সফটওয়্যার জোন (৪র্থ পর্ব) :: নিজেই তৈরি করুন Screensaver.

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি এ্যানিমেশন সফটওয়্যার যা ব্যবহার করা খুবই সহজ এবং এটার মাধ্যমে আপনি আপনার পিসির জন্য স্ক্রিণ-সেভার, মোবাইলের জন্য জি.আই.এফ এ্যানিমেশন অথবা ভিডিও বানাতে পারবেন।

আজকের সফটওয়্যারটির নাম Nature Illusion Studio.

পোষ্টের সর্বশেষে ডাউনলোড লিংক সহ সিরিয়াল লিংক দেওয়া আছে ।

সফটওয়্যারটি ইন্সটল করার পর ফুল ভার্সন একটিভ করার জন্য প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন, হেল্প মেনু থেকে রেজিষ্টার্ট বাটনে ক্লিক করে নাম আর সিরিয়াল ফিল্ড গুলো সিরিয়াল লিংক থেকে কপি-পেষ্ট করুন। ওকে তে ক্লিক দিয়ে সফটওয়্যারটি রির্ষ্টাট দিন।

তো আসুন শুরু করি:

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Steps:

১। সফটওয়্যারটি ওপেন করুন।


এখানে সফটওয়্যার এর কাজ সম্পর্কে একটু ভাল ভাবে জেনে নেওয়ার জন্য হেল্প মেনুতে ক্লিক করতে পারেন।

আর ডিফল্ট স্যাম্পল থেকে যেকোন একটিতে ওপেন করে “অটো প্রিভিউ” বাটনে ক্লিক করে চিত্র কে এ্যানিমেশন এর মাধ্যমে দেখে নিতে পারেন। যেহেতু আজ আমি আপনাদেরকে ডিফল্ট ভাবে সেট করা কিছু দেখাবো না, সেহেতু নিজের একটা কাস্টম ছবি দিয়ে আজকের কাজটি দেখাবো।

২। নিউ বাটনে ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স আসবে।


এখানে “লোড ইমেজ” থেকে আপনার পছন্দের ছবিটি নির্বাচন করুন।“ফাইল নেম” থেকে ফাইলটি কোথায় সেভ হবে তা দেখিয়ে দিন এবং “টাইটেল” এ ফাইলটির একটি নতুন নাম দিয়ে ওকে করুন।

৩। ফাইলটি ওপেন করার পর অপারেশন মেনুগুলো সচল হবে।

এখানে Water Mask অপশনে ৬টি ভিন্ন ভিন্ন কালার এর ৬টি বাটন আছে। এক একটি বাটন এক একটি ধরণের পানির ইফেক্ট তৈরি করে। যেমনটি হলো ১নং ওয়াটার মাস্ক হলো ঝড়না ইফেক্ট, ২নংটি হলো লেক ইফেক্ট, ৩নং টি হলো কাচের উপর দিয়ে পানি পড়ে যাওয়ার ইফেক্ট, ৪নং টি হলো সাগরের ঢেউ এর ইফেক্ট, ৫ং টি হলো সাধারণ ওয়াটার ইফেক্ট এবং ৬নং টি হলো যেকোন ছবিতে ওয়াটার ইফেক্ট।

৪। যেহেতু আমি একটি সাগরের মতো ছবি ওপেন করেছি তাই আমি ৪নং ওয়াটার মাস্ক অপশনটি সিলেক্ট করলাম। এরপর যা করতে হবে তা হলো, ছবির সাগরের অংশে ব্রাশ দিয়ে ড্রাগ করতে হবে।
যেহেতু ৪নং ওয়াটার মাস্ক এর রং হলুদ তাই ড্রাগ করলে সমুদ্র টি হলুদ রং এ ভরে যাবে।

এরপর “অটো প্রিভিউ” অপশনে ক্লিক করলে দেখতে পাবেন যে রং দিয়ে ড্রাগ করা অংশটুকুতে পানি ঢেউ এর মতো দেখাচ্ছে।

৫। ইফেক্টস এর পরের অপশন Weather সিলেক্ট করুন।


ছবিতে যে ধরণের Weather ইফেক্টস দিতে চান তা বাছুন।

এবার আপনাকে ড্রাগ করতে হবে না। সরাসরি “অটো প্রিভিউ” বাটনে ক্লিক করে দেখুন পানির ইফেক্ট এর সাথে আপনার Weather ইফেক্টটিও যোগ হয়েছে।


৬। ইফেক্টস এর পরের অপশন Objects সিলেক্ট করুন।


এর মাধ্যমে বিভিন্ন এ্যানিমেটেড প্রাণী (যেমন প্রজাপতি, ইগল, বিভিন্ন পাখী) যোগ করতে পারবেন। যেহেতু এটি একটি সাগরের ছবি তাই আমি কোনো এ্যানিমেটেড Subject যোগ করলাম না।

৭। ইফেক্টস এর পরের অপশন Sound সিলেক্ট করুন।


বুঝতেই পারছেন এটার দ্বারা কি করতে পারবেন। আপনার পিসির যেকোন সাউন্ড ফাইল আপনি এখানে যোগ করতে পারেন। (সাইজ বেড়ে যাবে)

৮। সর্বশেষে ফাইলটি সেভ করতে হবে।


এখন যদি Screensaver হিসেবে ফাইলটি সেভ করতে চান তাহলে Build Scr বাটনে ক্লিক করুন।
আর যদি GIF ফরমেটে ফাইলটি সেভ করতে চান তাহলে Build GIF বাটনে ক্লিক করুন।

যেখানে Screensaver হিসেবে ফাইলটি সেভ করলেন সেখানে গিয়ে ফাইলটি সিলেক্ট করে ডান বাটনে ক্লিক করে Screensaver টি আপনার পিসিতে ইন্সটল করুন।

ফাইলটি GIF ফরমেটে নিচে দেওয়া হলো দেখে নিন:

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 ডাউনলোড লিংক :  

http://www.24freedownload.com/2012/07/nature-illusion-studio-pro-free-full.html
http://www.crazy4crack.org/2011/06/nufsoft-nature-illusion-studio-pro-v34.html
http://gurusoftware.blogspot.com/2012/03/nature-illusion-studio-361389-full.html
http://suryadewa.com/uncategorized/nature-illusion-studio-v3-61-3-89-full-key-patch/

ভাল থাকবেন সবাই।

খোদা হাফেজ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

The file You are looking for… may be deleted by the user or by the Administrator ! এইটা আসে!!!

ভাই লিঙ্ক টা ঠিক করেন

ভাই চেইন টিউন করে কিভাবে???

Level 0

abdullajobaer bai plz password daw………[email protected]

abdulla jobaer ভাই nature illusion studio pro v3.61.3.89 এর জিফ পাস্ওয়ার্ড টা দয়া করে দেন | [email protected]