● পিপস্ক্যাই অল-ইন-অল (পোর্টেবল) !!! এক সফটয়্যার দিয়েই সিডি বার্নিং, কপি, এডিও/ভিডিও এডিটিং, কনর্ভাট, রিপ…

Pepsky All-In-One ব্যবহার করেছেন কি? জোসসস্ একটি সফটয়্যার।

একটি সফটয়্যার দিয়ে আপনি সিডি/ডিভিডি বার্নিং, কপি, অডিও ভিডিও এডিটিং, র‌্যাপিং করতে পারবেন। এছাড়া আরো যুক্ত কিছু ফাংশন পাবেন সফটয়্যার'টি-তে... মুভি মেকার, কনর্ভাটার, সিডি মেকার ইত্যাদি। সফটয়্যার'টি পোর্টেবল তাই ব্যবহার করার ক্ষেত্রে কোন প্রকার সিরিয়াল কী প্রয়োজন হবে না।

বার্নিং :- সফটয়্যার'টি দিয়ে সিডি/ডিভিডি বার্ন করতে পারবেন। ডাটা, মিউজিক, ভিডিও, ইমেজ ডিস্ক, ডিভিডি ভিডিও বার্নিং করতে পারবেন।

কপি এবং রিপার :- খুব সহজেই সিডি/ডিভিডি কপি অথবা রিপ করা যায় সফটয়্যার'টি দিয়ে। অডিও সিডি থেকে MP3, WAV, WMA, AAC, AU, AIF, APE, VOC, FLAC, M4A, OGG. ইত্যাদি ফরমেটে কনভার্ট/রিপ করা যায়। ডিভিডি থেকে MPEG-4, ASF, AVI, DivX, XviD, FLV, WMV, RMVB এবং ভিডিও থেকে MP4, iPod, iPhone, PSP, Zune, and Mobile phone ইত্যাদি ফরমেটে কনভার্ট/রিপ করতে পারবেন। এছাড়া DVD9 (8.5G) থেকে DVD 5(4.5G) এ রিপ করতে পারবেন ছবির কোয়ালিটি বজায় রেখে।

মাল্টিমিডিয়া সেন্টার :- এখানে আপনি বিভিন্ন ফরমেটে ভিডিও/অডিও কনর্ভাট করতে পারবেন। ভিডিও ফাইলকে ইচ্ছেমত কাটতে এবং জোডা লাগাতে পারবেন। নরমালাইজ এমপিথ্রি-তে আপনার এমপিথ্রি ফাইল এডিট করতে পারবেন সাউন্ড কোয়ালিটি বাড়াতে কমাতে পারবেন।

টুলস্ :- আপনি tools অপশন থেকে রি-রাইটেবল সিডি/ডিভিডি থেকে ফাইল ডিলেট করতে পারবেন এবং ডিস্ককে খালি করে রাখতে পারবেন।

আরো বেশ কিছু অপশন পাবেন যা আপনার কাজ'কে আরো সহজ এবং দ্রুত করে দেবে :mrgreen: 😈

সফটয়্যার'টি Windows NT4/2000/2003/XP এবং Windows Vista তে সাপোর্ট করে।

আরো বিস্তারিত জানতে সফটয়্যার'টির "Home Page"  ভিজিট করতে পারেন।

মিডিয়াফায়ার লিঙ্ক <

Image

পোর্টেবল ভার্শনে Pepsky All-in-One Ver 5.1 সফটয়্যার'টি ডাউনলোড লিঙ্কে দেয়া আছে। তাই কোনপ্রকার সিরিয়াল কী'র জামেলা থাকবে না। নিশ্চিন্তে নামিয়ে নিন। 😈 😆

সবাই ভালো থাকবেন।

সেই শুভ কামনায়…

নাবিল

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নাবিল ভাই, আপনার কোন অনিচ্ছাকৃত ভুল হইচে নাকি? এই লিঙ্ক তা দেখেন তো techtunes{dot}com{dot}bd/download/tune-id/22895/

বস নাবিল, এটা নিয়ে তো আগে টিউন হইছে,,,,,,,,,,,,,,,!!!!!!

Level 0

নাবিল.আমিন ভাই, কিছু মনে করবে না আপনার কাজ থেকে এটা আশা করা যায় না
» প্রবাসী » ১৫ এপ্রিল, ২০১০ » 13 টি মন্তব্য » 589 বার দেখা হয়েছে
32.45 মেগাবাইটের সফটওয়্যারটি মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করুন এখান থেকেhttp://www.mediafire.com/?nyfkqo3qjwy
আর 2.41 মেগাবাইটের প্যাচ ফাইলটি ডাউনলোড করুন এখান থেকেhttp://www.mediafire.com/?wt4nwydoned

    প্রবাসী ভাইয়ের টিউনটা নোন পোর্টেবল আর নাবিল ভাই এর পোর্টেবল ভিন্যতা এখানে।ধন্যবাদ নাবিল ভাই পোর্টেবল সফটওয়্যারটির জন্য……….

শুধু এতটুকু বলতে চাই… আমি আগে জানতাম না এই সফটয়্যার নিয়ে টিউন করা হয়েছে 🙁