তৈরী করুন নোকিয়া s40 সিরিজের থিম, নিজেই!

"আইফেনের থিম খুজছেন? কেন বানিয়ে ফেলছেন না? নিজেই বানান আইফেনের থিম!!!" টিউনটি দেখে আমি এই টিউনটি করছি। আমরা অনেকেই মোবাইলকে নিজের মত করে সাজাতে পছন্দ করি। Nokia series 40 Theme Studio দিয়ে খুব সহজে প্রফেসনাল লেভেলের থিম বানাতে পারি। এই সফটওয়্যারের মাধ্যমে একদম মনের মত করে থিম তৈরী করা যায়। এর সবচেয়ে বড় সুবিধা হল আপনি সাথে সাথে একদম মোবাইলের মত করে প্রীভিউ দেখে নিতে পারবেন। এতে আরও এমন সব অপশন পাবেন যা বলে শেষ করা সম্ভব নয়। তাই ভাল হবে আপনি নিজে ডাউনলোড করে দেখে নিন। আর হ্যাঁ এতে মেনু আইকন চেঞ্জ করা যায়। আসা করি আপনাদের ভাল লাগবে। এটি ১৪ দিনের ডেমো হিসাবে আসবে। আপনি চাইলে বিনামূল্যে রেজিস্ট্রেষন করতে পারেন এতে আপনি সিরিয়াল কী পেয়ে জাবেন। রেজিস্ট্রেষনের জন্য অপশন প্রোগ্রামটিতে দেয়া থাকবে। আর রেজিষ্ট্রেশ্রনের ঝামেলা করতে না চাইলে এখানে ক্লিক করে আমার আগের টিউনটি পড়ুন।
স্ক্রিনসট
থিম স্টুডিও ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন।

Level 0

আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টিউনটা ভালই হৈছে, তয় বানানের দিকটা একটু নজর দিয়েন।

ধন্যবাদ।

Level 0

ভাই আপনে লিখলেন যে নকিয়া সেটের থিম কিন্তু আমি তো তার কোন আলামত পেলাম না । টিউন করার আগে একটু ভেবে টিউন করবের । ধন্যবাদ

    জি ভাই, আমি ভেবে-চিন্তে টিউন করব এবং করিও। আপনিও দয়া করে কমেন্ট করার আগে টিউন ভাল ভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে ভাল ভাবে বুঝে ভেবে চিন্তে তার পর কমেন্ট করবেন।