(আপনার টরেন্ট এর সাধারণ টার্মগুলো {সীড,লীচ,রেশিও} সম্পর্কে জানেন মেনে এই লেখা লিখছি )
আমরা অনেকেই ডাইরেক্ট লিংক এর মাধ্যমে মুভি ডাউনলোড করতে পছন্দ করি,অনেকে আবার টরেন্ট এর মাধ্যমে ডাউনলোড করতে বেশি পছন্দ করেন। কিন্তু ২ পদ্ধতিরই সুবিধা অসুবিধা আছে। ডাইরেক্ট লিংক এর মাধ্যমে ডাউনলোড করলে মাঝে মাঝে দেখা যায় লিংক ডিলিট হয়ে গেছে বা লিংক সরিয়ে নেয়া হয়েছে। তখন তো মাথায় হাত পরে,বিশেষ করে যদি কেউ ডাউনলোড এর শেষ প্রান্তে থাকেন। টরেন্ট এ এই অসুবিধা নেই। আপনি যতক্ষণ ইচ্ছে,যতদিন ইচ্ছে সময় নিয়ে ডাউনলোড করতে পারবেন। লিংক এক্সপায়ার হওয়ার কোনো ব্যাপার নেই এখানে।
কিন্তু আপনার ডাউন লোড নির্ভর করবে এভেলেবল সীড কাউন্ট এর উপর। সীড বেশি,বেশি স্পিড পাবেন (অবশ্যই আপনার আইএসপি এর নির্ধারিত স্পিড এর বেশি নয়,যদিনা আপনি আপনার আইএসপি এর টরেন্ট সার্ভার ইউজ করেন ),সীড কম স্পিড কম পাবেন। কত কম পাবেন তা আবার লীচ কাউন্ট এর উপর নির্ভর করে।
এই সকল অসুবিধা দূর করতে আপনার জন্য আছে সীডবক্স সিস্টেম। এখানে আপনাকে নির্দিষ্ট পরিমান স্পেস এসাইন করে দেয়া হবে নির্দিষ্ট টাকার বিনিময়ে। এই সীডবক্স সার্ভার ইউজ করে আপনি আপনার প্রয়োজনীয় টরেন্ট ফাইল কে ফুল স্পিড এ সীড করতে পারবেন(সীড বক্স সার্ভার এ ডাউন লোড হয়ে যাবার পর),সীড কম থাকা সত্ত্বেও। কারণ তখন সীডবক্স সার্ভার আপনার জন্য টরেন্টটি সীড করবে।
আপনি আপনার জন্য বরাদ্দ স্পেস ব্যবহার করতে পারবেন আপনার টরেন্ট এর মাধ্যমে ডাউনলোড করা ফাইল গুলো রাখার মাধ্যমে। আপনার ট্রাফিক থাকবে আনলিমিটেড। এর জন্য মাসিক একটা ফী পে করতে হবে। কত টাকা পে করতে হবে তার পরিমান নির্ভর করে আপনি কত স্পেস এর সীডবক্স নিয়েছেন তার উপর।
সাধারণত একটি সীডবক্স সার্ভার আপনাকে নির্দিষ্ট ডিস্ক স্পেস বরাদ্দ দেয় এবং তার জন্য মাসিক একটা ফী পে করতে হয়। আপনারা সবাই মোটামুটি filestream.me ,zbigz এর ব্যাপারে জানেন। এগুলোও এক ধরনের সীডবক্স। কন্তু এগুলো আপনার জন্য নির্দিষ্ট ভাবে সীড করবে না এবং মোটামুটি সীড রেশিও ১,২ হলে সীড বন্ধ করে দিবে। এখানে আপনি সীড রেশিও কন্ট্রোল করতে পারবেন না। এগুলো মূলত এইচটিটিপি বেজড সীডবক্স। আমার মনে হয় বেশির ভাগ মেম্বার এসব ওয়েবসাইট সম্পর্কে অবহিত। তাই আজকে এই টাইপ এর সীডবক্স নিয়ে কথা বলবনা। যদি কারো প্রয়োজন হয়,তাহলে টিউমেন্ট এ বললে একদিন এগুলো নিয়ে বিস্তারিত লেখব। যাই হোক আজকে কথা হবে justseed.it নিয়ে। এই সীড বক্স যদিও এখনো বেটা পর্যায়ে আছে তবুও মোটামুটি কোনো প্রবলেম হয়নি এই ওয়েবসাইট ইউজ করতে। এরা আপনাকে ফ্রি রেজিষ্ট্রশন করতে দেবে। এরপর আপনি ফ্রি ২০ গিগাবাইট ট্রাফিক পাবেন। যা আপনি খরচ করতে পারবেন :
আপনারা অনেকেই হয়ত বলবেন যদি এইচটিটিপি ডাউনলোড শুধুমাত্র পেইড মেম্বারদের জন্যই হয় তো কেন আমি এটা নিয়ে লেখলাম ?
আপনারা যদি এদের পেইড সার্ভিস ইউজ না করেন তাহলে এদের ফ্রি সার্ভিস থেকে আপনার প্রয়োজনীয় টরেন্ট ফাইল টি আপনার জন্য সীড করাতে পারবেন ফুল স্পিড এ।
আপনারা কেউ যদি এদের পেইড সার্ভিস গ্রহণ করে ,মনে রাখবেন যে আপনি আপনার জন্য বরাদ্দকৃত ট্রাফিক এর মাত্র অর্ধেক ডাউনলোড করতে পারবেন,বাকিটুকু ব্যাবহৃত হবে টরেন্ট ফাইলটি লীচ করার জন্য।
justseed.it এর শুধুমাত্র পেইড মেম্বাররা ডাইরেক্ট ডাউনলোড এর সুবিধা পাবেন।বাকিরা শুধু ফাইলটি সীড করতে পারবেন।এটা ফ্রি মেম্বারদের কাজে লাগবে যখন আপনারা নির্দিষ্ট টরেন্ট এ স্পিড পাবেন।তখন ওদের ওয়েবসাইট এ টরেন্টটি আপলোড করে দিলে ওরা ফুল স্পিড এ সীড করবে।ফ্রি তে ডাইরেক্ট এইচটিটিপি ডাউনলোড এর জন্য filestream.me এর পাশাপাশি টিউন এর শেষে দেখানো লিংক গুলো ফলো করুন।
ধরুন আপনি একটা ১ জিবি এর ফাইল সীডবক্স এ ডাউনলোড এর জন্য দিয়েছেন। ফলে ওই ফাইল টি লীচ করতে খরচ হবে ১জিবি ট্রাফিক,এবং আপনি যদি ওটা এইচটিটিপি ডাউনলোড করেন তাহলে খরচ হবে আরো ১ জিবি। (যদি আপনি কোনো প্রকার সীড না করেন। সীড করলে আরো বেশি ট্রাফিক খরচ হবে। কতটুকু খরচ হবে তা আপনি সীড রেশিও এর মাধ্যমে নির্ধারণ করতে পারবেন ) আপনি পেপাল এর মাধ্যমে এদের সার্ভিস এর জন্য পে করতে পারবেন।
হয়ত কারো কারো কাছে প্রক্রিয়াটা একটু জটিল লাগতে পারে। তবে কেউ যদি হেভি ডাউনলোডার হয়ে থাকেন তখন আশা করি এটা তাদের কাজে লাগবে।
মাঝে মাঝে এদের লীচিং স্পিড একটু কমে যায়। তা নিয়ে চিন্তার তেমন কিছু নেই।
আমি filestream.me এর বেসিক সার্ভিস ৩ মাসের জন্য নিয়েছি। এটা শেষ হলে justseed.it এর ২ টেরাবাইট এর প্যাকেজটা নিব। কোনো প্রকার প্রশ্ন থাকলে টিউমেন্ট দিতে ভুলবেননা ! চেষ্টা করব যথাসাধ্য হেল্প করার, আর না পারলে টেকটিউনসের অন্যরা তো আছেই !
বি.দ্র : লেখাটি পূর্বে মুভি লাভারজ্ পোলাপাইন গ্রুপ এ প্রকাশিত।
আমি Imdadul Haque Munna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks a lot for this share. keep it up!