বন্ধুরা লুকিয়ে আছে তাই বলে কী তাদের একটু খুজ করে দেখবেন না তারা কেমন আছে

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। হ্যা আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আজকে আপনাদের অতি পরিচিত একটি বিষয় নিয়ে টিউন করছি আর বিষয়টি হল ইয়াহু ম্যাসেঞ্জার। আর কথা বাড়াব না, কষ্ট করে বাকি অংশটুকু পড়ুন সব বুঝতে পারবেন।

ইয়াহু ম্যাসেঞ্জারের সাথে আমরা প্রায় সবাই পরিচিত। সবাই জানি যে ইয়াহু তে নিজেকে লুকিয়ে রাখা যায়। তবে মনে করেন আপনার উপর একজন রাগ করে Invisible হয়ে আছে। এখন কি আপনার উচিত না তার রাগ ভঙ্গানো। হ্যা অবশ্যই রাগ বাঙ্গাতে হবে। কিন্তু কিভাবে। আপনিতো বুঝতে পারছেন না সে অনলাইনে আছে না অফলাইনে আছে। এতদিন না বুঝতে পারলেও এই টিউন পড়ার পরে অবশ্যই বুঝবেন। কেউ আর আপনার কাছে লুকিয়ে থাকতে পারবে না। কিন্তু প্রশ্ন হল তা কিভাবে বুঝবেন। এখন আপনাকে একটি সফটওয়্যারের নাম বলব যা ব্যবহার করে আপনি অতি সহজেই বুঝতে পারবেন কে কে অনলাইনে আছে। এমনকি সে আপনার Contact লিস্টে না থাকলেও কোন সমস্যা নেই। আরো খুশীর খবর আছে এই সফটওয়্যার এমন একটি সফটওয়্যার যা ইন্সটল করারো কোন প্রয়োজন নেই। এই সফটওয়্যারের নামটি জানা যাক। ধারুন এই সফটওয়্যারের নাম হল Ichecker । এই সফটওয়্যার ডাওনলোড করার পর ichecker.exe ফাইলটি চালু করুন বেশ প্রোগ্রামটিও চালু হয়ে গেল। এখন দেখুন Please enter the Yahoo ID লিখা আছে এবং এর নিচে একটি বক্স আছে। যার সমন্ধে জানতে চান তার আইডি টা এই বক্সে বসিয়ে দিন। বেশ কাজ হয়ে গেল সাথে সাথে আপনি দেখতে পারবেন তার অবস্থান এবং তার বিস্তারিত। এই বিষটি বুঝতে সমস্যা হলে এই লিংকটা এক নজর দেখতে পারেন।

ডাউনলোড লিংকঃ- IChecker সফটওয়্যারটি ডাউনলোডের জন্য এই লিংকে ক্লিক করুন।

টিউনটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। যদি উপকৃত হন তাহলে জানালে খুশী হব। আর যদি কোন ভুলত্রুটি থাকে, ক্ষমাপূর্বক দৃষ্টিতে দেখবেন বলে আশা করি।

উৎস ও বিস্তারিতঃ- http://www.tfortechnic.blogspot.com

Level 0

আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম …. ভালোই

    ধন্যবাদ ভাইয়া, ভাইয়া একটা বিষয়ের সমাধান তো এখনো পেলাম না। আমি অন্য কারো টিউনে মন্তব্য করার পর সে আমার মন্তব্যের উত্তর দিলে তা জানব কিভাবে তা তো বললেন না। প্লিজ ভাইয়া কিছু একটা করুন

Valo valo…

Level 0

ফাগুন রেইন ভাই টিউনে খুব ভাল কিন্তু ভাইরাস আসে কি করতে পারি বলবেন প্লিজ । এই Ichecker software তা আমার খুব দরকার প্লিজ জানাবেন।

    ভাইরাস আসে মানে বুঝলাম না?

    Level 0

    Trojan horse ভাইরাস আসে বার বার, কি করি? plz help

    Level 0

    Trojan horse ভাইরাস আসে বার বার, কি করি? plz help জানাবেন

    সত্যিকার অর্থে আমি এন্ট্রি ভাইরাসের উপর নির্ভরশীল না। আর তাই নিজেও এটা ব্যবহার করি না।তবে আপনি আগে একটা কাজ করেন আপনি ফাইলটাকে extract করেন এবং দেখুন কি হয়।

    Level 0

    আমি কি আপনার Messenger ID পেতে পারি?

    কোন সমস্যা নেই fagunazf

রেইন, খুব ভালো tune. এইটা কি SKYPE – তে কাজ করবে?

    না এটা skype এ কাজ করবে না এটা শুধুমাত্র yahoo এর জন্য। তবে আমিও skype এর টা খুজতেছি পেলে জানাব অন্য এক টিউনে

    অপেক্ষায় থাকলাম।

ভাল টিউন। ধন্যবাদ।

বন্ধু তুমি রাগ করেছ,
আমার কি দোষ বল ?
দোষ গুলো সব ফাগুন রেইনের
মানবে কিনা বল।
আজ তুমি থাক আমার, অনেক দূরে দূ্রে
ইনভিজিবল থাকো তুমি yahoo messanger এ,
পাইনা খুজে তোমায় আমি এই পৃথিবীতে,
সুখে আছ তুমি অনেক ফাগুন রেইনের সাথে।
অবশেষে পেলাম তোমায় ichecker দিয়ে,
পুরানো ঠিকানা সেই yahoo messanger এ।

ভাবছ তুমি গোয়ান্দাগিরি খুব করিত বেশ,
আজ তোমার আমার বন্ধুত্ত ও শেষ।

ধন্যবাদ ফাগুন রেইন, সুন্দর একটি সফটওয়্যার সম্পর্কে লেখার জন্য।
তবে, আমার জানা মতে এই একই কাজ করার জন্য সফটওয়্যার এর দরকার নাই। শুধু মাত্র নিচের লিংকে ক্লিক করুন এবং আপনার ইয়াহু আই.ডি টি দিন। ব্যাস, এবার দেখুন কে online এ, কে offline এ, আর কে invisible মুডে আছে।

http://detectinvisible.com/

কাজ করলে জানাবেন।
ধন্যবাদ।

    আরে ভাইয়া ধারুন ঠিকানা দিলেন তো। এই টা আগে জানলে এত কষ্ট করে সফটওয়্যারের সম্পর্কে লিখতাম না।

    Level 0

    invisible মুডে কে আছে সে তো বুজা জাসসে না। plz জানাবেন
    ধন্যবাদ

    না ভাইয়া invisible কে দেখা যায় না। তো সফটওয়্যারী বেস্ট।

    দারুন তবে আমার মনে হয় নিচের লিঙ্কটা খারাপ না এটা দেখতে পারেন
    http://www.ydetector.com/

    হ্যা ভাই ঠিক বলেছেন।

খুব ভালো টিউন।

খুব ভালো টিউন। ধন্যবাদ।

Level 0

ভালোইতো। ধন্যবাদ।