এন্টিভাইরাস হিসেবে ক্যাস্পারস্ক্যাই অনেকের আস্থা অর্জন করেছে। এবার ক্যাস্পারস্ক্যাই নিয়ে এসেছে ভাইরাস রিমুভাল যা দ্বারা আপনার কম্পিউটার থেকে ভাইরাস রিমুভ করে আপনার কম্পিউটারকে সুরক্ষিত করবে। আপনার কম্পিউটারে যেন ভাইরাস প্রবেশ করতে না পারে সে জন্য তো কত চেষ্টাইতো করেন কিন্তু ভাইরাস কি পুরোপুরি ঠেকাতে পারেন 😛 আর সে জন্য আছে ভাইরাস রিমুভার... ক্যাস্পারস্ক্যাই ভাইরাস রিমুভারের কাজ হলো আপনার কম্পিউটারের লুকিয়ে থাকা ভাইরাসগুলো'কে রিমুভ করা।
Kaspersky Virus Removal Tool 2010 (Portable) সাথে Updater
আজকের এই টিউন'টি দ্বারা ভাইরাস রিমুভ করার জন্য দারুন এই সফটয়্যার'টির দিবো। সফটয়্যার'টি পোর্টেবল ভার্শনে তাই সিরিয়াল কী নিয়ে ভাবতে হবে না। নেই ইন্সটলের জামেলা .... এবং সাথে থাকছে আপডেটার যা দ্বারা আপনি নিয়মিত সফটয়্যার'টি কে আপডেট রাখতে পারেন। সফটয়্যার'টি নিয়মিত আপডেট রাখার জন্য ডাউনলোড করা ফাইলের ভেতর আপডেটার এ্যাপ্লিকেশন'টি চালু করুন।
সফটয়্যার'টি সর্ম্পকে আরো বিস্তারিত জানতে > Kaspersky Virus Removal Tools 2010 < এই লিঙ্ক'টি ভিজিট করতে পারেন।
নিচের ডাউনলোড লিঙ্ক থেকে এক্ষুনি নামিয়ে নিন সফটয়্যার'টি।
ধন্যবাদ সবাইকে............... সবাই ভালো থাকবেন।
সেই শুভ কামনায়…
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ধন্যবাদ।