ছোট্রমনিদের জন্য আর ও কয়েকটি প্রয়োজনীয় সফটওয়্যার…….(সংগ্রহ করুন)

 

 

আজকে আমি ছোট্রমনিদের জন্য ৪টি সফটওয়্যার দিব ।প্রথমটির নাম A1 Multiplication ।সাইজ 5.46mb ।এই সফটওয়্যারটি দিয়ে বিভিন্ন object এর মাধ্যমে বাচ্চারা খুব সহজভাবে 1-12 times table শিখতে পারবে ।ছবিটি দেখুন ।

 

                      

                                                         

                                                    

 

                                    

                                                                

২য় সফটওয়্যারটির নাম Alans_Math_by_HP । এটি সাইজে খুবই ছোট মাত্র 140kb ।কিন্তু দারুন কাজ করে ।এই softwareটির মাধ্যমে বাচ্চারা add, subtract, multiplication, division এর নিজেরাই নিজেদের test নিতে পারবে । softwareটি open করলে অনেকগুলো ফাইল পাবেন আপনি amath20 ফাইলটিতে ক্লিক করেই open করুন আর math provlem solve করতে দিন বাচ্চাদেরকে ।

 

                          

 

                                            

                             

 

৩য়টির নাম  Fisher_Price_123_by_HP । এটি সাইজে একটু বড় ।10.8mb । বাচ্চাদের attraction এর জন্য খুব সুন্দরভাবে softwareটি সাজানো হয়েছে । Fisher_Price folder open করে setup file এ ক্লিক করে programme টি চালু করুন ।এমন একটি picture open হবে ।

 

                              

 

ওরা তিনজন snacks shop, musicstation, postoffice এ job করে । snacks shop, musicstation, postoffice খুব সুন্দরভাবে সাজানো ।বিভিন্ন কিছু order এর মাধ্যমে অতি সহজে counting, add, subtract এর দারুন ধারনা দেওয়া হয় ।একটি একটি করে ক্লিক করুন আর দেখুন মজা । programme টি off করতে ctrl+q press করুন তাহলে programme টি close হয়ে যাবে ।

 

                                                      

 

                                   

 

৪নাম্বার সফটওয়্যারটি হলো Kids_Having_Fun ।সাইজ মাত্র 1.42mb।

 

             

 

এটিতে shape, spelling, puzzle, add, paint, game দেওয়া আছে ক্ষুদে kids দের জন্য ।

 

                                              

আমি আপনাদের আগ্রহের উপরে বাচ্চাদের জন্য এই ৪টি software সংগ্রহ ও শেয়ার করলাম ।আশা করছি উপকৃত হবেন ।

 

                                                           “ধন্যবাদ সবাইকে”

                                                                 

Level New

আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক দিন থেকে এ ধরনের জিনিসগুলো খুজছিলাম। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য। যদি আর কিছু থেকে থাকে তাহলে শেয়ার করবেন, বড়ই উপকার হবে।

    উপকার হবে জেনে খুশী হলাম । ধন্যবাদ আপনাকে ।

৩টা ডাউনলোড করলাম।১০ মেগাবাইটের সফটওয়্যার টা কোন ভাবে ডাউনলোড হতে চাচ্ছে না, idm,google crome দিয়েও না, কিন্তু একই সময়ে বাকী সফটওয়্যার গুলো ভালভাবে ডাউনলোড হচ্ছে, যেইহোক আমি এটি অন্য সময় ডাউনলোড করার চেষ্টা করব, তখন সমস্যা হলে জানাব।
(প্রশ্নঃ আগের টিউনের ব্যাপারে বলছি, নোট প্যাড এ কি বাংলা লেখা যায় না? )

    অবশ্যই ডাউনলোড হবে চেষ্ঠা করে দেখবেন । আর নোটপ্যাড বাংলা ভাল support করেনা । ধন্যবাদ ।

Level 0

বাবুর বাবা হলে দ রকার হবে ………

    বাবা,চাচা,মামা,যেকোন সময়ে কাজে আসতে পারে । so……………….ধন্যবাদ ।

টেকটিউনস্ এ কিডসদের জন্য আলাদা বিভাগ খোলার সময় এসেছে। আপনাদের কি মনে হয়…………….

    Level 0

    সহমত….টেকটিউনস্ এর প্রতি অনুরোধ রইলো বিষয়টি নিয়ে ভাব বার। আর সবার প্রতি অনুরোধ বাবুদের নিয়ে আরো লিখবার…………….ধন্যবাদ ।

    একমত পোষণ করছি, দুজনের সাথেই একমত পোষণ করছি। হাজার হোক ভবিষ্যত প্রজন্ম বলে কথা। আর জানেনই তো, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত :)।
    তাদের সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলেরই নেওয়া উচিৎ।

    ধন্যবাদ আপনাদের সবাইকে আমি ও আপনাদের সাথে একমত । বড়দের পাশাপাশি শিশুরা ও যাতে digital শিক্ষায় শিক্ষিত হতে পারে সে চেষ্ঠাই আমাদের সবার থাকা উচিত ।

ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য কিন্তু Fisher Price 123.rar ডাউনলোড হয় না। সমাধান চাই।

Level 0

স্বপ্না শুভেছছা নিবেন,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ছোটমনিদের জন্য সফটওয়্যার দেওয়ায়।এখানে আমি নূতন , বড়দের জন্য সবাই টিউন করে । কিন্তু ছোটদের জন্য কতজন করে? আপনার জন্য আমি আললাহ্পাকের নিকট দোয়া করি আপনি যেন েসানামণিদের জন্য বেশী বেশী প্রয়োজনীয় সফটওয়্যার দিতে পারে।
ধন্যবাদ