আসসালামু আলাইকুম,
প্রিয় এন্ড্রোয়েডে যদি স্টার্ট মেনু (Start Menu) হত তাহলে মনে হয় ভালোই হত! কমপক্ষে উইন্ডোজের কিছুটা দারুণ স্বাদ অনুভব করা যেত। উইন্ডোজের মত সহজ-সরলভাবে অ্যাপগুলা সার্চ এবং ম্যানেজ করা সম্ভব হত! উইন্ডোজে এক্সপি, সেভেন, ম্যাক OS এর স্টার্ট মেনুর মজা লেওয়া যেত…ইত্যাদি!!! এখন থেকে এই আকাংখাগুলাকে বাস্তবে রূপ দিতে পারবেন মাত্র একটি এন্ড্রোয়েড স্টার্ট মেনুর মাধ্যমে।
এন্ড্রোয়েডে স্টার্ট মেনু ব্যবহারের কোন বিকল্প নাই! আপনারা চাইলেই স্টার্ট মেনু ব্যবহার করে উইন্ডোজের দারুণ স্বাদ অনুভব করতে পারবেন। তাছাড়া এটি আপনার ফোনের সার্বিক কাজ কর্ম সহজ করে তুলবে। ইন্সটল অ্যাপগুলা সার্চ এবং ম্যানেজ, ছাড়া যেকোনো ফাইল সার্চ করে খুঁজে বের করা, নতুন ফোল্ডার ক্রেয়েট করা, শর্ট-কার্ট অপশনও পাওয়া যাবে।
এক কথায় বলা যায়, এন্ড্রোয়েডের ব্যবহার আরও সহজ করে তুলবে! এটি একটি Paid অ্যাপস। মূল্য- $1.33 ডলার তবে চিন্তার কোন কারণ নেই Start Menu টি আপনাদের একদম ফ্রী দেবো সাথে থাকছে ৩ টি আকর্ষণীয় স্টার্ট মেনু স্কিনস!!!
এন্ড্রোয়েড Start Menu টি নিচে থেকে ডাউনলোড করে নিন
http://www.mediafire.com/?t853wpcpnna3a33
http://www.mediafire.com/?df8gmbzzxgjoum1
আজকের পোস্ট আপনার কেমন লাগলো তা মন্তব্য করে অবশ্যই জানাবেন। যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি । পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।
পোস্টটি পূর্বে এখানে প্রকাশিত
আমি CrazyBlogger। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর হইছে…go on