আজকে আমি আপনাদের জন্য অসাধারন ২ সেট আইকন নিয়ে এসেছি । প্রথম সেটের আইকনগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর আইকন গুলো । সুন্দরের পাশাপাশি আইকনগুলো কিন্তু বিভাগ আকারে ও সাজানো হয়েছে যেমন : document,music,gallery,favourite,web,photoshop,illustrator,flash icon আকারে । যাতে ইচ্ছা করলেই দ্রুত পেয়ে যান আপনার প্রয়োজনীয় ফাইলটি ।
ডাউনলোড করুন
Download শেষে extract করলে পাবেন ico & png format এর 2টি folder । folder open করলেই দেখবেন different bit এ icon গুলো সাজানো আছে । আপনি পছন্দের bit অথবা all size combined folder থেকে পাল্টে ফেলুন আপনার folder এর icon গুলো ।
এবার ২য় সেটের spring আইকনগুলো দেখুন আপনি নিজেই মুগ্ধ হবেন !
এই সেটটিতে ২০০ icon রয়েছে ।আমি আপনাদের সামনে মাএ কয়েকটি show করছি ।
MediaFire
ডাউনলোড করে extract করলে এখানে ও png ও ico ফরমেটের ২টি folder পাবেন । পছন্দের ফরমেট টি বেছে নিন আর সাজিয়ে ফেলুন আপনার কম্পিটারের প্রতিটি folder একই সেটের আইকন দিয়ে ।
আপনারা নিশ্চয়ই আইকন change করার নিয়মটি জানেন ।যারা নতুন তাদের জন্য বলছি প্রথমে যে folderটির icon আপনি change করতে চান just ওই folder এর উপর mouse এর right click করে properties, customise , change icon তারপর browse option এ click করে
Icon folder থেকে পছন্দের iconটি select করে ok করুন । অনেকসময় সাথে সাথে change করা icon টি show নাও হতে পারে । সেক্ষেএে কিছুক্ষন wait করুন অথবা computer restart করেনিন তাহলেই হয়ে যাবে।আর যদি computer এর default icon যেমন,document,my computer,recycle bin,এগুলোর icon change করতে চান তাহলে monitor এর খালি জায়গায় right click করে personalize open করে change desktop icon এ ক্লিক করেই icon change করে নিতে পারবেন । প্রতিদিনেরমত একই কথা বলবো আপনাদের ভাল লাগলেই টিউনের স্বাথকতা । কমেন্টের প্রত্যাশায়…………. ।
( আমার গত টিউন ছিল কিভাবে pendrive এ start menu programme তৈরী করা যায় তা নিয়ে । যারা ওখান থেকে platform software টি download করতে পারেননি,তারা এখান থেকে collect করুন । আর pendrive এ start menu programme তৈরীর টিউনটি ইচ্ছে হলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন )
আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............
Oh, নো। এটাতো ৩৫ মেগাবাইট !!!
এত বড় জিনিস ডাউনলোড করতে আমার ১২টা বাজবে। সিটিসেল জুম দিয়া ৩৫ মিনিট লাগবে। আমার ২০০ icon লাগবে না , পারলে আর কিছু icon কমাইয়া 7-8 মেগাবাইট এর মধ্যে একটা লিঙ্ক দেন।