আসসালামুআলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আজ টিউন করছি। তাহলে শুরু করা যাক,
যারা পিসিতে ইন্টারনেট ব্যবহার করেন তাদের কাছে DU Meter একটি অতি পরিচিত নাম। ইন্টারনেটের ডাউনলোড আর আপলোড স্পিড পরিমাপের জন্য এর চেয়ে ভালো সফটওয়্যার আর হয়না।
প্রথমে DUMeter Download করে নিন। এখান থেকে Crack Download করুন। স্বাভাবিকভাবে DUMeter ইন্সটল করুন। ইন্সটল শেষ হলে run না করে finish এ ক্লিক করে ক্লোজ করে দিন।
এরপর Task Manager ওপেন করে DUMeterSvc.exe এর প্রসেস End Task এ ক্লিক করে বন্ধ করুন। crack file দুটি C:\Program Files\DU Meter ফোল্ডার(যে ফোল্ডার এ ইন্সটল করেছেন) এ paste(Replace) করুন। DU Meter Launch করুন। Register এ গিয়ে আপনার নাম আর যেকোনো সিরিয়াল কী(১০-১২ টা বর্ণ ) দিন। উপভোগ করুন DU Meter Full version!!!!
ফেসবুকে আমি
আমি Golam Sarwar IU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই। কাজ হয়েছে।