সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। হ্যা আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আজকে আপনাদের অতি পরিচিত একটি বিষয় নিয়ে টিউন করছি আর বিষয়টি হল ইয়াহু ম্যাসেঞ্জার। আর কথা বাড়াব না, কষ্ট করে বাকি অংশটুকু পড়ুন সব বুঝতে পারবেন।
ইয়াহু ম্যাসেঞ্জারের সাথে আমরা প্রায় সবাই পরিচিত। সবাই জানি যে ইয়াহু তে নিজেকে লুকিয়ে রাখা যায়। তবে মনে করেন আপনার উপর একজন রাগ করে Invisible হয়ে আছে। এখন কি আপনার উচিত না তার রাগ ভঙ্গানো। হ্যা অবশ্যই রাগ বাঙ্গাতে হবে। কিন্তু কিভাবে। আপনিতো বুঝতে পারছেন না সে অনলাইনে আছে না অফলাইনে আছে। এতদিন না বুঝতে পারলেও এই টিউন পড়ার পরে অবশ্যই বুঝবেন। কেউ আর আপনার কাছে লুকিয়ে থাকতে পারবে না। কিন্তু প্রশ্ন হল তা কিভাবে বুঝবেন। এখন আপনাকে একটি সফটওয়্যারের নাম বলব যা ব্যবহার করে আপনি অতি সহজেই বুঝতে পারবেন কে কে অনলাইনে আছে। এমনকি সে আপনার Contact লিস্টে না থাকলেও কোন সমস্যা নেই। আরো খুশীর খবর আছে এই সফটওয়্যার এমন একটি সফটওয়্যার যা ইন্সটল করারো কোন প্রয়োজন নেই। এই সফটওয়্যারের নামটি জানা যাক। ধারুন এই সফটওয়্যারের নাম হল Ichecker । এই সফটওয়্যার ডাওনলোড করার পর ichecker.exe ফাইলটি চালু করুন বেশ প্রোগ্রামটিও চালু হয়ে গেল। এখন দেখুন Please enter the Yahoo ID লিখা আছে এবং এর নিচে একটি বক্স আছে। যার সমন্ধে জানতে চান তার আইডি টা এই বক্সে বসিয়ে দিন। বেশ কাজ হয়ে গেল সাথে সাথে আপনি দেখতে পারবেন তার অবস্থান এবং তার বিস্তারিত। এই বিষটি বুঝতে সমস্যা হলে এই লিংকটা এক নজর দেখতে পারেন।
ডাউনলোড লিংকঃ- IChecker সফটওয়্যারটি ডাউনলোডের জন্য এই লিংকে ক্লিক করুন।
টিউনটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। যদি উপকৃত হন তাহলে জানালে খুশী হব। আর যদি কোন ভুলত্রুটি থাকে, ক্ষমাপূর্বক দৃষ্টিতে দেখবেন বলে আশা করি।
উৎস ও বিস্তারিতঃ- http://www.tfortechnic.blogspot.com
আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।
হুম …. ভালোই