আসসালামু অলাইকুম। সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। আজকে আপনাদের সাথে একটি ইউটিলিতি সফটওয়্যার শেয়ার করব।সফটওয়্যার টি অনেক কাজের। আমাদের পিসি তে অনেক সমস্যা হয়। আবার আমাদের অনেক ছোট ছোট জিনিস প্রয়োজন হয়। জা এই সফটওয়্যার
এর মধ্যে আমরা পাব।সফটওয়্যার টার নাম Raising PC Doctor.
যাই হোক কাজের কথায় আসি।
১। Audit:এর মাধ্যমে আপনি আপনার পিসির সাধারন যে সমস্যা গুলো হয় যেমন রেজিস্ট্রি কিলিন, বিভিন্নি জাঙ্ক ফাইল দূর করা , সিস্টেম এর রান টাইম বাড়ানো সহ অনেক অজানা সমস্যা সমাধান করা যায়। এ জন্য আপনি Audit এর ওপাড় ক্লিক করুন। Audit হবে এবং সমস্যা গুলো ফিক্স করে রিপিয়ার করার ম্যাসেজ দিবে। আপনি রিপিয়ার এর ওপাড় ক্লিক করলে আপনার সমস্যা গুলো রিপিয়ার করে সফটওয়্যার টি সে গুলো সমাধান করে দিবে।
২।Protectionঃএই Protection এর সব গুলো অপশন চালু করে রাখলে আপনার পিসির বিভিন্ন অংশ ভাইরাস সহ আরও কিছু সমস্যা থেকে রক্ষা পাবে।
৩।Anti-trojan:এর মাধ্যমে আপনের পিসিতে আলোচিত trojan ভাইরাস আছে কিনা তা পরীক্ষা করতে পারবেন এবং থাকলে ডিলিট করতে পারবেন।
৪।Leaks:এর মাধ্যমে আপনার windoes এ কোন সমস্যা থাকলে তা সমাধান করতে পারবেন। অর্থাৎ এর মাধ্যমে আপনার windoes এ কোন কিছু ডাউনলোড করার থাকলে তা ডাউনলোড হবে কোন কিছু রিপিয়ার করার থাকলে রিপিয়ার হবে।
৫।Repair: বুঝতে পারছেন এর মাধ্যমে সব সমস্যা রিপিয়ার করা হয়।
৬।Optimization:এর মাধ্যমে আপনার পিসি সব কিছু Optimization করতে পারবেন।
৭।expert Tools:এটা তেমন কিছু না । এই কম্পানির অন্য সব সফটওয়্যার এর নাম আর কি।
৮।Top Software::এটাও তেমন কিছু না। ৭ এর মতই।
এ ছাড়াও এর মাধ্যমে আপনি একটি সুন্দর নেট মিটার পাবেন। যে টা আপনাকে উপলোড এবং ডাউনলোড দেখেবে।
আবার আপনার পিসি স্টার্ট হতে কত সময় নেয় তা স্টার্ট আপ এর পর দেখাবে।
যাই হোক খুব বিস্তারিত লিখতে পারলাম না । কারন এর সাহায্যে অনেক কাজ করা যায় । যা বিস্তারিত লিখা সম্ভাব নয়। তবে এর আউট লুক সুন্দর হওয়া তে কাজ করা খুব সহজ। আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন।
তো আর কথা নয় এখন ডাউনলোড করে ব্যাবহার করুন আর কোন সমস্যা হলে জানাবেন।
Raising PC Doctor.
প্রথম প্রকাশ প্রযুক্তির ২৪ ঘণ্টা
আমি mony_pab। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আপনাকে।