একজনের মাথা কেটে আরেকজনের মাথায় লাগান!!!!(যাদু নয় সত্যি!!!)

কী অবাক হচ্ছেন? ভাবছেন মাথা কেটে আবার জোরা লাগাবো কি করে? এটা শুধু যাদুতে হয় বাস্তবে সম্ভব নাকি? হ্যা আমি বলছি এটা করা সম্ভব আর সেটা যাদু না জেনেই! তবে আবার ভেবে বসবেন না যে আমি সত্যি মানুষের মাথা কাটি আর তা জোরা লাগাই। বাস্তবে এটা সম্ভব না তবে ছবির মাধ্যমে খুবই সম্ভব 😉

এতক্ষনে নিশ্চয়ই বুঝে গেছেন যে, আমি ছবির কথা বলছি। হ্যা আমি ছবির মাথা কেটে অন্য আরেকজনের ছবিতে জোরা লাগানোর কথাই বলছি। Face Off Max নামের এই সফটওয়্যারে মাধ্যমে আপনি খুব সহজেই এক ছবির মাথা কেটে আরেক ছবির মাথায় জোরা লাগাতে পারবেন। যেমন ধরুন আপনি আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার মাথা কেটে সেখানে আপনার নিজের মাথা কেটে জোরা লাগাতে পারবেন :P। এটা আবার বাস্তবে বারাক ওবামার মাথায় প্রয়োগ করতে যাইয়েন না তাহলে কিন্তু পুলিশে আপনার মাথা কেটে ওসামা বিন লাদেনের মাথা লাগাইয়া দিব!!

এবার আমার কাজ দেখেন। আমি টেকটিউন্স নিয়া বিল গেটস এর সাথে কেমন বিতর্ক করেছি তার প্রমান দেখুন।

বিল গেটস এর পাশে ঐটা কিন্তু আমি!!!!!

যাই হোক এর চেয়েও আপনারা আরও অনেক অনেক বেশী মজা করতে পারবেন।
ভাবছেন কিভাবে করবেন? খুব কঠিন মনে হয়। আসলে কিন্তু খুব সোজা। শুধু ছবি যোগ করে Next করে করে কাজ শেষ করুন। ব্যস হয়ে যাবে।
আপনি শুধু ছবির মাথাই না সাথে টেক্সট এবং Balloon ও যোগ করতে পারবেন যেমন আমিও করেছি। ব্যবহার করা খুব সহজ তাই বিস্তারিত আর বললাম না। আর তাছাড়া এই সফটওয়্যারের কাজ কি করে করতে হয় তা চিত্র দিয়ে ঐখানে খুব সুন্দর করে বুঝিয়ে দেয়া হয়েছে। শুধু নির্দেশনা গুলো অনুসরন করলেই চলবে।

ডাউনলোড লিঙ্কঃ

CoolwareMax Face Off Max 3.1.0.2

যদি আরও টেম্পলেট চান তাহলে এই গুলাও ডাউনলোড করে নিতে পারেন।
Templates Package

সাথে কিছু কথা। আমি একটা জিনিষ খেয়াল করেছি। আমি আগে হটফাইলের লিঙ্ক দিতাম তখন দেখা যেত আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করতেন আর মন্তব্যও অনেক করতেন। কিন্তু এখন আমি এই লোডশেডিইং এর মাঝেও অনেক ঝামেলা করে মিডিয়া ফায়ারের লিঙ্ক দেই যার ফলে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারছেন। অথচ মন্তব্য আগের চেয়েও কম হচ্ছে! তাহলে আমি কি ধরে নিব যে, আপনারা আগের মতো কষ্ট না করে সহজে পাচ্ছেন বলে মন্তব্য করারও প্রয়োজন মনে করছেন না? তাহলেতো বলতে হয় আগের লিঙ্কই দেয়া ভাল ছিল। আমি কি বুঝাতে চাচ্ছি তা হয়তো আপনারা বুঝতে পারছেন।

Full Version যেভাবে করবেনঃ

প্রথমে আনজিপ করে নিন।
তারপর ক্রেক ফাইলটি ইন্সটল ফোল্ডারে রিপ্লেস করুন।
এখন ইন্টারনেট কানেকশন ডিসেবল করুন।
Keygen ফাইলটি ওপেন করে Generate বাটনে ক্লিক করুন।
Sn এ যেটা পাবেন তা ঐ সফটওয়্যারের রেজিষ্ট্রেসন ফর্মে পেষ্ট করুন।
তারপর একটি কোড পাবেন যা Keygen ফাইলের Code নামের বক্সে পেষ্ট করুন।
আবার Generate বাটনে ক্লিক করুন।
এখন যে Unlock code পাবেন তা আগের রেজিষ্ট্রেসন ফর্মে পেষ্ট করে দিন।
ব্যস Full Version হয়ে গেল!

আশা করি সবার ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 168 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল হয়েছে হাসান ভাই।চলিয়ে যান।

চমৎকার টিউন,কালেকশান করে রাখলাম । অসংখ্য ধন্যবাদ ।

ভালো টিউন, ধন্যবাদ

Level New

আরে ভাই জটিল টিউন।

টিউনের জন্য কৃতজ্ঞতা।

(স্যার আপনি বিল গেটস এর বন্ধু তা আগে বলবেন না? তা স্যার আপনি যদি আমার গরিবখানায় চাইরটা ডাল-ভাত খাইতেন মনে বড় শান্তি পাইতাম। আসার সময় একটা পাজেরো জিপ আনতে ভুলবেন না স্যার, নাইলে কিন্তু ডাল ভাত তো দুরের কথা, পহেলা বৈশাখের পান্তা ভাতও জুটব না।)

    সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি আপনার বাড়িতে আসার জন্যেও।
    ধন্যবাদ।

জুবাইর তো ভাল টিউন করছো রে ভাই।

go on jubair vai. best of luck. your all very nice………………………nice………………………..nice…………………

go on jubair vai. best of luck. your all tune was very nice………………………nice………………………..nice…………………

Level 0

ভালো টিউন, কিন্তু এটা আবার খারাপ কিছুর জন্ম দিবেনাতো ?

    ধন্যবাদ।
    এখানে খারাপের কি আছে বুঝলাম না। যদি বুঝিয়ে বলতেন………

ভাই টিউনতো ভলো হয়েছে………….‌

ভালো টিউন….
তবে, এসব কাজের জন্য ফটোশপ বেস্ট।

    ভাই আমার মতো অনেকেই আছে যারা ফটোশপের কাজ জানে না।
    ধন্যবাদ।

Level 0

ভাই ডাউনলোড লিঙ্কটি দিবেন,
আমার মেইল alammahabubul@tin.it

    আশা করি মেইলটি পেয়েছেন।
    ধন্যবাদ।

Level 0

যুবায়ের ভাই আমাকে লিক্নটি দিবেন প্লিজ (md.ebadullah@yahoo.com)

    মেইল চেক করুন। পেয়ে যাবেন।
    ধন্যবাদ।

    Level 0

    আমি এখনো পাই নাই ভাই

    আবার মেইল করেছি আর তাছাড়া এখান থেকেই ডাউনলোড করতে পারবেন।
    ধন্যবাদ।

Level 0

মেইলটি পেয়েছি।
ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ আপনার সুন্দর টিউনের জন্য।

ভাই আমারে দেন plz আমার আইডি tanvir603@yahoo.co.uk

    আশা করি মেইলটি পেয়েছেন।
    ধন্যবাদ। 😀

আমাকে পাঠান। আমার আই ডি হল tanmoydada@gmail.com

    আশা করি মেইলটি পেয়েছেন।
    ধন্যবাদ। 😛

very nice…please send me this..(almahmud@swedenmail.com)

Level 0

ভাই,ামকে পাঠান। আমার আইডি হল Chamok_@hotmail.com.

Level 0

হে হে কিসু মনে কইরেন না লিঙ্ক তা দিয়ে দিলাম http://www.downtr.net/158389-coolwaremax-face-off-max-3102.html

    আমিও দিয়েছি মিডিয়া ফায়ারের লিঙ্ক।
    ধন্যবাদ।

আমাকে পাঠান। আমার আই ডি হল sssk09@gpcic.org

    আবার টিউনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম। আপনাদের চাহিদা দেখে খুশী না হয়ে পারলাম না।
    এখন আপনি এখান থেকেই ডাউনলোড করতে পারেন।
    ধন্যবাদ।

আমার টা ফুল ভারষন নসt hoye geche,,, abar full version kori kivabe ???
janaben joldi… sakawat_mbmc12@yahoo.com

Level 0

Level 0

ভাই, সত্যি সত্যি যদি আপনার মাথাটা কাইটা আমার মাথার জায়গায় রাখতে পারতাম !! এমন কোন SOFT থাকলে তাড়াতাড়ি TUNE করেন 😀

Level 0

হাসান ভাই ,, বরাবরের মতই টিউনটি খুব সুন্দর হইছে । আপনাকে ধন্যবাদ ।

ধন্যবাদ আপনার দেওয়া মাল খানা কম্পিউটারের লাগাইয়া এখনো বাস মারি নাই। সুন্দর একখানা টিউন দেওয়া মিনি মিনি
ধন্যবাদ।