল ই শুধু মাল , আমি মাল কাকার কাজ দেইখা কামাল হ গেয়া ভাই , কিছু মনে কইরেন না , আমি কিন্তু একটু এই দিকে জরিত আছিলাম , আপনে কি আছেন নাকি ? আসেন আবার কোলাকুলি করি আর দেন ভাই কপাল টা দেন এই নেন দিলাম ভাই …।

ডাউনলোড লিঙ্ক তো কাজ করে না রে ভাই 🙁

এখন আবার কাজ হইল, কিন্তু সেদিন হইল না ক্যান বুঝলাম না!! 😛 ডাউনলোড করলাম, প্যাচ ও কাজ করসে ঠিকমত। ধন্যবাদ 🙂

@Askqsh Khan: আপনার কি স্পাম্মিং করা ছাড়া আর কোনও কাজ নাই ?

@Askqsh Khan: ভাই আপনি এইগুলা নিয়া এক খান জোশ টিউন করেন , খামাখা আরেক জনের টিউনের ভিতর কেন এইটা করলেন রে ভাই , আপনে ইহা টিউন এ ট্র্যান্সফার করেন জলদি , নইলে ইহা গেল বইলা ………