আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমি-ও ভালই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি উইন্ডোজ এক্সপি'র একটি সুন্দর থিম নাম "Royale Theme" ।থিমটি কিছুটা উইন্ডোজ এক্সপি'র ডিফল্ট থিম এর মত হলেও এটি অনেক সুন্দর!
মাইক্রোসফট উইন্ডোজ সেভেন,উইন্ডোজ এইট নামালেও অনেকের কাছে এখনও উইন্ডোজ এক্সপি-ই সেরা। মাইক্রোসফট তাদের ওয়েবসাইট এ উইন্ডোজ সেভেন,উইন্ডোজ এইট এর থিম রাখলেও উইন্ডোজ এক্সপি 'এ কোন থিম রাখে নি। কেন জানি না, হয়তো মাইক্রোসফট চায় না কেউ উইন্ডোজ এক্সপি ব্যবহার করুক।
যাই হোক, গুগল এ অনেক ঘাটাঘাটির পর পেলাম খুব সুন্দর একটি থিম, যেটি শেয়ার করছি। আর একটা কথা আমরা অনেকেই ভাবি অনেক থিম পিসি কে স্লো করে, এই থিম কিন্তু তা করবে না। তাই নিশ্চিন্তে ডাউনলোড করুন ( ৯৪৭.৫৮ কেবি) ।
আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!
এইটা. আমি মনে করলাম কি না কি। আরো কয়েকটা থিম দিলে না হয় হইত। আজাইরা।