সীডবক্স SeedBox সম্পর্কে জানুন! আপনিও পারবেন!

(আপনার টরেন্ট এর সাধারণ টার্মগুলো {সীড,লীচ,রেশিও} সম্পর্কে জানেন মেনে এই লেখা লিখছি )

আমরা অনেকেই ডাইরেক্ট লিংক এর মাধ্যমে মুভি ডাউনলোড করতে পছন্দ করি,অনেকে আবার টরেন্ট এর মাধ্যমে ডাউনলোড করতে বেশি পছন্দ করেন। কিন্তু ২ পদ্ধতিরই সুবিধা অসুবিধা আছে। ডাইরেক্ট লিংক এর মাধ্যমে ডাউনলোড করলে মাঝে মাঝে দেখা যায় লিংক ডিলিট হয়ে গেছে বা লিংক সরিয়ে নেয়া হয়েছে। তখন তো মাথায় হাত পরে,বিশেষ করে যদি কেউ ডাউনলোড এর শেষ প্রান্তে থাকেন। টরেন্ট এ এই অসুবিধা নেই। আপনি যতক্ষণ ইচ্ছে,যতদিন ইচ্ছে সময় নিয়ে ডাউনলোড করতে পারবেন। লিংক এক্সপায়ার হওয়ার কোনো ব্যাপার নেই এখানে।

কিন্তু আপনার ডাউন লোড নির্ভর করবে এভেলেবল সীড কাউন্ট এর উপর। সীড বেশি,বেশি স্পিড পাবেন (অবশ্যই আপনার আইএসপি এর নির্ধারিত স্পিড এর বেশি নয়,যদিনা আপনি আপনার আইএসপি এর টরেন্ট সার্ভার ইউজ করেন ),সীড কম স্পিড কম পাবেন। কত কম পাবেন তা আবার লীচ কাউন্ট এর উপর নির্ভর করে।

এই সকল অসুবিধা দূর করতে আপনার জন্য আছে সীডবক্স সিস্টেম। এখানে আপনাকে নির্দিষ্ট পরিমান স্পেস এসাইন করে দেয়া হবে নির্দিষ্ট টাকার বিনিময়ে। এই সীডবক্স সার্ভার ইউজ করে আপনি আপনার প্রয়োজনীয় টরেন্ট ফাইল কে ফুল স্পিড এ সীড করতে পারবেন(সীড বক্স সার্ভার এ ডাউন লোড হয়ে যাবার পর),সীড কম থাকা সত্ত্বেও। কারণ তখন সীডবক্স সার্ভার আপনার জন্য টরেন্টটি সীড করবে।

আপনি আপনার জন্য বরাদ্দ স্পেস ব্যবহার করতে পারবেন আপনার টরেন্ট এর মাধ্যমে ডাউনলোড করা ফাইল গুলো রাখার মাধ্যমে। আপনার ট্রাফিক থাকবে আনলিমিটেড। এর জন্য মাসিক একটা ফী পে করতে হবে। কত টাকা পে করতে হবে তার পরিমান নির্ভর করে আপনি কত স্পেস এর সীডবক্স নিয়েছেন তার উপর।

এখন আসি কি কি ধরনের সীডবক্স আছে?

সাধারণত একটি সীডবক্স সার্ভার আপনাকে নির্দিষ্ট ডিস্ক স্পেস বরাদ্দ দেয় এবং তার জন্য মাসিক একটা ফী পে করতে হয়। আপনারা সবাই মোটামুটি filestream.me ,zbigz এর ব্যাপারে জানেন। এগুলোও এক ধরনের সীডবক্স। কন্তু এগুলো আপনার জন্য নির্দিষ্ট ভাবে সীড করবে না এবং মোটামুটি সীড রেশিও ১,২ হলে সীড বন্ধ করে দিবে। এখানে আপনি সীড রেশিও কন্ট্রোল করতে পারবেন না। এগুলো মূলত এইচটিটিপি বেজড সীডবক্স। আমার মনে হয় বেশির ভাগ মেম্বার এসব ওয়েবসাইট সম্পর্কে অবহিত। তাই আজকে এই টাইপ এর সীডবক্স নিয়ে কথা বলবনা। যদি কারো প্রয়োজন হয়,তাহলে টিউমেন্ট এ বললে একদিন এগুলো নিয়ে বিস্তারিত লেখব। যাই হোক আজকে কথা হবে justseed.it নিয়ে। এই সীড বক্স যদিও এখনো বেটা পর্যায়ে আছে তবুও মোটামুটি কোনো প্রবলেম হয়নি এই ওয়েবসাইট ইউজ করতে। এরা আপনাকে ফ্রি রেজিষ্ট্রশন করতে দেবে। এরপর আপনি ফ্রি ২০ গিগাবাইট ট্রাফিক পাবেন। যা আপনি খরচ করতে পারবেন :

  • ১ (সীড করার জন্য)
  • ২ (আপনার টরেন্টটি সার্ভার এ লীচ করার জন্য )
  • ৩ (এইচটিটিপি ডাউনলোড এর জন্য ) (শুধুমাত্র পেইড মেম্বারদের জন্য )

আপনারা অনেকেই হয়ত বলবেন যদি এইচটিটিপি ডাউনলোড শুধুমাত্র পেইড মেম্বারদের জন্যই হয় তো কেন আমি এটা নিয়ে লেখলাম ?

কারণ:

  • ১ (আপনার ট্রাফিক শেষ না হওয়া পর্যন্ত এদের সার্ভিস ব্যবহার করতে পারবেন,কোনো মাসিক ফী নেই !)
  • ২ (এদের সার্ভিস চার্জ যথেষ্ট কম। ২০০ গিগাবাইট ট্রাফিক 0.99 $ , ১ টেরাবাইট 3.99 $ এবং ২ টেরাবাইট 6.99 $ )
  • ৩ (কোনো ডিস্ক স্পেস লিমিটেশন নেই। ডিস্ক স্পেস ভার্চুয়ালি আনলিমিটেড { বাট এরা প্রায় ৭-১৪ দিন পরপর ক্রমানয়ে অব্যবহৃত ফাইল গুলো ডিলিট করে দেয় } )
  • ৪ (আপনি ইচ্ছে করলে সীড রেশিও কমিয়ে দিতে পারবেন। ফলে আপনি যদি শুধু এইচটিটিপি ডাউনলোড করেন তাহলে আপনার ট্রাফিক বাঁচবে )
  • ৫(আপনার রেফারেল লিংক এর মাধ্যমে কেউ সাইন আপ করলে আপনি আরো ২০ জিবি ট্রাফিক পাবেন )

আপনারা যদি এদের পেইড সার্ভিস ইউজ না করেন তাহলে এদের ফ্রি সার্ভিস থেকে আপনার প্রয়োজনীয় টরেন্ট ফাইল টি আপনার জন্য সীড করাতে পারবেন ফুল স্পিড এ।

আপনারা কেউ যদি এদের পেইড সার্ভিস গ্রহণ করে ,মনে রাখবেন যে আপনি আপনার জন্য বরাদ্দকৃত ট্রাফিক এর মাত্র অর্ধেক ডাউনলোড করতে পারবেন,বাকিটুকু ব্যাবহৃত হবে টরেন্ট ফাইলটি লীচ করার জন্য।

justseed.it এর শুধুমাত্র পেইড মেম্বাররা ডাইরেক্ট ডাউনলোড এর সুবিধা পাবেন।বাকিরা শুধু  ফাইলটি সীড করতে পারবেন।এটা ফ্রি মেম্বারদের কাজে লাগবে যখন আপনারা নির্দিষ্ট  টরেন্ট এ  স্পিড পাবেন।তখন ওদের ওয়েবসাইট এ টরেন্টটি আপলোড করে দিলে ওরা ফুল স্পিড এ সীড করবে।ফ্রি তে ডাইরেক্ট এইচটিটিপি ডাউনলোড এর জন্য filestream.me এর পাশাপাশি টিউন এর শেষে দেখানো লিংক গুলো ফলো করুন।

ধরুন আপনি একটা ১ জিবি এর ফাইল সীডবক্স এ ডাউনলোড এর জন্য দিয়েছেন। ফলে ওই ফাইল টি লীচ করতে খরচ হবে ১জিবি ট্রাফিক,এবং আপনি যদি ওটা এইচটিটিপি ডাউনলোড করেন তাহলে খরচ হবে আরো ১ জিবি। (যদি আপনি কোনো প্রকার সীড না করেন। সীড করলে আরো বেশি ট্রাফিক খরচ হবে। কতটুকু খরচ হবে তা আপনি সীড রেশিও এর মাধ্যমে নির্ধারণ করতে পারবেন ) আপনি পেপাল এর মাধ্যমে এদের সার্ভিস এর জন্য পে করতে পারবেন।

হয়ত কারো কারো কাছে প্রক্রিয়াটা একটু জটিল লাগতে পারে। তবে কেউ যদি হেভি ডাউনলোডার হয়ে থাকেন তখন আশা করি এটা তাদের কাজে লাগবে।

মাঝে মাঝে এদের লীচিং স্পিড একটু কমে যায়। তা নিয়ে চিন্তার তেমন কিছু নেই।

filestream.me এবং zbigz এর মত আরো কিছু ওয়েবসাইট

  • ১। Epicshare.net ( এখানেও আপনি আপনার টরেন্ট ফাইলটি লীচ করতে পারবেন। আমি এখন পর্যন্ত এখানে কোনো লিমিটেশন পাইনি। তবে এদের লীচিং স্পিড বেশ কম। আপনারা ব্যবহার করে দেখতে পারেন )
  • ২। yur.me (এটা filestream.me এর মত। আপনার জন্য বরাদ্দ স্পেস ৫ জিবি। তবে আপনি ওয়েবসাইট এর লিংক এর মাধ্যমে আপনার ফেইসবুক অথবা টুইটার এ ইনভিটেশন পাঠানোর মাধ্যমে স্পেস ৫ থেকে ১০.২ জিবি করতে পারবেন। filestream.me এর সাথে এর পার্থক্য হলো filestream.me ৩ দিন পরে ফাইল ডিলিট করে দেয়। yur.me তে আপনার ফাইল পসিবলি ১ মাসের মত থাকবে। এখানেও আপনি filestream.me এর মত সর্বোচ্চ ৫ জিবি ফাইল ডাউনলোড করতে পারবেন )

আমি filestream.me এর বেসিক সার্ভিস ৩ মাসের জন্য নিয়েছি। এটা শেষ হলে justseed.it এর ২ টেরাবাইট এর প্যাকেজটা নিব। কোনো প্রকার প্রশ্ন থাকলে টিউমেন্ট দিতে ভুলবেননা ! চেষ্টা করব যথাসাধ্য হেল্প করার, আর না পারলে টেকটিউনসের অন্যরা তো আছেই !

বি.দ্র : লেখাটি পূর্বে মুভি লাভারজ্ পোলাপাইন গ্রুপ এ প্রকাশিত।

Level New

আমি Imdadul Haque Munna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks a lot for this share. keep it up!

আপনাদের কাজে লাগলেই খুশি হব।

Level 0

আপনার টিউনের জন্য ধন্যবাদ।

justseed দিয়ে কি ‘ডেড টরেন্ট’ মানে টরেন্ট ক্লায়েন্ট বা টরেন্ট টু ডিরেক্ট কোন সাইটের মাধ্যমেও যেগুলাকে ডাউনলোড করা দু:সাধ্য ব্যাপার সেগুলাকে সীডিং করে পরে অন্য সাইট বা টরেন্ট ক্লায়েন্ট দিয়ে সহজে ডা্‌উনলোড করা যাবে ? নাকি ?

আরেকটা প্রশ্ন,জাষ্টসীড এ টরেন্ট ক্লায়েন্ট কোনটা সিলেক্ট করবো, justseed/delug ? দুইটাতে কি আলাদা সুবিধা ?

    @Mobstar: আপনার টরেন্ট এ যদি একজন সীডারও সীড করে তাহলে একসময় ফাইলটা পেয়ে যাবেন।তারপর আপনি যদি পেইড মেম্বার হন তাহলে ডিরেক্ট আইডিএম দিয়ে ডাউনলোড দিতে পারবেন।বাট কোনো সীডার থাকলে তা হবেনা।টরেন্ট ক্লায়েন্ট justseed/delug যে কোনো একটা সিলেক্ট করলেই হবে।

Level 0

default ratio কত দিলে ভাল হয়?

    @bivaraaz: আপনি যদি পেইড একাউন্ট ব্যবহার করেন তো ডিফল্ট রেশিও যত কম পারেন দিবেন।পারলে ০.০০০০০০০১ এরকম।তাহলে সীড করার জন্য আপনার ব্যান্ডউইডথ খরচ হবেনা।

Level 0

Munna ভাই আপনার সাথে কথা বলতে চাই । যদি আপনার ফোন নাম্বার দেন তাহলে ভাল হয় অথবা facebook id.আমার facebook id arfahim7 এবং ফোন নাম্বার 01670767676

Level 0

ডাউনলড করবো কিভাবে?

    @bivaraaz: আপনি ফ্রি একাউন্ট এ ডাইরেক্ট ডাউনলোড পারবেননা।এটা মূলত আপনি ব্যবহার করবেন যখন কোনো টরেন্ট এ স্পিড খুব পাবেন তখন।ধরুন আপনি কোনো টরেন্ট এ স্পিড কম পাচ্ছেন।তখন আপনি আপনার টরেন্ট ফাইলটা এখানে আপলোড করে দিলে ওরা ফুল স্পিড এ সীড করবে। তবে পেইড একাউন্ট এ আপনি ডাইরেক্ট ডাউনলোড এর সুবিধা পাবেন।

    @bivaraaz: ফ্রি ডাইরেক্ট ডাউনলোড এর জন্য আপনি টিউন এর শেষে দেখানো ওয়েবসাইট গুলো ব্যবহার করতে পারেন।

Level 0

ও ভাই আমি তো ফাইল আপলোড কইরা বইসা আছি…………ডাউনলোড করবো ক্যামনে? কোন লিঙ্ক ই তো খুইজা পাইনা……………এইভাবে অর্ধেক টিউন দিয়া আমাগোরে পঙ্গু বানান ক্যান? আওয়াজ দেন…………বড়ই কষ্ট পাইলাম

    @bivaraaz: আপনি ফ্রি একাউন্ট এ ডাইরেক্ট ডাউনলোড পারবেননা।এটা মূলত আপনি ব্যবহার করবেন যখন কোনো টরেন্ট এ স্পিড খুব পাবেন তখন।ধরুন আপনি কোনো টরেন্ট এ স্পিড কম পাচ্ছেন।তখন আপনি আপনার টরেন্ট ফাইলটা এখানে আপলোড করে দিলে ওরা ফুল স্পিড এ সীড করবে। তবে পেইড একাউন্ট এ আপনি ডাইরেক্ট ডাউনলোড এর সুবিধা পাবেন।

      @মুন্না:ফ্রি ডাইরেক্ট ডাউনলোড এর জন্য আপনি টিউন এর শেষে দেখানো ওয়েবসাইট গুলো ব্যবহার করতে পারেন।

একটা টরেন্টবিডি-এর ইনভাইট দিব। বিনিময়ে Banglatorrents এর একটা ইনভাইট চাই। কেউ রাজী থাকলে বলেন? 😉

পুরাই আজাইরা বালের টিউন। Seed করলাম কিন্তু কই আমার Bittorent client দিয়া download speed তো বাড়লোনা মোটেই। কোন পরিবর্তন ই দেখলাম না। আগে যেরকম লুলা স্পীড ছিল এখনও তাই আছে। বিঃদ্রঃ 1mbps লাইনে ব্যাবহার করি কিনতু একটা torrent ফাইলের ডাউনলোড স্পীড পাচ্ছি মাত্র 3 KBPS তাই আপনার SEEDBOX যাদুর বাক্স দিয়া seed করলাম আর ফলাফল । যেই লাউ সেই কদু। আজাইরা এইসব বাল মার্কা পোস্ট কইরা মেজাজ খারাপ করেন ক্যান?????

    @wp.engineer2: আপনাকে তো ওয়ার্কিং ট্র্যাকার গুলো আপনার টরেন্ট এ অ্যাড করতে হবে।আপনার টরেন্ট এ যদি ট্র্যাকার যথেষ্ট না থাকে তো সীডবক্স এর টরেন্ট থেকে ট্র্যাকার অ্যাড করে নিন।আর ভালো করে দেখে নিন আপনার টরেন্ট এ সীড কয়টা আর লীচ কয়টা।তারপর এসে উল্টাপাল্টা কমেন্ট করুন।

      @মুন্না: উলটা পালটা কমেন্ট যদি করে থাকি তাহলে তার জন্য আপনার অর্ধেক টিউনই দায়ী। আপনার টিউন পড়ে যে কেউ মনে করবে SeedBox দিয়ে seeding শুরু করলেই Download Pseed বেড়ে যাবে, আর কিছু করা লাগবেনা। আসলে সমস্যা আমার বোঝার মাঝে না সমস্যা আপনার টিউননটা detailed না হওয়াটা। আপনার টিউনের কোন জায়গায় কি আপনি বলেছেন যে “আপনাকে তো ওয়ার্কিং ট্র্যাকার গুলো আপনার টরেন্ট এ অ্যাড করতে হবে।আপনার টরেন্ট এ যদি ট্র্যাকার যথেষ্ট না থাকে তো সীডবক্স এর টরেন্ট থেকে ট্র্যাকার অ্যাড করে নিন।” সে যাই হোক এখন দয়াকরে বলে দিন কিভাবে ওয়ার্কিং ট্র্যাকার গুলো আপনার টরেন্ট এ অ্যাড করতে হবে। Plz help করেন।

        @wp.engineer2: আমি তো এই টিউন এ ওয়েবসাইট তা কিভাবে ব্যবহার করতে হবে সেটা নিয়ে তো কিছুই বলিনি।আমি জাস্ট আপনাদেরকে ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দিয়েছি।এটা কিভাবে ব্যবহার করবেন তা পাঠকের উপর বর্তাবে।যাই হোক আপনি সীডবক্স এ টরেন্ট এড হওয়ার পর যখন স্টেটাস ১০০ % হবে,তারপর আপনি টরেন্ট এর বামপাশে দেখবেন info | files | trackers | peers | delete এগুলো লেখা আছে।সেখান থেকে যেই ট্র্যাকার গুলোর পাশে সীডার লীচার দেখছে সেই ট্র্যাকার ইউআরএল গুলো একটা একটা করে কপি করে ইউটরেন্ট এ অ্যাড করে দিন।ইউটরেন্ট এ ট্র্যাকার অ্যাড করার জন্য আপনার টরেন্ট এ ডাবল ক্লিক করে প্রতিটি ইউআরএল পেস্ট করুন মাঝে এক লাইন ফাকা রেখে।তারপরও যদি না হয় তাহলে আপনার টরেন্ট ফাইলএর সীডার এবং লীচার কাউন্ট দেখুন।যদি দেখেন যে সীডার এর বিপরীতে লীচার খুব বেশি তাহলে সীডবক্স কে পর্যাপ্ত সীড করতে দিন।তারপর আবার ইউটরেন্ট ট্রাই করুন।তবুও যদি না হয় তাহলে আপনার টরেন্ট লিংক টি আমাকে দিন,দেখি কি করতে পারি ।

          @মুন্না: ভাই আপনিতো আবার ও একটা ভুল কথা বললেন। মানলাম যে আপনার উদ্যেশ্য একটা সাইটের সাথে পরিচয় করিয়ে দেয়া তার ব্যাবহার সেখানো নয়। এখন আপনি এখানে এমন একটা সাইটের সাথে পরিচয় করিয়ে দিলেন যা প্রায় সবার কাছে নতুন কিছু, তাই এটার ব্যবহার বিধিটাও একটু ব্যাখ্যা করা কি আপনার উচিত ছিল না? এখন যদি আপনি আমাদের একটা মুভি ডাউনলোড সাইটের সাথে পরিচয় করিয়ে দিতেন তাহলে কথা আলদা ছিল। কারণ আপনি নিশ্চয়ই একটা মুভি ডাউনলোড সাইটের সাথে পরিচয় করিয়ে আবার তার ব্যাবহার সেখাবেন না যেমনঃ ডাউনলোড করতে এইখানে যান। এই পেইজে ক্লিক করেন, তারপর ওকে দিন etc etc. কিনতি এই টিউনে আপনি একটা ভিন্ন কিছুর হদিস দিলেন তাই এর ব্যাবহারটাও আরো ভাল করে দিলে ভাল হোত না কি? যাই হোক ধন্যবাদ আপনার ট্রিক্স এক্ষুনি apply করে জানাচ্ছি দেখি কায করে কিনা। আবারও ধন্যবাদ।

          @মুন্না: ভাই খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আসলেই আজাইরা জিনিস কোন লাভ হয় নাই। মাফ চাই ভাই। পুরাই বাল। 🙁

apnar torrent linka ta den.dekhi amar ki hoy.

    @মুন্না: এই হল আমার Torrent এর magnet link এটা MaxPayne 3 PC version 26 GB 🙁

    magnet:?xt=urn:btih:5VH23FNUZMSAG6CYEMPXSMCGYCPF5KDS&dn=Max.Payne.3-RELOADED&tr=udp%3A%2F%2Fopen.demonii.com%3A1337&tr=udp%3A%2F%2Ftracker.justseed.it%3A1337&tr=udp%3A%2F%2Ftracker.ccc.de%3A80&tr=udp%3A%2F%2Ftracker.openbittorrent.com%3A80&tr=udp%3A%2F%2Ftracker.publicbt.com%3A80&tr=udp%3A%2F%2Ftracker.istole.it%3A80

    @মুন্না:
    এই হল আমার Torrent এর magnet link এটা MaxPayne 3 PC version 26 GB 🙁

    http://thepiratebay.sx/torrent/7320323/Max_Payne_3-RELOADED

      @wp.engineer2: আপনাকে কি যে বলব বুঝতে পারছিনা।আমি উপরে বলে দিয়েছি যে ফ্রি একাউন্ট এ সর্বোচ্চ ট্রাফিক পাবেন ২০ গিগাবাইট।বাট আপনি ডাউনলোড করতে দিয়েছেন ২৬ গিগাবাইট।এটাত ওদের সার্ভারেই ডাউনলোড হয়নি,সীড করবে কিভাবে ?

        @মুন্না: এইসব পাগল ছাগল কে কিছু বলে লাভ নাই, এরা নিজের দোষ চোখে দেখে না আর দেখলেও স্বীকার করবে না। ভদ্রতা আর বিনয় বলতে এদের কিছুই নাই।

          @Khorshed Alam: ভালো বলেছেন।

          @Khorshed Alam: ও তাই? তুমি কোঙ্খানকার ভদ্রপোলা! তুমিতো পাওরলে তোমার মাকেও চুদতা । কয়টা মাইয়ার লাইফ নষ্ট করছ , আর তুমি কিনা TT তে আইসা ভদ্রতার মুখোস পর? তোমার আসল পরিচয় আর কেউ না জানুক আমিতো জানি। আরে সত্য স্বীকার করার সাহস ও নাই আবার বেশি কথা কয় শালা মাদারচোদের বাচ্চা।

আপনি এখানে এরকম টিউমেন্ট দিচ্ছেন কেন ? লীচিং মানে জানেন ? আপনার ২৬ জিবি ফাইল তো ওরা লীচই করেনি।সার্ভার এ তো রাখবে পরে।সীড তো আরো দুরের কথা !

    @মুন্না: ভাই, আসুন আমরা সবাই মিলে, wp.engineer2 বেয়াদবকে TT থেকে লাথি দিয়ে বের করে দি ।