Pepsky All-In-One ব্যবহার করেছেন কি? জোসসস্ একটি সফটয়্যার।
একটি সফটয়্যার দিয়ে আপনি সিডি/ডিভিডি বার্নিং, কপি, অডিও ভিডিও এডিটিং, র্যাপিং করতে পারবেন। এছাড়া আরো যুক্ত কিছু ফাংশন পাবেন সফটয়্যার'টি-তে... মুভি মেকার, কনর্ভাটার, সিডি মেকার ইত্যাদি। সফটয়্যার'টি পোর্টেবল তাই ব্যবহার করার ক্ষেত্রে কোন প্রকার সিরিয়াল কী প্রয়োজন হবে না।
বার্নিং :- সফটয়্যার'টি দিয়ে সিডি/ডিভিডি বার্ন করতে পারবেন। ডাটা, মিউজিক, ভিডিও, ইমেজ ডিস্ক, ডিভিডি ভিডিও বার্নিং করতে পারবেন।
কপি এবং রিপার :- খুব সহজেই সিডি/ডিভিডি কপি অথবা রিপ করা যায় সফটয়্যার'টি দিয়ে। অডিও সিডি থেকে MP3, WAV, WMA, AAC, AU, AIF, APE, VOC, FLAC, M4A, OGG. ইত্যাদি ফরমেটে কনভার্ট/রিপ করা যায়। ডিভিডি থেকে MPEG-4, ASF, AVI, DivX, XviD, FLV, WMV, RMVB এবং ভিডিও থেকে MP4, iPod, iPhone, PSP, Zune, and Mobile phone ইত্যাদি ফরমেটে কনভার্ট/রিপ করতে পারবেন। এছাড়া DVD9 (8.5G) থেকে DVD 5(4.5G) এ রিপ করতে পারবেন ছবির কোয়ালিটি বজায় রেখে।
মাল্টিমিডিয়া সেন্টার :- এখানে আপনি বিভিন্ন ফরমেটে ভিডিও/অডিও কনর্ভাট করতে পারবেন। ভিডিও ফাইলকে ইচ্ছেমত কাটতে এবং জোডা লাগাতে পারবেন। নরমালাইজ এমপিথ্রি-তে আপনার এমপিথ্রি ফাইল এডিট করতে পারবেন সাউন্ড কোয়ালিটি বাড়াতে কমাতে পারবেন।
টুলস্ :- আপনি tools অপশন থেকে রি-রাইটেবল সিডি/ডিভিডি থেকে ফাইল ডিলেট করতে পারবেন এবং ডিস্ককে খালি করে রাখতে পারবেন।
আরো বেশ কিছু অপশন পাবেন যা আপনার কাজ'কে আরো সহজ এবং দ্রুত করে দেবে 😈
সফটয়্যার'টি Windows NT4/2000/2003/XP এবং Windows Vista তে সাপোর্ট করে।
আরো বিস্তারিত জানতে সফটয়্যার'টির "Home Page" ভিজিট করতে পারেন।
পোর্টেবল ভার্শনে Pepsky All-in-One Ver 5.1 সফটয়্যার'টি ডাউনলোড লিঙ্কে দেয়া আছে। তাই কোনপ্রকার সিরিয়াল কী'র জামেলা থাকবে না। নিশ্চিন্তে নামিয়ে নিন। 😈 😆
সবাই ভালো থাকবেন।
সেই শুভ কামনায়…
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নাবিল ভাই, আপনার কোন অনিচ্ছাকৃত ভুল হইচে নাকি? এই লিঙ্ক তা দেখেন তো techtunes{dot}com{dot}bd/download/tune-id/22895/