Customized Hiren’s Boot -ট্রাবলশ্যুটিং এর জন্য একমাত্র সিডি, এখনি সংগ্রহ করুন

Customized Hiren's BootCD

Hiren’s BootCD যারা ব্যবহা করেছেন তারা জানেন এর কাজ কি বা একজন হার্ডওয়ার ইঞ্জিয়ারের কাছে এটি কতটা গুরুত্বপূর্ণ। এর Live Windows XP এবং DOS মোডের টুলগুলো একজন হার্ডওয়ার ইঞ্জিয়ারের সবসময়ের সাথী। আমি এই সিডি নিয়ে কাজ করছি আজকে অনেক দিন এবং আমার কাছে এই সিডি একজন দক্ষ হার্ডওয়ার ইঞ্জিয়ারের মত উপকারী। অসংখ্য ইউটিলিটি টুল থাকার পরও আমি এই সিডিতে নিত্য প্রয়োজনীয় আরো বেশ কটি টুল যুক্ত করে একে কাস্টমাইজ করেছি নিজের মত করে। আজকে এই সিডিটি আপনাদের জন্য উপহার দিচ্ছি।
.
উপরের স্ক্রীনশটে আপনারা সিডি’র মেন্যু দেখতে পাচ্ছেন। তারপরও এক পলকে দেখে নিই সিডিটিতে কি কি রয়েছে।
Mini XP Live: Hiren’s Boot CD 15.2 তে যে Mini XP রয়েছে এই সিডিতে সেটি পাওয়া যাবে। এটিLaptop বা Desktop এর জন্য বেশ কাজের। এটিতে প্রচুর ইউটিলিটি টুল রয়েছে। এটিতে PartitionWizard এর ভার্সন ৭ সংযুক্ত করা হয়েছে। এই পার্টিশান টুল নিয়ে ইতিপূর্বে DeletedPartition Recover সহ বেশ কয়েকটি পোষ্ট করেছি। টুলটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া 15.2 ভার্সনের Mini XP তে কি কি টুল রয়েছে তা এখানে দেখতে পারেন বিস্তারিত। এই ভার্সনে আমি সুন্দর একটি ওয়ালপেপার সেট করেছি যা সাধারণত HBCD 15.2 ভার্সনে নেই।
.
DOS Programs: Hiren’s Boot CD 10.5 এ যে DOS Programs রয়েছে এই সিডিতে তা রয়েছে। Hiren’s Boot CD 10.5 এ বেশ কিছু গুরুত্বপূর্ণ DOS Programs রয়েছে। এই ভার্সনটি আমার খুব প্রিয়। তাই এটি আমার Customize CD যুক্ত করেছি। এছাড়া 10.5 ভার্সনের DOS Programs এ কি কি টুল রয়েছে তা এখানে দেখতে পারেন বিস্তারিত।
.
Windows Password Manager: Windows XP, Vista, Seven এ লগ ইন পাসওয়ার্ড থাকলে Windows এ প্রবেশ করার জন্য পাসওয়ার্ড দরকার হয়। তাই পাসওয়ার্ড ভুলে গেলে ইউজারের বিপদ। এই ভুলে যাওয়া পাসওয়ার্ড মুছার জন্য খুব সহজ সমাধান রয়েছে এই সিডিতে। এই সিডিটি থাকলে একটিভ পাসওয়ার্ড চেঞ্জার, কন বুট দিয়ে আপনি পাসওয়ার্ড মুছার কাজটি খুব অল্প সময়ে করে নিতে পারেন। এই নিয়ে আমার ব্লগে একটি পোষ্ট আছে। এই লিংকে দেখতে পারেন। টুল দুটি যদিও Hiren’s Boot CD পাওয়া যায়। তবে ঐগুলো পুরাতন ভার্সন। আমি লেটেষ্ট ভার্সনই দিয়েছি যাতে পুরাতন ভার্সনের চেয়ে নতুন সুবিধা রয়েছে।
.
NTLDR Missing: Windows ব্যবহারকারীদের কাছে এই সমস্যাটি খুব পরিচিত। এই সমস্যা সমাধানের জন্য Hiren’s Boot CD তে NTLDR এর দুটি মেন্যু রয়েছে। আমি মেন্যু দুটি রেখে দিয়েছি। NTLDR Missing দেখালেও মেন্যু দুটি’র মাধ্যমে Windows Boot করানো যাবে।
.
MS DOS 6.22: MS DOS নিয়ে কাউকে পরিচয় করিয়ে দেয়ার দরকার নেই আশাকরি। MS DOS এর সর্বশেষ ভার্সন হলো 6.22। যাদের দরকার তাদের জন্য লেটেষ্টটা দিলাম।
.
এইচডিডি রিজেনারেটর: এই টুলটি Hiren’s Boot CD 10.5 এ রয়েছে, তবে পুরাতন ভার্সন। আমি লেটেষ্ট ভার্সনই দিয়েছি। এই টুলটিকে বলা হয় HDD Doctor। বিস্তারিত জানতে আমার এই পোষ্টটি থেকে ঘুরে আসতে পারেন।
.
EASEUS Partition Master: পার্টিশান সংক্রান্ত কাজের জন্য অতুলনীয় একটি টুল। আমার ব্লগে সংক্ষিপ্ত একটি পোষ্ট রয়েছে এটি নিয়ে। এখানে দেখতে পারেন।
.
Lazesoft Recovery Suite Home: বেশ কয়েকটি টুলের সমন্বয়ে এই টুলটি তৈরি করা হয়েছে। সাইজ অল্প। Free সহ এর কয়েকটি ভার্সন রয়েছে। এর Bootable CD দিয়ে ভালভাবে কাজ করা যায়। ফ্রী ভার্সনে Bootable CD তৈরি করাটা কষ্টসাধ্য। তাই আমি Bootable CD তৈরি করে আমার Customize CD যুক্ত করে দিয়েছে। এই টুলটি নিয়ে আমার এখানে সংক্ষিপ্ত আলোচনা আছে।
.
এক্রনিস ট্রু ইমেজঃ এক্রনিস ট্রু ইমেজের দুটি ভার্সন রয়েছে আমার সিডিতে। একটি হলো এক্রনিস ট্রু ইমেজ এন্টারপ্রাইজ সার্ভার যা খুব জনপ্রিয়তা পেয়েছিল। এই ভার্সনটি Hiren’s Boot CD 10.5 এর ডস প্রোগ্রামে রয়েছে। আমি আলাদা করে যুক্ত করেছি। এটি নিয়ে আমার ব্লগে এখানে পোষ্ট পাবেন। আরেকটি ভার্সন হলো এক্রনিস ট্রু ইমেজ ২০১২। এই ভার্সনটি বেশ কাজের। বুটেবল হওয়ায় যেকোন পিসিতে, যেকোন প্লাটফরমে ব্যবহার করা যায়। বিস্তারিত এখানে ও এখানে পাবেন।
.
নরটন গোস্টঃ বিখ্যাত সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান সিমেন্টেকের একসময়ের জনপ্রিয় Data Backup & Restore Tool এটি। বিস্তারিত জানতে এখানে ক্লিক করন।
উপরের সবগুলো টুল Hardware Troubleshooting এ প্রতিনিয়ত দরকার পড়ে। তাই আমি চেষ্টা করেছি সবগুলো টুল নিয়ে একটি সিডি তৈরি করতে যা দিয়ে আমার সব কাজ করা যাবে। আমি সিডিটি তৈরি করার পর ব্যবহার করে খুবই উপকারী পেয়েছি। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম।
.
আমার সিডিটি’র অরিজিনাল সাইজ 700MB। তবে আপলোড সাইজ 536MB। Nero বা যেকোন সিডি রাইটিং সফটওয়ার দিয় 24x বা তার কম গতিতে রাইট করবেন। সাইজ বেশি হওয়ায় মিডিয়াফায়ারে দেয়া সম্ভব হয় নি। নুতন ইউজারেরা সমস্যাবোধ করতে পারেন এজন্য Split ও করি নি। ফাইলটি 7z ফরমেটে আছে। 7zip দিয়ে আনজিপ করে ইমেজটি সরাসরি রাইট করে ফেলুন।
পোষ্টটির মাধ্যমে আপনাদের মতামত আশাকরছি।
.
ডাউনলোডঃ Googledrive, Skydrive

Skydrive থেকে যারা ডাউনলোড করবেন তারা চারটি পার্ট পাবেন। পার্টগুলো ডাউনলোড করার পর সবগুলো সিলেক্ট করে 7zip দিয়ে Extract Here দিন। তাহলে পার্টগুলো মার্জ হয়ে ISO ফাইলটি পাওয়া যাবে।

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

sundor 😀

ভাই আপনার টিউন দেখলেই চোখ বন্ধ করে টিউনে ঢুকে যাই, জানি নিশ্চয় উপকারী কিছুনা কিছু পাওয়া যাবেই। শুকরিয়া। আজকাল টিটিতে কিছু বেয়াদব গোছের লোকজন যে হারে প্রতারনামূলক/ স্প্যামিং টিউন করা শুরু করেছে, টিটীতে আর ঢুকতেই আর ভালো লাগেনা। আপনার মতো কিছু পরোপকারী টিউনার এখনো আছেন বলেই টিটি ছেড়ে যেতে পারিনা।

Level 0

Thanks For Share Ami Ow Hiren Boot Use Kori Bises Kore Windows Setup Korar Jonno 2-3 Min Er Moddhe Windows Hoie Jai

Level 0

আপনার প্রতিটি টিউন-ই অত্যন্ত চমৎকার… অনেক কিছু জানতে পারি…কষ্ট করে কাষ্টমাইজ করে আমাদের জন্য আপলোড করেছেন তাই অনেক অনেক ধন্যবাদ…

ভাই ডাউনলোড করতে পারছি না। অন্য কিছুতে দেন যাতে করে ডাউনলোড করতে পারি। আপনার টিউন অসাধারন। ধন্যবাদ

    Level 2

    সাবইকে ধন্যবাদ কমেন্টস করার জন্য।
    @জোবায়ের রাসেল: ফাইলটি কি ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে? লিংকে গিয়ে Download>Downlaod Anyway তে ক্লিক করুন। আর ফায়ারফক্স ব্যবহার করুন। আমি ডাউনলোড করে দেখেছি। কোন অসুবিধা হয় নি। সবকিছুর পরই লিংকটি দিয়েছি। এরপরও অসুবিধা হলে আপনার জিমেইল দিয়ে লগইন থাকা অবস্থায় আমাকে একটি রিকোয়েস্ট পাঠান। আমি আপনাকে এড করে দেবো। ধন্যবাদ।

    ফাইলটি বড় হওয়ায় মিডিয়াফায়ারে দেয়া সম্ভব হয় নি। 4shared এ দিলে স্পীড পাবেন খুব কম। তাই এখানেই দিলাম।

ভাই ডাউনলোড করা যাচ্ছে না। সমাধান দেন। আর এটি একটিভেশন কোড চাইবে না তো?

Level 0

দুঃখিত, আপনি এই সময়ে ফাইলটি দেখতে পাবেন না বা ডাউনলোড করতে পারবেন না৷

সম্প্রতি অনেক ব্যবহারকারীরা এই ফাইলটি দেখেছেন বা ডাউনলোড করেছেন৷ দয়া করে ফাইলটি পরে অ্যাসেসিং করার চেষ্টা করুন৷ যদি ফাইলটি আপনি অ্যাক্সেস করার চেষ্টা করেন তা সাধারণত দীর্ঘ হয় বা বহু মানুষ তা শেয়ার করে,এই ফাইলটি দেখতে বা ডাউনলোড করতে হয়ত 24 ঘন্টার বেশি সময় লাগতে পারে৷ যদি আপনি 24 ঘন্টা পার হবার পরেও ফাইলটি অ্যাক্সেস করতে না পারেন, আপনার ডোমেন প্রশাসকের সঙ্গে যোগাযোগ করুন৷

এই লিখা আস্তাসে এখন কি করে ডাউনলোড করব ?

    Level 2

    @sazzad360: , @আব্দুল আহাদ মিয়া: দুঃখিত ভাই। সার্ভারে লোড পড়েছে বেশি। কি করবো, গুগলের সার্ভারই যদি এরকম করে তাহলে এর চেয়ে দুঃখ আর কি হতে পারে? ফাইলটি Split না করে আপলোড করার আর কোন ভাল সাইট থাকলে আমাকে একটু জানান যেটা টিটি’র নীতিমালার ভিতর থাকে তাহলে আমাকে দেন। আমি ওখানে আপলোড করার চেষ্টা করবো। তবে ডাউনলোড স্পীড ঠিক থাকতে হবে।

ভাই আমরা অনেকেই এই লিংক থেকে ডাউনলোড করতে পারছি না। দয়া করে যদি মিডিয়াফায়ার, ফোরশেয়ার, বা অন্য কোন স্কাই ড্রাইভের লিংক দিতেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম। দয়া করে বিষয়টি দ্রুত বিবেচনা করবেন।

Level 0

vai amito apnar post pele chokh bondho kore copy kore feli karon apnar jobab nei.
jodi paren abar win 7 editing bepare kicho likhen, ami jani apni parben,
md.ashik_Ghatail / Tangail.

    Level 2

    @md.ashik: ঠিক আছে ভাই। আমি নতুনভাবে আপলোড দিচ্ছি split করে যাতে সার্ভারে লোড না পড়ে। চারটি পার্ট করেছি এবং একটি পার্ট ইতিমধ্যে আপলোড হয়েছে। বিদ্যুৎ চৌধুরীর যন্ত্রণা না থাকলে এতক্ষণে হয়ে যেতো।

=========== EXCUSE ME ===========
(bangla lekh te parina)

KAMRUL VAI,
“HBCD 15.1 Restored v.2.0” te (all of toosl HBCD 15.1 included) HBCD 15.2 er chaitao onek bashi tools acha,

Atu dekhben pls.

AMI 1 YEAR BABOHAR KORCHI, ATA SHOB SHOMOY AMAR PENDRIVE A READY KORA THAKE.

A TE PACCHAN
***** LIVE XP,
***** LIVE WIN 7,
***** POWER QUEST PARTITION MAGIC,
***** ACRONIS TRUE IMAGE-2012
***** ETC.

N.B:
***** MAXIUM SOFT & TOOLS UP DATED
***** FROM PENDRIVE USEGE (WITH TUTORIAL)

DOWNLOAD: Torrent File (size : 1.72 GB)
http://torrentcrazy.com/torrent/7459421/hbcd-15.1-restored-v.2.0

THANKS TO KAMRUL KOX.

RASHED.

    Level 2

    @রাশেদ: রাশেদ ভাই আপনাকে ধন্যবাদ। আপনার লিংকটি আমি দেখেছি। এরকম আরো অনেক কাস্টমাইজ করা প্যাক আমি এর আগে পেয়েছিলাম নেটে। কিন্তু সাইজ বেশি হওয়ায় ডাউনলোড দিই নি। আপনারটাও ডিভিডি’র সাইজ। আসলে আমি শুধু একটি সিডিতেই সর্বোচ্ছ টুল যুক্ত করতে চেয়েছিলাম যাতে আপলোড/ডাউনলোড করতে কষ্ট না হয়। আমার নিজেরও বুটেবলও পেনড্রাইভ আছে যাতে HBCD10.5 থেকে HBCD15.2 পর্যন্ত প্রায় সবগুলো এড করেছি। এছাড়া আলাদাভাবে পার্টিশান টুল, বেকআপ টুল, Windows Repair Tool, Ubuntu, Linux Mint সহ এতবেশি টুল এড করেছি যে 8GB এর পেনড্রাইভটা বেশি খালি নেই। ঐ বিষয় নিয়ে আমার ব্লগে পোষ্টও করা আছে।
    সবশেষে এটা নিয়ে কাজ করেছি। আপনার মন্তব্যের জন্য আবার ধন্যবাদ। ভাল থাকবেন।

Level 0

@kamrul vi onek koste 4ta part e download korce kintu 7zip dia extract korte gale error msg ase…..
0 HBCD_15.2.7Z
1 data error(cyclice redundancy check)
2
3 can not open file hbcd_15.2.7z_2.004 as archive

vi help koren ki korbo??????

    Level 2

    @kobi1990: আপনি চারটি পার্ট সিলেক্ট করে তারপর এক্সট্রাক্ট করুন। আমার স্ক্রীনশট আছে।

Level 0

@kamrul vi….vi apni jamne jamne dakhaicen tamoni korce ….but ake msg ase…………..

    Level 2

    @kobi1990: আপনি যে চারটি পার্ট ডাউনলোড করেছেন এ পার্টগুলোর সাইজটা কি জানাতে পারেন? আর আপনি কিভাবে এক্সট্রাক্ট করেছেন তার একটি স্ক্রীনশট দিলে ভাল হয়।

Level 0

kamrull vi file ta cd kore apnar kas theke kina jabe ki???jodi jai tahole kivabe parbo bolle valo hoi….please

Level 0

kamrull vi file ta cd kore apnar kas theke kina jabe ki???jodi jai tahole kivabe parbo bolle valo hoi….please

    Level 2

    @kobi1990: ভাই এটা প্রফেশনাল সিডি নয়। চট্টগ্রামে থাকলে এমনিতেই নিতে পারেন। এটি দুভাবেই তৈরি করেছি। নিচের লিংকটি দেখুন কোনটি ভাল লাগে। চট্টগ্রামের আশেপাশে থাকেন তাহলে পেয়ে যাবেন।
    http://kamrulcox.blogspot.com/2013/07/customize-hirens-boot.html

Level 0

vi doya kore amar email id te jogajog koren
[email protected]