আজকে আমি ছোট্রমনিদের জন্য ৪টি সফটওয়্যার দিব ।প্রথমটির নাম A1 Multiplication ।সাইজ 5.46mb ।এই সফটওয়্যারটি দিয়ে বিভিন্ন object এর মাধ্যমে বাচ্চারা খুব সহজভাবে 1-12 times table শিখতে পারবে ।ছবিটি দেখুন ।
২য় সফটওয়্যারটির নাম Alans_Math_by_HP । এটি সাইজে খুবই ছোট মাত্র 140kb ।কিন্তু দারুন কাজ করে ।এই softwareটির মাধ্যমে বাচ্চারা add, subtract, multiplication, division এর নিজেরাই নিজেদের test নিতে পারবে । softwareটি open করলে অনেকগুলো ফাইল পাবেন আপনি amath20 ফাইলটিতে ক্লিক করেই open করুন আর math provlem solve করতে দিন বাচ্চাদেরকে ।
৩য়টির নাম Fisher_Price_123_by_HP । এটি সাইজে একটু বড় ।10.8mb । বাচ্চাদের attraction এর জন্য খুব সুন্দরভাবে softwareটি সাজানো হয়েছে । Fisher_Price folder open করে setup file এ ক্লিক করে programme টি চালু করুন ।এমন একটি picture open হবে ।
ওরা তিনজন snacks shop, musicstation, postoffice এ job করে । snacks shop, musicstation, postoffice খুব সুন্দরভাবে সাজানো ।বিভিন্ন কিছু order এর মাধ্যমে অতি সহজে counting, add, subtract এর দারুন ধারনা দেওয়া হয় ।একটি একটি করে ক্লিক করুন আর দেখুন মজা । programme টি off করতে ctrl+q press করুন তাহলে programme টি close হয়ে যাবে ।
৪নাম্বার সফটওয়্যারটি হলো Kids_Having_Fun ।সাইজ মাত্র 1.42mb।
এটিতে shape, spelling, puzzle, add, paint, game দেওয়া আছে ক্ষুদে kids দের জন্য ।
আমি আপনাদের আগ্রহের উপরে বাচ্চাদের জন্য এই ৪টি software সংগ্রহ ও শেয়ার করলাম ।আশা করছি উপকৃত হবেন ।
“ধন্যবাদ সবাইকে”
আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............
অনেক দিন থেকে এ ধরনের জিনিসগুলো খুজছিলাম। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য। যদি আর কিছু থেকে থাকে তাহলে শেয়ার করবেন, বড়ই উপকার হবে।