কেমন আছেন সবাই ? আশা করি বৈশাখী উৎসব সবাই নিশ্চয়ই ভালভাবে উদযাপন করেছেন । সাউদীতে কিন্তু হঠাৎ করে ভীষন কালবৈশাখী ঝড় হয়েছিল । তবু কালবৈশাখী উপেক্ষা করে সবাই মেতে উঠেছিল বৈশাখের অনুষ্ঠানে । আসলে বৈশাখ এমনই একটি উৎসব যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান সবাই একসাথে অনুষ্ঠানটি পালন করে ও শুরু করে নতুন আর ও একটি বছর ।
যাক কথা না বাড়িয়ে চলুন এবার মূল টিউনে । আমরা জানি run programme এর মাধ্যমে কমান্ড দিয়ে আমরা অনেক কাজ করতে পারি । কিন্তু এতগুলো কমান্ড মনে রাখা সম্ভব হয়ে উঠেনা ।
কিন্তু আপনি চাইলে ছোট একটি software এর সাহায্যে সব কমান্ডগুলো নিয়ন্ত্রন করতে পারেন খুব সহজেই । software টির সাইজ মাত্র 1.59 mb ,
এই software টিতে run এর অনেকগুলো কমান্ড দেওয়া আছে । যেমন:
>Calculator
>Certificates Management
>Charmap
>Compare files
>Computer Management
>Console
>Create virtual disk
>Delete virtual disk
>Desktop Settings
>Device Manager
>Disk Cleanup
>Error code
>Event Viewer
>Folder Sharing Management
>Game Controllers Settings
>Hardware Wizard
>Internet Explorer
>List of available Control Panel and MMC applets
>Local Group Policy Editor
>Local Security Policy
>Local User And Groups Manager
>Lookup domain
>Magnifier
>Management Concole
>Media Player
>Mouse Settings
>MS Access
>MS Excel
>MS Outlook
>MS PowerPoint
>MS Word
>Narrator
>New e-mail
>Notepad
>ODBC Data Source Administrator
>On-screen keyboard
>Open URL
>Paint
>Perfomance Monitor
>Phone and Modem Settings
>Ping
>Ping (infinite)
>Regional and Language Settings
>Registry Editor
>Remote Desktop Connection
>Scan and fix system intergrity
>Scan system file
>Security Center
>Service start
>Service stop
>Services Management
>Skype call
>Sound Settings
>System information
>System Properties
>Task Manager
>Telnet
>Time and Date Settings
>Verify system intergrity
>WMI Management
>Wordpad
এছাড়া ও আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আর ও কমান্ড add করতে পারেন । সেজন্য programme open করার পর file menu থেকে setting এ যেয়ে shortcut থেকে new তে ক্লিক করে add করে নিন আপনার প্রয়োজনীয় কমান্ডগুলো ।
software টি ইনস্টল শেষে কম্পিউটার restar করে programme টি চালু করুন । আর আপনার প্রয়োজনীয় command টিতে click করেই সেরে নিন দ্রুত আপনার কাজটি ।
আমার কাছে সবার জন্য এটি খুব কাজের সফটওয়্যার মনে হয়েছে তাই শেয়ার করলাম । আশা করি উপকৃত হবেন ।
"ধন্যবাদ সবাইকে"
আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............
শুকরান ভাইপি আপনাকে